ওজন কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সেমাগ্লুটাইড নামে বহুল ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধের চেয়ে বেশি কার্যকর ওষুধ আবিষ্কার হয়েছে। গবেষকদের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিরজেপাটাইড নামে এই ওষুধ দুই ধরনের ডায়াবেটিসের চিকিৎসার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও যুক্তরাজ্যে এরই মধ্যে অনুমোদন পেয়েছে। মাউঞ্জারো ব্র্যান্ড নামে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি এটি বাজারজাত করছে।
স্থূলতা কমানোর জন্য যুক্তরাষ্ট্রে ওষুধটির অনুমোদন পাওয়ার চেষ্টা করছে এলি লিলি। ডেনমার্কের কোম্পানি নভো নরডিস্কের তৈরি ওজেম্পিক নামে সেমাগ্লুটাইড এবং ওজন কমানোর ওষুধ ওয়েগোভির চেয়ে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জার্মানির কনফারেন্সে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, এলি লিলির নতুন ওষুধটি আরও কার্যকরী।
ওজন কমাতে সহায়তার জন্য এ বছরের শুরুতে ওজেম্পিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আকাশচুম্বী চাহিদার জন্য সরবরাহের ঘাটতি দেখা যায়।
গ্রীসের গবেষকেরা আগের ২২টি পরীক্ষার সমন্বিত ডেটার মাধ্যমে দুটি ওষুধকে আলাদাভাবে পর্যবেক্ষণ করে। সপ্তাহে একদিন দুটি ইনজেকশন শরীরে পুশ করা হয়। এরপর গবেষকেরা তাদের ফলাফলকে কমপক্ষে ১২ সপ্তাহ ধরে উভয় ওষুধের তিনটি ভিন্ন ডোজের সঙ্গে তুলনা করেন। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ১৮ হাজার ৫০০ জন রোগীদের ওপর গবেষণাটি করা হয়।
গবেষণাপত্রের প্রধান লেখক থোমাস কারাগিয়ানিস বলেন, তিরজেপাটাইড ব্যবহারের ফলে গড় ওজন কমে, যা সেগমাগ্লুটাইডের চেয়ে ৫ দশমিক ৭ কিলোগ্রাম বেশি। এটি রক্তে শর্করার মাত্রা সেমাগ্লুটাইডের চেয়ে দুই শতাংশ কমিয়ে দেয়।
ওষুধটি ‘সবচেয়ে বেশি প্রয়োজন’ যাদের
আগামী মাসে জার্মানিতে ডায়াবেটিস স্টাডির জন্য ইউরোপীয় সমিতির বার্ষিক সভায় গবেষণাটি উপস্থাপন করা হবে। যুক্তরাজ্যের অ্যাশটন বিশ্ববিদ্যালয়ের ডুয়ান মেলর সতর্ক করে বলেন, এখনও গবেষণাটির পিয়ার রিভিউ হয়নি।
আগের এক গবেষণায় দেখা যায়, তিরজেপাটাইড ৭২ সপ্তাহে ব্যবহারের ফলে ১৫ শতাংশ ওজন কমে। তবে, ওজেম্পিকের মত এর ব্যবহার বাদ দিলে ওজন আগের অবস্থানে ফিরে যায়।
দুটি ওষুধই গ্যাস্ট্রোইনটেস্টিনাল (পরিপাকনালির) হরমোন জিএলপি–১ এর অনুকরণ করে। এই হরমোন ক্ষুধা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত মস্তিষ্কের রিসেপ্টরকে সক্রিয় করে তোলে। তবে তিরজেপাটাইড জিআইপি হরমোনকে টার্গেট করে, যা ইনসুলিন নিঃসরণে সাহায্য করে।
এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) মাউঞ্জারোর বিক্রি ১০০ কোটি ডলারে পৌঁছেছে।
ওজন কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সেমাগ্লুটাইড নামে বহুল ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধের চেয়ে বেশি কার্যকর ওষুধ আবিষ্কার হয়েছে। গবেষকদের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিরজেপাটাইড নামে এই ওষুধ দুই ধরনের ডায়াবেটিসের চিকিৎসার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও যুক্তরাজ্যে এরই মধ্যে অনুমোদন পেয়েছে। মাউঞ্জারো ব্র্যান্ড নামে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি এটি বাজারজাত করছে।
