Ajker Patrika

স্কয়ার হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন 

স্কয়ার হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে স্কয়ার হাসপাতাল। এ উপলক্ষে এই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে এই দিবস ৭৫ বছর ধরে পালন করা হচ্ছে। 

এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সময় এখনই’। সারা পৃথিবী জুড়ে অনেক দেশ, সংগঠন ও সংস্থা দিবসটি পালন করছে। 
 
দিবসটি পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা ও অজ্ঞতা রয়েছে। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান, এ সব সমস্যা কমাতে সহায়তা করবে। 

স্কয়ার হাসপাতাল গতকাল শোভাযাত্রা, সিএমই এবং সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করেছে। সভায় বক্তারা কর্মক্ষেত্রে মানসিক সমস্যার বিষয়টি বিশেষ করে গুরুত্ব দেন। বক্তারা মনে করেন, কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী সবার মাঝে যদি মানসিক প্রশান্তি থাকে, তবে সে প্রতিষ্ঠানে সেবা প্রদান মানসম্মত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত