Ajker Patrika

মুখ বেঁকে যাওয়া রোগের লক্ষণ ও চিকিৎসা

ডা. মোহাম্মদ আলী
মুখ বেঁকে যাওয়া রোগের লক্ষণ ও চিকিৎসা

রোগের নাম বেলস পলসি। সাধারণত ঋতু পরিবর্তন অর্থাৎ গরমকাল থেকে শীতকালে যাওয়ার যে সন্ধিকাল, সে সময়টায় এই রোগ বেশি দেখা যায়। ধারণা করা হয়, একধরনের ভাইরাস এই রোগের জন্য দায়ী। 

লক্ষণ

  • মুখ একদিকে বেঁকে যাওয়া। 
  • কুলি করলে মুখের এক পাশ দিয়ে পানি গড়িয়ে পড়া। 
  • এক চোখ বন্ধ করতে না পারা এবং চোখ দিয়ে পানি পড়া। 
  • মুখের এক পাশে খাবার জমে যাওয়া। 
  • অনেকের মাথা ও ঘাড়ব্যথা হতে পারে।

চিকিৎসা
এই রোগ হলে রোগীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে ভাবে, খারাপ বাতাস লেগেছে বা কারও অভিশাপ লেগেছে। কেউ ভাবে, স্ট্রোক হয়েছে। তাই অনেকে কবিরাজ বা তান্ত্রিকদের কাছে গিয়ে ধরনা দেয়। এটি সম্পূর্ণ ভুল উদ্যোগ। 
স্টেরয়েড, অ্যান্টিভাইরাস-জাতীয় ওষুধের সঙ্গে ফিজিওথেরাপি এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে বেশির ভাগ রোগী এক থেকে ছয় সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়।

সতর্কতা
ঠান্ডা পরিবেশে এই ভাইরাস বেশি প্রভাব বিস্তার করে। তাই সরাসরি ফ্যান বা এসির বাতাস এড়িয়ে চলুন। গবেষণায় 
দেখা গেছে, বেলস পলসিতে আক্রান্ত ব্যক্তি আগে বেশি রাত পর্যন্ত ঠান্ডা বাতাসে কাজ করেছেন বা ভ্রমণ করেছেন। যদিও 
এই রোগ কখন কার হবে, সে সম্পর্কে বিজ্ঞানীরা সঠিক ধারণা দিতে পারেননি।

পরামর্শ দিয়েছেন: ডা. মোহাম্মদ আলী, বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, সেক্টর-৯, উত্তরা, চেম্বার: হাসনা হেনা পেইন রিসার্চ সেন্টার (এইচপিআরসি), বাড়ি-৭, শায়েস্তা খান রোড, সেক্টর-৪, উত্তরা, ঢাকা 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত