যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো ওষুধ জেপবাউন্ডকে ঘুমের অসুখের (স্লিপ অ্যাপনিয়া-ওএসএ) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। গত শুক্রবার এফডিএ ঘোষণা দিয়েছে, ইলাই লিলি অ্যান্ড কোং নির্মিত এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের স্থূলতা এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএ চিকিৎসায় ব্যবহার করা যাবে। তবে এটি কম ক্যালরিযুক্ত ডায়েট এবং শারীরিক ব্যায়ামের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসা সাময়িকী এনপিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এফডিএর মতে, ‘এটি স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য একটি বড় পদক্ষেপ।’
ওএসএ হলো একটি সাধারণ শারীরিক সমস্যা, যেখানে ঘুমের সময় সঠিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে। এটি যে কারও হতে পারে, তবে স্থূল ব্যক্তিদের মধ্যে এটি বেশি দেখা যায়।
এফডিএ জানিয়েছে, ওজন কমাতে সহায়তা করে জেপবাউন্ড কিছু রোগীর ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলো কমাতে পারে। ৫২ সপ্তাহ ধরে স্থূল এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএতে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের নিয়ে দুটি গবেষণায় দেখা গেছে, জেপবাউন্ড গ্রহণকারী অংশগ্রহণকারীরা প্লাসিবো গ্রহণকারীদের তুলনায় ঘুমের সময় শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাসে সাময়িক বিরতির ক্ষেত্রে ‘পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ এবং চিকিৎসাগতভাবে কার্যকর’ উন্নতি করেছেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যারা সিপিএপি মেশিন ব্যবহার করেন এবং যারা করেন না, উভয় রোগীদের ক্ষেত্রেই এই উন্নতি দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো ওষুধ জেপবাউন্ডকে ঘুমের অসুখের (স্লিপ অ্যাপনিয়া-ওএসএ) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। গত শুক্রবার এফডিএ ঘোষণা দিয়েছে, ইলাই লিলি অ্যান্ড কোং নির্মিত এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের স্থূলতা এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএ চিকিৎসায় ব্যবহার করা যাবে। তবে এটি কম ক্যালরিযুক্ত ডায়েট এবং শারীরিক ব্যায়ামের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসা সাময়িকী এনপিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এফডিএর মতে, ‘এটি স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য একটি বড় পদক্ষেপ।’
ওএসএ হলো একটি সাধারণ শারীরিক সমস্যা, যেখানে ঘুমের সময় সঠিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে। এটি যে কারও হতে পারে, তবে স্থূল ব্যক্তিদের মধ্যে এটি বেশি দেখা যায়।
এফডিএ জানিয়েছে, ওজন কমাতে সহায়তা করে জেপবাউন্ড কিছু রোগীর ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলো কমাতে পারে। ৫২ সপ্তাহ ধরে স্থূল এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএতে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের নিয়ে দুটি গবেষণায় দেখা গেছে, জেপবাউন্ড গ্রহণকারী অংশগ্রহণকারীরা প্লাসিবো গ্রহণকারীদের তুলনায় ঘুমের সময় শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাসে সাময়িক বিরতির ক্ষেত্রে ‘পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ এবং চিকিৎসাগতভাবে কার্যকর’ উন্নতি করেছেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যারা সিপিএপি মেশিন ব্যবহার করেন এবং যারা করেন না, উভয় রোগীদের ক্ষেত্রেই এই উন্নতি দেখা গেছে।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
১১ ঘণ্টা আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
২১ ঘণ্টা আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
১ দিন আগেদেশের প্রায় পাঁচ লাখ শিশু সময়মতো টিকার সব ডোজ পাচ্ছে না। তাদের মধ্যে ৭০ হাজার শিশু কোনো টিকাই পায় না। টিকা না পাওয়ার হার শহরাঞ্চলে বেশি। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এসব তথ্য উঠে এসেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)...
১ দিন আগে