Ajker Patrika

মানুষের আয়ু হবে ১৪১ বছর: বলছে গবেষণা

মানুষের আয়ু হবে ১৪১ বছর: বলছে গবেষণা

মানুষ কত দিন বাঁচে—৮৫ অথবা ৯০? আচ্ছা, যদি ১৪১ বছর পর্যন্ত দিব্যি বেঁচেবর্তে থাকে! চোখ কপালে উঠছে তাইতো! যেখানে বর্তমানে পৃথিবীতে মানুষের গড় আয়ু কমবেশি ৮০ বছর। তাই বলে ১৪১ বছর! এটি অসম্ভব শোনাতে পারে। তবে আমেরিকান এক গবেষণা বলছে, এখনকার তুলনায় ভবিষ্যতে মানুষ আরও অনেক বেশি দিন বাঁচবে। যদিও জলবায়ু পরিবর্তন, খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে মানুষের অকাল মৃত্যুর ঝুঁকি দিন দিন বাড়ছেই। 

জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক ড. ডেভিড ম্যাককার্থি বলেন, ‘এটা সম্ভব। পুরুষেরা ১৪১ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে এবং নারীরা ১৩০ বছর!’ 

এখন অবধি বিজ্ঞানীদের ধারণা, মানুষের পক্ষে সর্বোচ্চ ১২০ বছর বা এর চেয়ে একটু বেশি বেঁচে থাকা সম্ভব। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে, যদি আমরা ১৪১ বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে পৃথিবীটা কেমন হবে? তা জানতে পড়তে থাকুন। 

মানুষ কেন আগের চেয়ে বেশি দিন বাঁচতে পারে? 
একশ বছর আগে মানুষের আয়ু এখনকার তুলনায় অনেক কম ছিল। কিন্তু স্বাস্থ্যসেবা এবং খাদ্যতালিকা উভয় ক্ষেত্রেই উন্নতি হওয়ায় আয়ুষ্কাল বেড়েছে। ২০১০ সালে, বেশির ভাগ মানুষ গড় বেঁচে থাকার যে আশা করতেন তা ছিল নারীদের জন্য ৮২ এবং পুরুষদের জন্য ৭৮। 

এখন এই নতুন আমেরিকান গবেষণা বলছে, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং পুষ্টিকর খাবারের ব্যাপক প্রাপ্যতার কারণে, মানুষের পক্ষে অনেক বেশি দিন বেঁচে থাকা সম্ভব। 

সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে ছিলেন? 
যদিও বেশির ভাগ মানুষ ১০০ বছর ছুঁতে পেরে খুশি হবেন, তবে এখন পর্যন্ত প্রাপ্ত রেকর্ড মোতাবেক—সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১২২ বছরের বেশি বেঁচে ছিলেন। 

ফ্রান্সের জ্যঁ লুই কালমেন্ত তাঁর দীর্ঘ জীবনে কোনো মানসিক চাপ রাখেননি। বেঁচে থাকতে তিনি বলেছিলেন, ‘যদি আপনি কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু সে বিষয়ে করার কিছু নেই আপনার। তবে সেটি নিয়ে আর দুশ্চিন্তা করবেন না।’ কালমেন্ত মিষ্টিও পছন্দ করতেন এবং ১১৯ বছর বয়স পর্যন্ত খেয়েছেনও। 

বিবিসির তথ্য অনুযায়ী, কালমেন্তের জন্ম ১৮৭৫ সালে। তিনি দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন, স্প্যানিশ ফ্লু মহামারিতে বেঁচে গেছেন। এমনকি ১৮৮৮ সালে ভিনসেন্ট ভ্যান গঘের সঙ্গেও তাঁর দেখা হয়েছিল। 

আপনি যদি ১৪১ বছর বেঁচে থাকেন তবে পৃথিবী কেমন হতে পারে? 
আপনি যদি ১৪১ বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে পৃথিবীটা কেমন হবে বলে আপনি মনে করেন? ভবিষ্যতের সেই শহরে গাড়ি আর বাড়িগুলো কি ভাসমান হবে। 

আমরা সবাই একদিন হয়তো বিভিন্ন গ্রহে বাস করব। রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বন্ধুদের সঙ্গে নক্ষত্র অন্বেষণ করব। আপনার ১৪১ বছর আয়ুষ্কালে আপনি কীভাবে পৃথিবী দেখতে চান সেটি নিয়ে ভাবতে থাকুন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডেভিড ম্যাককার্থির পরিচালিত এ গবেষণা প্রকাশিত হয়েছে প্লস ওয়ান সাময়িকীতে। তিনি ১৯টি দেশের মানুষের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই ভবিষ্যদ্বাণী করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত