Ajker Patrika

শ্বেতী রোগের চিকিৎসা কী

অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
শ্বেতী রোগের চিকিৎসা কী

কোনো কারণে দেহে মেলানোসাইট মেলানিন তৈরি বন্ধ হয়ে গেলে ত্বকে সাদা সাদা প্যাঁচের মতো তৈরি হয়। একে শ্বেতী রোগ বলে। বর্তমানে শ্বেতী রোগের বেশ উন্নত চিকিৎসা রয়েছে। এর অনেক ধরনের চিকিৎসা রয়েছে। ওষুধ খাওয়া, লাগানো, ফটোথেরাপি, এক্সাইমার লেজার, সার্জারি। রোগী অনুসারে এসব চিকিৎসা দেওয়া হয়।

কারও শরীর ৫০ ভাগের বেশি সাদা হয়ে গেলে তাকে বলে উন্টার প্রসেস। সে ক্ষেত্রে ত্বক আর কালো করা হয় না। বরং ডি পিগমেন্টিং প্রক্রিয়ায় ত্বক আরও সাদা করে দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসার আগে জানা, রোগটির চিকিৎসা করা যাচ্ছে কি না। এমন হলে সার্জারি করাতে হবে। তাতেও এ রোগ ভালো হয়।

কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় কাজ হয় না। ত্বকের সাদা অংশের ভেতর যে লোমগুলো থাকে, সেগুলোর রং যদি কালো থাকে, তাহলে বুঝে নিতে হবে মেলানোসাইট সক্রিয় আছে। সে ক্ষেত্রে ফটোথেরাপি দিতে হবে। যে চিকিৎসাই দেওয়া হোক না কেন, রোগীকে ধৈর্য ধরতে হবে।

পরামর্শ দিয়েছেন,অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, গ্রিন রোড, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত