Ajker Patrika

দেশেই তৈরি হবে করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক
দেশেই তৈরি হবে করোনা টিকা

আমাদের দেশে অনেক ধরনের ওষুধ তৈরি হচ্ছে। এবার ওষুধের মতো ভ্যাক্সিনও দেশেই তৈরির চেষ্টা করা হচ্ছে। ভ্যাক্সিন তৈরির জন্য একটি কারখানা দেখা হয়েছে এবং আমরা সেদিকে এগোচ্ছি বলে জানিয়েছেন,  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অতিদ্রুত দেশেই টিকা উৎপাদনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।  

রোববার (২১ মার্চ) তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণের ফলে স্টোরের যে জায়গা সংকীর্ণতা ছিল, তা দূর হওয়ার পাশাপাশি সেবার মান বাড়বে। বর্তমানে  ৬০০টির বেশি হাসপাতাল,  ২০ হাজারের বেশি স্বাস্থ্যসেবা ইউনিট রয়েছে। সব হাসপাতালে যন্ত্রপাতি, ওষুধ পৌঁছে দেয়ও একটি গুরুত্বপূর্ণ কাজ।

স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে যেমন ডাক্তার ও নার্স প্রয়োজন তেমনি সঠিক সময়ে যন্ত্রপাতি ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজটি করছে সিএমএসডি'র। তাদের কাজ বৃদ্ধি পেয়েছে। দেশে ৮টি মেডিকেল কলেজ থেকে এখন ৩২টি হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়ছে। ফলে সিএমএসডির কাজের পরিধিও বাড়ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। বর্তমানে সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব না। স্বাস্থ্যবিধি মেনে চলুন না হলে মোবাইল কোর্ট এর জরিমানার মুখে পড়তে হবে এবং করোনা আক্রান্ত হবেন বলেও মন্তব্য করেন তিনি। 

এ সময় অতিরিক্ত সচিব ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

পদ্মা সেতু এলাকায় বসছে সোলার প্যানেল, ২৩ কোটি টাকার কাজ পেল ওমেরা

পাকিস্তানের জাতীয় সংগীতের সময় বাজল উৎসবের গান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত