Ajker Patrika

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পায়ে ব্যথা হয়

ডা. তাহমিদা খানম
ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পায়ে ব্যথা হয়

প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। ৫-৬ বছর ধরে অ্যাকনির সমস্যার কারণে অনেক ওষুধ খেয়েছি। এখনো এ সমস্যায় ভুগছি। খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছি। পোরস অনেক বেড়ে যাচ্ছে। লেজার করার কথা ভাবছি। কিন্তু বুঝতে পারছি না, এটা করা ঠিক হবে কি না। ব্রণের জন্য অনেক গর্ত দেখা যাচ্ছে। মুখের দাগ ও হাই পিগমেন্টেশনও যাচ্ছে না। লেজার করা কি ঠিক হবে?
খোদেজা আমিনা, বরিশাল

ব্রণ থেকে যে গর্ত বা দাগ হয়, সাধারণত ব্রণ সারানোর জন্য ব্যবহার করা ওষুধে সেগুলো নিরাময় হয় না। প্রচলিত ওষুধ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার ত্বকে নতুন ব্রণ হতে প্রতিরোধ করবে। কিন্তু আগে থেকেই যে পিগমেন্টেশন আছে বা ত্বকের গর্তগুলোর চিকিৎসা হিসেবে আপনি লেজার করাতে পারেন।

প্রশ্ন: আমার বয়স ৪৪ বছর। চাকরি করি। ছয় মাসের মতো হলো বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা। এটা মাঝে মাঝে কমে। মনে হয়, সেরে গেছে। আবার বাড়ে। চেয়ারে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। চেয়ার থেকে উঠে দাঁড়াতে বা হাঁটতে ভীষণ কষ্ট হয়। সকালে শরীরচর্চা করি। শরীরচর্চার সময় ব্যথাটা চলে যায়। বিশ্রাম নেওয়ার পর সেটা আবার ফিরে আসে। এ বিষয়ে কী করতে পারি?
বরকত আলী, রংপুর

পায়ের গোড়ালিতে ব্যথা কয়েকটি কারণে হতে পারে। অনেক সময় গোড়ালির বড় হাড়, যেটিকে ক্যালকেনিয়াম বলে, সেটি থেকে হাড় বৃদ্ধি পায়। সে জন্যও ব্যথা হতে পারে। আবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হতে পারে। তা ছাড়া যেকোনো প্রদাহজনিত বাত বা বয়সজনিত বাতেও সেই জয়েন্ট আক্রান্ত হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্যও এ ধরনের ব্যথা হতে পারে। আপনি একজন অর্থোপেডিক বা হাড় ও সন্ধি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন।

পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম,মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত