এক দেশের সঙ্গে আরেক দেশের চিকিৎসাব্যয়ের বেশ ব্যবধান রয়েছে। পর্যটক এবং প্রবাসীদের জন্য কিছু কিছু জায়গায় চিকিৎসার খরচ অনেক বেশি হয়ে থাকে। স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ (এমএসএইচ) কোন দেশে চিকিৎসার ব্যয় কেমন সে বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে।
এমএসএইচের তথ্য অনুযায়ী, চিকিৎসায় সবচেয়ে ব্যয়বহুল দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের যেকোনো দেশের তুলনায় দেশটিতে চিকিৎসার জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়। সাধারণ কোনো চিকিৎসকের কাছ থেকে সেবা গ্রহণ করতে গুনতে হয় ১৯০ ডলার। আর হাসপাতালে থাকতে হলে ব্যয় হয় কয়েক হাজার ডলার।
অ্যাপেন্ডেক্টমি (অ্যাপেন্ডিক্সের অপারেশন) করাতে যুক্তরাষ্ট্রে ৩৩ হাজার ডলার বা ২৯ হাজার ইউরো ব্যয় হয়ে থাকে। অন্যদিকে ইউরোপের দেশ ফ্রান্সে এই অপারেশন করাতে ব্যয় হয় মাত্র ৬০০ ইউরো।
কেউ যদি দেশটিতে ভ্রমণে আগ্রহী হোন সে ক্ষেত্রে উচিত হবে স্বাস্থ্যবিমা করে তারপর ভ্রমণ করা। তাহলে এমন আকাশছোঁয়া চিকিৎসাব্যয় এড়ানো যেতে পারে।
যুক্তরাষ্ট্রের পর চিকিৎসাব্যয়ের দিক থেকে ব্যয়বহুল দেশ হলো সুইজারল্যান্ড। দেশটিতে সরকারি কিংবা বেসরকারি উভয় খাতেই চিকিৎসাসেবার মান বেশ ভালো। তবে খরচ অনেক বেশি।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) তথ্য মতে, ২০১৯ সালে সুইজারল্যান্ডে প্রতিজন বাসিন্দার গড়ে চিকিৎসাব্যয় ছিল ৬ হাজার ৪৫৫ ইউরো। সাধারণ কোনো চিকিৎসকের কাছ থেকে সেবা নিতে ২০ মিনিটের জন্য অনাবাসীদের গুনতে হয় ৯০ থেকে ১৮৫ ইউরো। এরপর অতিরিক্ত প্রতি ৫ মিনিটের জন্য বিলে অর্থ যোগ হতে থাকে। চিকিৎসাব্যয় বেশি হওয়ায় কিছু বাসিন্দা সীমান্ত পেরিয়ে ফ্রান্সে গিয়েও চিকিৎসা নেন।
সুইজারল্যান্ডের পর ইউরোপের দেশগুলোর মধ্যে নরওয়ে এবং জার্মানিতে চিকিৎসার ব্যয় বেশি। ২০১৯ সালে নরওয়েতে বাসিন্দাদের গড় চিকিৎসাব্যয় ছিল ৬ হাজার ইউরো। জার্মানিতে সাধারণ চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে অনাবাসীদের গুনতে হয় ৭৫ ইউরো।
ইউরোপের দেশগুলোর মধ্যে চিকিৎসায় ব্যয়বহুলের তালিকায় যথাক্রমে রয়েছে—সুইডেন, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, বেলজিয়াম ও আইসল্যান্ড।
ইউরোপের দেশগুলোর বাইরে চিকিৎসায় ব্যয়বহুল দেশের তালিকায় রয়েছে—কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ব্রাজিল।
কানাডাতে পর্যটক ও প্রবাসীদের জন্য চিকিৎসাব্যয় অনেক বেশি। এখানে সাধারণ চিকিৎসকদের থেকে সেবা নিতে গুনতে হয় ১০০ ইউরোর বেশি। হাসপাতালে ভর্তি থাকতে হলে প্রতিদিনের জন্য ব্যয় হয় ১ হাজার থেকে ২ হাজার ইউরো। অস্ট্রেলিয়াতেও পর্যটক ও প্রবাসীদের জন্য চিকিৎসাব্যয় বেশি। এখানে প্রতি ১৫ মিনিট সেবার গ্রহণের জন্য গুনতে হয় ৭০ ইউরো।
এশিয়ার দেশ সিঙ্গাপুরে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের জন্য গুনতে হয় ৫০ থেকে ২০০ ইউরো। অন্যদিকে একজন সাধারণ চিকিৎসকের সেবা নিতে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২০ থেকে ৮০ ইউরো পর্যন্ত গুনতে হয়।
এক দেশের সঙ্গে আরেক দেশের চিকিৎসাব্যয়ের বেশ ব্যবধান রয়েছে। পর্যটক এবং প্রবাসীদের জন্য কিছু কিছু জায়গায় চিকিৎসার খরচ অনেক বেশি হয়ে থাকে। স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ (এমএসএইচ) কোন দেশে চিকিৎসার ব্যয় কেমন সে বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে।
এমএসএইচের তথ্য অনুযায়ী, চিকিৎসায় সবচেয়ে ব্যয়বহুল দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের যেকোনো দেশের তুলনায় দেশটিতে চিকিৎসার জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়। সাধারণ কোনো চিকিৎসকের কাছ থেকে সেবা গ্রহণ করতে গুনতে হয় ১৯০ ডলার। আর হাসপাতালে থাকতে হলে ব্যয় হয় কয়েক হাজার ডলার।
অ্যাপেন্ডেক্টমি (অ্যাপেন্ডিক্সের অপারেশন) করাতে যুক্তরাষ্ট্রে ৩৩ হাজার ডলার বা ২৯ হাজার ইউরো ব্যয় হয়ে থাকে। অন্যদিকে ইউরোপের দেশ ফ্রান্সে এই অপারেশন করাতে ব্যয় হয় মাত্র ৬০০ ইউরো।
কেউ যদি দেশটিতে ভ্রমণে আগ্রহী হোন সে ক্ষেত্রে উচিত হবে স্বাস্থ্যবিমা করে তারপর ভ্রমণ করা। তাহলে এমন আকাশছোঁয়া চিকিৎসাব্যয় এড়ানো যেতে পারে।
যুক্তরাষ্ট্রের পর চিকিৎসাব্যয়ের দিক থেকে ব্যয়বহুল দেশ হলো সুইজারল্যান্ড। দেশটিতে সরকারি কিংবা বেসরকারি উভয় খাতেই চিকিৎসাসেবার মান বেশ ভালো। তবে খরচ অনেক বেশি।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) তথ্য মতে, ২০১৯ সালে সুইজারল্যান্ডে প্রতিজন বাসিন্দার গড়ে চিকিৎসাব্যয় ছিল ৬ হাজার ৪৫৫ ইউরো। সাধারণ কোনো চিকিৎসকের কাছ থেকে সেবা নিতে ২০ মিনিটের জন্য অনাবাসীদের গুনতে হয় ৯০ থেকে ১৮৫ ইউরো। এরপর অতিরিক্ত প্রতি ৫ মিনিটের জন্য বিলে অর্থ যোগ হতে থাকে। চিকিৎসাব্যয় বেশি হওয়ায় কিছু বাসিন্দা সীমান্ত পেরিয়ে ফ্রান্সে গিয়েও চিকিৎসা নেন।
সুইজারল্যান্ডের পর ইউরোপের দেশগুলোর মধ্যে নরওয়ে এবং জার্মানিতে চিকিৎসার ব্যয় বেশি। ২০১৯ সালে নরওয়েতে বাসিন্দাদের গড় চিকিৎসাব্যয় ছিল ৬ হাজার ইউরো। জার্মানিতে সাধারণ চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে অনাবাসীদের গুনতে হয় ৭৫ ইউরো।
ইউরোপের দেশগুলোর মধ্যে চিকিৎসায় ব্যয়বহুলের তালিকায় যথাক্রমে রয়েছে—সুইডেন, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, বেলজিয়াম ও আইসল্যান্ড।
ইউরোপের দেশগুলোর বাইরে চিকিৎসায় ব্যয়বহুল দেশের তালিকায় রয়েছে—কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ব্রাজিল।
কানাডাতে পর্যটক ও প্রবাসীদের জন্য চিকিৎসাব্যয় অনেক বেশি। এখানে সাধারণ চিকিৎসকদের থেকে সেবা নিতে গুনতে হয় ১০০ ইউরোর বেশি। হাসপাতালে ভর্তি থাকতে হলে প্রতিদিনের জন্য ব্যয় হয় ১ হাজার থেকে ২ হাজার ইউরো। অস্ট্রেলিয়াতেও পর্যটক ও প্রবাসীদের জন্য চিকিৎসাব্যয় বেশি। এখানে প্রতি ১৫ মিনিট সেবার গ্রহণের জন্য গুনতে হয় ৭০ ইউরো।
এশিয়ার দেশ সিঙ্গাপুরে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের জন্য গুনতে হয় ৫০ থেকে ২০০ ইউরো। অন্যদিকে একজন সাধারণ চিকিৎসকের সেবা নিতে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২০ থেকে ৮০ ইউরো পর্যন্ত গুনতে হয়।
মারাত্মক সংক্রামক রোগের ক্ষেত্রে অধিকাংশ গরিব দেশের লোকজন প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক পায় না। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই গরিব দেশের তালিকায় আছে বাংলাদেশও। গবেষণায় বলা হয়েছে, গরিব দেশগুলোতে মারাত্মক অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা ওষুধ-প্রতিরোধী সংক্রমণে আক্রান্ত মাত্র...
২ দিন আগেগৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক পণ্যে রয়েছে ‘থ্যালেটস’ (Phthalates) নামক রাসায়নিক পদার্থ। আর এই থ্যালেটস কোনো নির্বিরোধী রাসায়নিক উপাদান নয়। এর কারণে মৃত্যুর ঘটনা অনেক বেশি। থ্যালেটসের সংস্পর্শে আসার কারণে ২০১৮ সালে বিশ্বব্যাপী ৩ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবর
৩ দিন আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
৩ দিন আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
৪ দিন আগে