স্থূলতা কমানোর জন্য যুক্তরাষ্ট্রে ওষুধটির অনুমোদন পাওয়ার চেষ্টা করছে এলি লিলি। ডেনমার্কের কোম্পানি নভো নরডিস্কের তৈরি ওজেম্পিক নামে সেমাগ্লুটাইড এবং ওজন কমানোর ওষুধ ওয়েগোভির চেয়ে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জার্মানির কনফারেন্সে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, এলি লিলির নতুন ওষুধটি আরও কার্যকরী।
ওজন কমাতে সহায়তার জন্য এ বছরের শুরুতে ওজেম্পিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আকাশচুম্বী চাহিদার জন্য সরবরাহের ঘাটতি দেখা যায়।
গ্রীসের গবেষকেরা আগের ২২টি পরীক্ষার সমন্বিত ডেটার মাধ্যমে দুটি ওষুধকে আলাদাভাবে পর্যবেক্ষণ করে। সপ্তাহে একদিন দুটি ইনজেকশন শরীরে পুশ করা হয়। এরপর গবেষকেরা তাদের ফলাফলকে কমপক্ষে ১২ সপ্তাহ ধরে উভয় ওষুধের তিনটি ভিন্ন ডোজের সঙ্গে তুলনা করেন। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ১৮ হাজার ৫০০ জন রোগীদের ওপর গবেষণাটি করা হয়।
গবেষণাপত্রের প্রধান লেখক থোমাস কারাগিয়ানিস বলেন, তিরজেপাটাইড ব্যবহারের ফলে গড় ওজন কমে, যা সেগমাগ্লুটাইডের চেয়ে ৫ দশমিক ৭ কিলোগ্রাম বেশি। এটি রক্তে শর্করার মাত্রা সেমাগ্লুটাইডের চেয়ে দুই শতাংশ কমিয়ে দেয়।
ওষুধটি ‘সবচেয়ে বেশি প্রয়োজন’ যাদের
আগামী মাসে জার্মানিতে ডায়াবেটিস স্টাডির জন্য ইউরোপীয় সমিতির বার্ষিক সভায় গবেষণাটি উপস্থাপন করা হবে। যুক্তরাজ্যের অ্যাশটন বিশ্ববিদ্যালয়ের ডুয়ান মেলর সতর্ক করে বলেন, এখনও গবেষণাটির পিয়ার রিভিউ হয়নি।
আগের এক গবেষণায় দেখা যায়, তিরজেপাটাইড ৭২ সপ্তাহে ব্যবহারের ফলে ১৫ শতাংশ ওজন কমে। তবে, ওজেম্পিকের মত এর ব্যবহার বাদ দিলে ওজন আগের অবস্থানে ফিরে যায়।
দুটি ওষুধই গ্যাস্ট্রোইনটেস্টিনাল (পরিপাকনালির) হরমোন জিএলপি–১ এর অনুকরণ করে। এই হরমোন ক্ষুধা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত মস্তিষ্কের রিসেপ্টরকে সক্রিয় করে তোলে। তবে তিরজেপাটাইড জিআইপি হরমোনকে টার্গেট করে, যা ইনসুলিন নিঃসরণে সাহায্য করে।
এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) মাউঞ্জারোর বিক্রি ১০০ কোটি ডলারে পৌঁছেছে।
চীনা ও মার্কিন বিজ্ঞানীদের নেতৃত্বে একধরনের জটিল ফুসফুস ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই ট্রায়ালে ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে, মুখে খাওয়ার ওই ওষুধ আগের চিকিৎসার তুলনায় বেশি নিরাপদ ও কার্যকর।
১৬ ঘণ্টা আগেএই গবেষণার ফলাফল আরও উদ্বেগজনক, কারণ, এতে পশুপালন খাত বা ওষুধ তৈরির কারখানা থেকে আসা অ্যান্টিবায়োটিকের হিসাব ধরা হয়নি—যা পরিবেশ দূষণের বড় উৎস হিসেবে বিবেচিত।
২১ ঘণ্টা আগেআগের গবেষণাগুলোতে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে উচ্চ চর্বি, লবণ ও চিনি যুক্ত খাদ্যপণ্যের (এইচএফএসএস) বিজ্ঞাপন দেখার পর শিশুদের তাৎক্ষণিক ও পরবর্তী খাবার গ্রহণের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু ব্র্যান্ড-ভিত্তিক (যেখানে পণ্য নয়, শুধু লোগো বা চিহ্ন থাকে) কিংবা শুধু অডিও (যেমন পডকাস্ট বা রেডিও) মাধ্যমে বিজ্ঞ
১ দিন আগেগ্যাস স্টোভ থেকে নির্গত বেনজিনের কারণে ক্যানসারের ঝুঁকি এবং এর ফলে লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি নির্ণয়ের এটিই প্রথম গবেষণা। গবেষকেরা বলছেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, গ্যাস স্টোভের সংস্পর্শ ক্যানসারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যেখানে বেশি বা মাঝারি পরিমাণে স্টোভ ব্যবহার করা হয়।’
১ দিন আগে