Ajker Patrika

চাদে সেনা–বিদ্রোহী সংঘর্ষের মধ্যে প্রেসিডেন্ট নিহত

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১০: ৫৯
চাদে সেনা–বিদ্রোহী সংঘর্ষের মধ্যে প্রেসিডেন্ট নিহত

বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের মধ্যে আহত চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি মারা গেছেন।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আজেম বেবমেনদাও আগৌনা আজ মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

মধ্য আফ্রিকার দেশ চাদে ৩০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ইদ্রিস দেবি (৬৮)।

১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেন ইদ্রিস দেবি। আফ্রিকা মহাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শাসকদের একজন তিনি। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ছেলে মেহমেত কাকাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশজুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

গত ১১ এপ্রিল চাদে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষণার এক দিন পরই নিহত হলেন প্রেসিডেন্ট। বেঁচে থাকলে তিনি টানা ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হতেন।

তবে ইদ্রিস সরকারের দমনপীড়নের অভিযোগ তুলে বিরোধীদের বেশিরভাগই নির্বাচন বর্জন করেছে।

আফ্রিকায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ছিলেন ইদ্রিস দেবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত