নিজস্ব প্রতিবেদক
আমাদের দেশে অনেক ধরনের ওষুধ তৈরি হচ্ছে। এবার ওষুধের মতো ভ্যাক্সিনও দেশেই তৈরির চেষ্টা করা হচ্ছে। ভ্যাক্সিন তৈরির জন্য একটি কারখানা দেখা হয়েছে এবং আমরা সেদিকে এগোচ্ছি বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অতিদ্রুত দেশেই টিকা উৎপাদনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।
রোববার (২১ মার্চ) তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণের ফলে স্টোরের যে জায়গা সংকীর্ণতা ছিল, তা দূর হওয়ার পাশাপাশি সেবার মান বাড়বে। বর্তমানে ৬০০টির বেশি হাসপাতাল, ২০ হাজারের বেশি স্বাস্থ্যসেবা ইউনিট রয়েছে। সব হাসপাতালে যন্ত্রপাতি, ওষুধ পৌঁছে দেয়ও একটি গুরুত্বপূর্ণ কাজ।
স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে যেমন ডাক্তার ও নার্স প্রয়োজন তেমনি সঠিক সময়ে যন্ত্রপাতি ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজটি করছে সিএমএসডি'র। তাদের কাজ বৃদ্ধি পেয়েছে। দেশে ৮টি মেডিকেল কলেজ থেকে এখন ৩২টি হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়ছে। ফলে সিএমএসডির কাজের পরিধিও বাড়ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। বর্তমানে সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব না। স্বাস্থ্যবিধি মেনে চলুন না হলে মোবাইল কোর্ট এর জরিমানার মুখে পড়তে হবে এবং করোনা আক্রান্ত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অতিরিক্ত সচিব ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা।
আমাদের দেশে অনেক ধরনের ওষুধ তৈরি হচ্ছে। এবার ওষুধের মতো ভ্যাক্সিনও দেশেই তৈরির চেষ্টা করা হচ্ছে। ভ্যাক্সিন তৈরির জন্য একটি কারখানা দেখা হয়েছে এবং আমরা সেদিকে এগোচ্ছি বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অতিদ্রুত দেশেই টিকা উৎপাদনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।
রোববার (২১ মার্চ) তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণের ফলে স্টোরের যে জায়গা সংকীর্ণতা ছিল, তা দূর হওয়ার পাশাপাশি সেবার মান বাড়বে। বর্তমানে ৬০০টির বেশি হাসপাতাল, ২০ হাজারের বেশি স্বাস্থ্যসেবা ইউনিট রয়েছে। সব হাসপাতালে যন্ত্রপাতি, ওষুধ পৌঁছে দেয়ও একটি গুরুত্বপূর্ণ কাজ।
স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে যেমন ডাক্তার ও নার্স প্রয়োজন তেমনি সঠিক সময়ে যন্ত্রপাতি ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজটি করছে সিএমএসডি'র। তাদের কাজ বৃদ্ধি পেয়েছে। দেশে ৮টি মেডিকেল কলেজ থেকে এখন ৩২টি হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়ছে। ফলে সিএমএসডির কাজের পরিধিও বাড়ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। বর্তমানে সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব না। স্বাস্থ্যবিধি মেনে চলুন না হলে মোবাইল কোর্ট এর জরিমানার মুখে পড়তে হবে এবং করোনা আক্রান্ত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অতিরিক্ত সচিব ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা।
মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগানো যাবে—এমন একধরনের চিকিৎসা-প্রযুক্তি আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। এই ‘বোন গ্লু’ বা ‘হাড়ের আঠা’ শরীরে প্রাকৃতিকভাবে শোষিত হয়ে যায়, ফলে ধাতব ইমপ্ল্যান্টের মতো এটি অপসারণের জন্য দ্বিতীয়বার অস্ত্রোপচারের দরকার হয় না।
১ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ আরও ২৭৯ জন ডেঙ্গু রোগী সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২ দিন আগেসরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে তাঁরা সপ্তাহে সর্বোচ্চ দুই দিন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন, মোট পাঁচ ঘণ্টার জন্য।
২ দিন আগেহৃদ্রোগের পর সুস্থভাবে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো ব্যায়াম। নিয়মিত শারীরিক কার্যকলাপ শুধু শক্তি এবং উদ্যমই বাড়ায় না, বরং হৃদ্রোগে মৃত্যুঝুঁকি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।
২ দিন আগে