করোনার অন্যান্য ধরনের চেয়ে ত্বক ও প্লাস্টিকে বেশিক্ষণ টিকে থাকতে পারে ওমিক্রন। জাপানের ল্যাবরেটরিতে হওয়া একটি গবেষণার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গবেষণায় বলা হয়, ওমিক্রনের প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা খুব বেশি। এর কারণে এটি খুব দ্রুত ছড়াতে পারে। প্লাস্টিকে করোনার মূল ধরন টিকে থাকতে পারে ৫৬ ঘণ্টা। আলফা ধরন টিকে থাকতে পারে ১৯১ দশমিক ৩ ঘণ্টা। বেটা ধরন টিকে থাকতে পারে ১৫৬ দশমিক ৬ ঘণ্টা। গামা ধরন টিকে থাকতে পারে ৫৯ দশমিক ৩ ঘণ্টা। ডেলটা ধরন টিকে থাকতে পারে ১১৪ ঘণ্টা। তবে ওমিক্রন টিকে থাকতে পারে ১৯৩ দশমিক ৫ ঘণ্টা।
অন্যদিকে ত্বকে করোনার মূল ধরন টিকে থাকতে পারে গড়ে ৮ দশমিক ৬ ঘণ্টা। আলফা টিকে থাকতে পারে ১৯ দশমিক ৬ ঘণ্টা। বেটা টিকে থাকতে পারে ১৯ দশমিক ১ ঘণ্টা। গামা টিকে থাকতে পারে ১১ ঘণ্টা। ডেলটা টিকে থাকতে পারে ১৬ দশমিক ৮ ঘণ্টা। তবে ওমিক্রন ত্বকে টিকে থাকে গড়ে ২১ দশমিক ১ ঘণ্টা।
অবশ্য এই গবেষণা প্রতিবেদনের এখনো পিয়ার রিভিউ হয়নি।
গবেষণায় জানানো হয়, হাতে অ্যালকোহলভিত্তিক স্যানিটাইজার লাগানোর ১৫ সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়ে করোনার সব ধরন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
করোনার অন্যান্য ধরনের চেয়ে ত্বক ও প্লাস্টিকে বেশিক্ষণ টিকে থাকতে পারে ওমিক্রন। জাপানের ল্যাবরেটরিতে হওয়া একটি গবেষণার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গবেষণায় বলা হয়, ওমিক্রনের প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা খুব বেশি। এর কারণে এটি খুব দ্রুত ছড়াতে পারে। প্লাস্টিকে করোনার মূল ধরন টিকে থাকতে পারে ৫৬ ঘণ্টা। আলফা ধরন টিকে থাকতে পারে ১৯১ দশমিক ৩ ঘণ্টা। বেটা ধরন টিকে থাকতে পারে ১৫৬ দশমিক ৬ ঘণ্টা। গামা ধরন টিকে থাকতে পারে ৫৯ দশমিক ৩ ঘণ্টা। ডেলটা ধরন টিকে থাকতে পারে ১১৪ ঘণ্টা। তবে ওমিক্রন টিকে থাকতে পারে ১৯৩ দশমিক ৫ ঘণ্টা।
অন্যদিকে ত্বকে করোনার মূল ধরন টিকে থাকতে পারে গড়ে ৮ দশমিক ৬ ঘণ্টা। আলফা টিকে থাকতে পারে ১৯ দশমিক ৬ ঘণ্টা। বেটা টিকে থাকতে পারে ১৯ দশমিক ১ ঘণ্টা। গামা টিকে থাকতে পারে ১১ ঘণ্টা। ডেলটা টিকে থাকতে পারে ১৬ দশমিক ৮ ঘণ্টা। তবে ওমিক্রন ত্বকে টিকে থাকে গড়ে ২১ দশমিক ১ ঘণ্টা।
অবশ্য এই গবেষণা প্রতিবেদনের এখনো পিয়ার রিভিউ হয়নি।
গবেষণায় জানানো হয়, হাতে অ্যালকোহলভিত্তিক স্যানিটাইজার লাগানোর ১৫ সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়ে করোনার সব ধরন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
চলমান তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ২৫ শয্যাবিশিষ্ট এই হিট স্ট্রোক সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনা মূল্যে দেওয়া হবে।
৬ ঘণ্টা আগেচীনা ও মার্কিন বিজ্ঞানীদের নেতৃত্বে একধরনের জটিল ফুসফুস ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই ট্রায়ালে ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে, মুখে খাওয়ার ওই ওষুধ আগের চিকিৎসার তুলনায় বেশি নিরাপদ ও কার্যকর।
১ দিন আগেএই গবেষণার ফলাফল আরও উদ্বেগজনক, কারণ, এতে পশুপালন খাত বা ওষুধ তৈরির কারখানা থেকে আসা অ্যান্টিবায়োটিকের হিসাব ধরা হয়নি—যা পরিবেশ দূষণের বড় উৎস হিসেবে বিবেচিত।
১ দিন আগেআগের গবেষণাগুলোতে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে উচ্চ চর্বি, লবণ ও চিনি যুক্ত খাদ্যপণ্যের (এইচএফএসএস) বিজ্ঞাপন দেখার পর শিশুদের তাৎক্ষণিক ও পরবর্তী খাবার গ্রহণের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু ব্র্যান্ড-ভিত্তিক (যেখানে পণ্য নয়, শুধু লোগো বা চিহ্ন থাকে) কিংবা শুধু অডিও (যেমন পডকাস্ট বা রেডিও) মাধ্যমে বিজ্ঞ
১ দিন আগে