Ajker Patrika

উগান্ডায় প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শনিবার উগান্ডার একটি শরণার্থীশিবিরে প্রার্থনার সময় বজ্রপাতের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিএনএন।

এ বিষয়ে এক বিবৃতিতে উগান্ডার পুলিশ জানিয়েছে, উত্তর উগান্ডার লাম্বো জেলায় ওই বজ্রপাতে আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

পুলিশ বাহিনীর মুখপাত্র কিতুউমা রুসোকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘হতাহতদের এখনো শনাক্ত করা যায়নি। বিকেল ৫টার দিকে যখন বৃষ্টি শুরু হয় তখন তাঁরা প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটায় ঘটে ওই বজ্রপাতের ঘটনা।’

লাম্বো জেলা অফিসের তথ্য অনুসারে, দক্ষিণ সুদানের সঙ্গে সীমান্তবর্তী উগান্ডার পালাবেক শরণার্থীশিবিরে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করে। এসব মানুষের বেশির ভাগ দক্ষিণ সুদান থেকে এসে আশ্রয় নিয়েছে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ শেষ হলেও দেশটিতে এখনো অস্থিতিশীলতা বিরাজ করছে।

আফ্রিকার সেন্ট্রাল বেল্টে বজ্রপাত একটি খুবই সাধারণ ঘটনা। বজ্রপাতে উগান্ডায় প্রায় সময়ই মারাত্মক সব ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, ২০২০ সালে উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বজ্রপাতে ১০ শিশু নিহত হয়েছিল। এর আগে ২০১১ সালে আরেকটি বজ্রপাতে ১৮ শিশু এবং তাদের শিক্ষক নিহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত