ডা. তাহমিদা খানম
প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। ৫-৬ বছর ধরে অ্যাকনির সমস্যার কারণে অনেক ওষুধ খেয়েছি। এখনো এ সমস্যায় ভুগছি। খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছি। পোরস অনেক বেড়ে যাচ্ছে। লেজার করার কথা ভাবছি। কিন্তু বুঝতে পারছি না, এটা করা ঠিক হবে কি না। ব্রণের জন্য অনেক গর্ত দেখা যাচ্ছে। মুখের দাগ ও হাই পিগমেন্টেশনও যাচ্ছে না। লেজার করা কি ঠিক হবে?
খোদেজা আমিনা, বরিশাল
ব্রণ থেকে যে গর্ত বা দাগ হয়, সাধারণত ব্রণ সারানোর জন্য ব্যবহার করা ওষুধে সেগুলো নিরাময় হয় না। প্রচলিত ওষুধ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার ত্বকে নতুন ব্রণ হতে প্রতিরোধ করবে। কিন্তু আগে থেকেই যে পিগমেন্টেশন আছে বা ত্বকের গর্তগুলোর চিকিৎসা হিসেবে আপনি লেজার করাতে পারেন।
প্রশ্ন: আমার বয়স ৪৪ বছর। চাকরি করি। ছয় মাসের মতো হলো বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা। এটা মাঝে মাঝে কমে। মনে হয়, সেরে গেছে। আবার বাড়ে। চেয়ারে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। চেয়ার থেকে উঠে দাঁড়াতে বা হাঁটতে ভীষণ কষ্ট হয়। সকালে শরীরচর্চা করি। শরীরচর্চার সময় ব্যথাটা চলে যায়। বিশ্রাম নেওয়ার পর সেটা আবার ফিরে আসে। এ বিষয়ে কী করতে পারি?
বরকত আলী, রংপুর
পায়ের গোড়ালিতে ব্যথা কয়েকটি কারণে হতে পারে। অনেক সময় গোড়ালির বড় হাড়, যেটিকে ক্যালকেনিয়াম বলে, সেটি থেকে হাড় বৃদ্ধি পায়। সে জন্যও ব্যথা হতে পারে। আবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হতে পারে। তা ছাড়া যেকোনো প্রদাহজনিত বাত বা বয়সজনিত বাতেও সেই জয়েন্ট আক্রান্ত হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্যও এ ধরনের ব্যথা হতে পারে। আপনি একজন অর্থোপেডিক বা হাড় ও সন্ধি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম,মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ
প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। ৫-৬ বছর ধরে অ্যাকনির সমস্যার কারণে অনেক ওষুধ খেয়েছি। এখনো এ সমস্যায় ভুগছি। খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছি। পোরস অনেক বেড়ে যাচ্ছে। লেজার করার কথা ভাবছি। কিন্তু বুঝতে পারছি না, এটা করা ঠিক হবে কি না। ব্রণের জন্য অনেক গর্ত দেখা যাচ্ছে। মুখের দাগ ও হাই পিগমেন্টেশনও যাচ্ছে না। লেজার করা কি ঠিক হবে?
খোদেজা আমিনা, বরিশাল
ব্রণ থেকে যে গর্ত বা দাগ হয়, সাধারণত ব্রণ সারানোর জন্য ব্যবহার করা ওষুধে সেগুলো নিরাময় হয় না। প্রচলিত ওষুধ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার ত্বকে নতুন ব্রণ হতে প্রতিরোধ করবে। কিন্তু আগে থেকেই যে পিগমেন্টেশন আছে বা ত্বকের গর্তগুলোর চিকিৎসা হিসেবে আপনি লেজার করাতে পারেন।
প্রশ্ন: আমার বয়স ৪৪ বছর। চাকরি করি। ছয় মাসের মতো হলো বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা। এটা মাঝে মাঝে কমে। মনে হয়, সেরে গেছে। আবার বাড়ে। চেয়ারে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। চেয়ার থেকে উঠে দাঁড়াতে বা হাঁটতে ভীষণ কষ্ট হয়। সকালে শরীরচর্চা করি। শরীরচর্চার সময় ব্যথাটা চলে যায়। বিশ্রাম নেওয়ার পর সেটা আবার ফিরে আসে। এ বিষয়ে কী করতে পারি?
বরকত আলী, রংপুর
পায়ের গোড়ালিতে ব্যথা কয়েকটি কারণে হতে পারে। অনেক সময় গোড়ালির বড় হাড়, যেটিকে ক্যালকেনিয়াম বলে, সেটি থেকে হাড় বৃদ্ধি পায়। সে জন্যও ব্যথা হতে পারে। আবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হতে পারে। তা ছাড়া যেকোনো প্রদাহজনিত বাত বা বয়সজনিত বাতেও সেই জয়েন্ট আক্রান্ত হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্যও এ ধরনের ব্যথা হতে পারে। আপনি একজন অর্থোপেডিক বা হাড় ও সন্ধি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম,মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ
গৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক পণ্যে রয়েছে ‘থ্যালেটস’ (Phthalates) নামক রাসায়নিক পদার্থ। আর এই থ্যালেটস কোনো নির্বিরোধী রাসায়নিক উপাদান নয়। এর কারণে মৃত্যুর ঘটনা অনেক বেশি। থ্যালেটসের সংস্পর্শে আসার কারণে ২০১৮ সালে বিশ্বব্যাপী ৩ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবর
১০ ঘণ্টা আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
১ দিন আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
১ দিন আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
১ দিন আগে