ডা. এস এম বখতিয়ার কামাল
মাথার ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয় চর্মরোগ সেবোরিক ডার্মাটাইটিসের মাধ্যমে। এ রোগের কারণে আক্রান্ত জায়গা লাল এবং খসখসে হয়ে যায়, খুশকি দেখা দেয়। এমনকি সেবোরিক ডার্মাটাইটিস হলে মুখমণ্ডল ও বুকের ওপরের অংশ এবং পিঠের মতো শরীরের তৈলাক্ত অংশ আক্রান্ত হতে পারে। এর কারণে অস্বস্তিবোধ হয়। এটি কোনো সংক্রামক রোগ নয়। আবার অস্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। সেবোরিক ডার্মাটাইটিস দীর্ঘস্থায়ী রোগ। এটি সেরে যাওয়ার পরও দেখা দিতে পারে। সেবোরিক ডার্মাটাইটিস খুশকি, সেবোরিক একজিমা বা সেরাইওসিস নামেও পরিচিত। শিশুদের ক্ষেত্রে এই রোগকে ক্রেডল ক্র্যাপ বলা হয়।
রোগের লক্ষণ
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়—
# ত্বকের ফুসকুড়ি, শুষ্ক খসখসে ত্বক, অস্বাভাবিক ত্বক
# ত্বকে ও মাথার ত্বকে চুলকানি
# মাথার অস্বাভাবিক ত্বক
# ব্রণ বা পিমপল
# ত্বকের ক্ষত
# চুল পড়ে যাওয়া
# ত্বকের বৃদ্ধি
প্রতিকারে করণীয়
চিকিৎসকের পরামর্শে খুশকি প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
# পাইরিথিয়ন জিংক ও সেলেনিয়ামযুক্ত শ্যাম্পু–প্রতিদিন।
# অ্যান্টিফাংগাল কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু–সপ্তাহে দুইবার।
# সেলিসাইলিক অ্যাসিড শ্যাম্পু–প্রতিদিন।
ঘরোয়া যত্ন
# আক্রান্ত জায়গায় অলিভ অয়েল দিন। ঘণ্টাখানেক জায়গাটিতে তেল থাকতে দিন। এরপর ব্রাশ বা চিরুনি দিয়ে চুল আঁচড়ান এবং ধুয়ে ফেলুন।
# নিয়মিত ত্বক পরিষ্কার করুন ও সাবান ব্যবহার করে মাথার ত্বক ও শরীর ধুয়ে ফেলুন। প্রয়োজনে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
# করটিকয়েড ক্রিম ব্যবহার করুন, এটি কাজ না করলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম কিটোকোনাজল ব্যবহার করুন।
# অ্যালকোহলযুক্ত দ্রব্য পরিহার করতে হবে।
# নরম সুতি কাপড় পরিধান করুন। এ ধরনের কাপড় আপনার ত্বকের চারপাশে বাতাস চলাচলে সাহায্য করবে এবং চুলকানি কম হবে।
# দাড়ি বা গোঁফের নিচে সেবোরিক ডার্মাটাইটিস তীব্র হতে পারে। তাই দাড়ি ও গোঁফ কাটলে সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণ প্রশমিত হয়।
# চুলকানোর কারণে জ্বালাপোড়া বৃদ্ধি পেতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। চুলকানি কমাতে হাইড্রোকর্টিসন ক্রিম বা ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন।
# চোখের পাতা লাল হলে বা সেখানে আঁশজাতীয় ভাব দেখা দিলে, প্রতি রাতে বেবি শ্যাম্পু দিয়ে চোখের পাতা ধুয়ে ফেলুন এবং আঁশগুলো তুলা দিয়ে তুলে ফেলুন। কুসুম গরম পানিতে ভেজানো ন্যাকড়া দিয়েও মোছা যেতে পারে।
# শিশুর ক্রেডল ক্র্যাপ হলে শিশুর মাথার ত্বক বেবি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। শ্যাম্পু ধুয়ে ফেলার আগে নরম ব্রাশ দিয়ে ডলে খুশকি তুলে ফেলুন।
চিকিৎসা
রোগ নির্ণয়ের পর প্রথমে ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা হয়। প্রয়োজনে অপারেশনও করা হয়।
লেখক: সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, ফার্মগেট, ঢাকা
মাথার ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয় চর্মরোগ সেবোরিক ডার্মাটাইটিসের মাধ্যমে। এ রোগের কারণে আক্রান্ত জায়গা লাল এবং খসখসে হয়ে যায়, খুশকি দেখা দেয়। এমনকি সেবোরিক ডার্মাটাইটিস হলে মুখমণ্ডল ও বুকের ওপরের অংশ এবং পিঠের মতো শরীরের তৈলাক্ত অংশ আক্রান্ত হতে পারে। এর কারণে অস্বস্তিবোধ হয়। এটি কোনো সংক্রামক রোগ নয়। আবার অস্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। সেবোরিক ডার্মাটাইটিস দীর্ঘস্থায়ী রোগ। এটি সেরে যাওয়ার পরও দেখা দিতে পারে। সেবোরিক ডার্মাটাইটিস খুশকি, সেবোরিক একজিমা বা সেরাইওসিস নামেও পরিচিত। শিশুদের ক্ষেত্রে এই রোগকে ক্রেডল ক্র্যাপ বলা হয়।
রোগের লক্ষণ
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়—
# ত্বকের ফুসকুড়ি, শুষ্ক খসখসে ত্বক, অস্বাভাবিক ত্বক
# ত্বকে ও মাথার ত্বকে চুলকানি
# মাথার অস্বাভাবিক ত্বক
# ব্রণ বা পিমপল
# ত্বকের ক্ষত
# চুল পড়ে যাওয়া
# ত্বকের বৃদ্ধি
প্রতিকারে করণীয়
চিকিৎসকের পরামর্শে খুশকি প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
# পাইরিথিয়ন জিংক ও সেলেনিয়ামযুক্ত শ্যাম্পু–প্রতিদিন।
# অ্যান্টিফাংগাল কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু–সপ্তাহে দুইবার।
# সেলিসাইলিক অ্যাসিড শ্যাম্পু–প্রতিদিন।
ঘরোয়া যত্ন
# আক্রান্ত জায়গায় অলিভ অয়েল দিন। ঘণ্টাখানেক জায়গাটিতে তেল থাকতে দিন। এরপর ব্রাশ বা চিরুনি দিয়ে চুল আঁচড়ান এবং ধুয়ে ফেলুন।
# নিয়মিত ত্বক পরিষ্কার করুন ও সাবান ব্যবহার করে মাথার ত্বক ও শরীর ধুয়ে ফেলুন। প্রয়োজনে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
# করটিকয়েড ক্রিম ব্যবহার করুন, এটি কাজ না করলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম কিটোকোনাজল ব্যবহার করুন।
# অ্যালকোহলযুক্ত দ্রব্য পরিহার করতে হবে।
# নরম সুতি কাপড় পরিধান করুন। এ ধরনের কাপড় আপনার ত্বকের চারপাশে বাতাস চলাচলে সাহায্য করবে এবং চুলকানি কম হবে।
# দাড়ি বা গোঁফের নিচে সেবোরিক ডার্মাটাইটিস তীব্র হতে পারে। তাই দাড়ি ও গোঁফ কাটলে সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণ প্রশমিত হয়।
# চুলকানোর কারণে জ্বালাপোড়া বৃদ্ধি পেতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। চুলকানি কমাতে হাইড্রোকর্টিসন ক্রিম বা ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন।
# চোখের পাতা লাল হলে বা সেখানে আঁশজাতীয় ভাব দেখা দিলে, প্রতি রাতে বেবি শ্যাম্পু দিয়ে চোখের পাতা ধুয়ে ফেলুন এবং আঁশগুলো তুলা দিয়ে তুলে ফেলুন। কুসুম গরম পানিতে ভেজানো ন্যাকড়া দিয়েও মোছা যেতে পারে।
# শিশুর ক্রেডল ক্র্যাপ হলে শিশুর মাথার ত্বক বেবি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। শ্যাম্পু ধুয়ে ফেলার আগে নরম ব্রাশ দিয়ে ডলে খুশকি তুলে ফেলুন।
চিকিৎসা
রোগ নির্ণয়ের পর প্রথমে ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা হয়। প্রয়োজনে অপারেশনও করা হয়।
লেখক: সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, ফার্মগেট, ঢাকা
গর্ভধারণের আগে দক্ষিণ এশিয়ার বিবাহিত নারীদের মধ্যে অপুষ্টির সমস্যা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এ-সংক্রান্ত একটি বিশ্লেষণে আরও দেখা গেছে, এই অঞ্চলে নারীদের স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাটা বড় সমস্যা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন একটি সমস্যা হিসেবে আবির্ভূত
১৯ ঘণ্টা আগেডায়াবেটিস ও ওজন কমানোর চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড। তবে এই ওষুধটির ভিন্ন ব্যবহারও আবিষ্কার করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। তাঁরা বলেছে, যারা লিভার তথা যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্যও এই ওষুধটি বেশ কার্যকর হতে পারে।
২১ ঘণ্টা আগে‘ডিজিটাল অন্তরঙ্গতা বাস্তব জীবনের প্রতি আগ্রহ নষ্ট করে। তাই শিশুরা যখন গেম খেলে অথবা জীবনসঙ্গীরা যখন গেমে মগ্ন হয়, তারা প্রকৃত ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হারায়। শিশুরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা, গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা ও সংযুক্তির প্রয়োজন মেটানোর আগ্রহ হারিয়ে ফেলে; যা তাদের ও মা-বাবার মধ্যকার...
১ দিন আগেকখনো কখনো তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, আলো ও শব্দে অসহ্য যন্ত্রণা; এসবের কারণে কাজের জায়গা তো বটেই, ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। এসবই মাইগ্রেন নামের এক নীরব শত্রুর কাজ। অনেকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে অবহেলা করেন। অথচ সময়মতো চিকিৎসা নিলে...
১ দিন আগে