Ajker Patrika

ওজন কমানোর ওষুধ ‘জেপবাউন্ড’ পেল ঘুমের অসুখের চিকিৎসার অনুমোদন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭: ১২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো ওষুধ জেপবাউন্ডকে ঘুমের অসুখের (স্লিপ অ্যাপনিয়া-ওএসএ) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। গত শুক্রবার এফডিএ ঘোষণা দিয়েছে, ইলাই লিলি অ্যান্ড কোং নির্মিত এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের স্থূলতা এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএ চিকিৎসায় ব্যবহার করা যাবে। তবে এটি কম ক্যালরিযুক্ত ডায়েট এবং শারীরিক ব্যায়ামের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসা সাময়িকী এনপিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এফডিএর মতে, ‘এটি স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য একটি বড় পদক্ষেপ।’

ওএসএ হলো একটি সাধারণ শারীরিক সমস্যা, যেখানে ঘুমের সময় সঠিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে। এটি যে কারও হতে পারে, তবে স্থূল ব্যক্তিদের মধ্যে এটি বেশি দেখা যায়।

এফডিএ জানিয়েছে, ওজন কমাতে সহায়তা করে জেপবাউন্ড কিছু রোগীর ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলো কমাতে পারে। ৫২ সপ্তাহ ধরে স্থূল এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএতে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের নিয়ে দুটি গবেষণায় দেখা গেছে, জেপবাউন্ড গ্রহণকারী অংশগ্রহণকারীরা প্লাসিবো গ্রহণকারীদের তুলনায় ঘুমের সময় শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাসে সাময়িক বিরতির ক্ষেত্রে ‘পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ এবং চিকিৎসাগতভাবে কার্যকর’ উন্নতি করেছেন।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যারা সিপিএপি মেশিন ব্যবহার করেন এবং যারা করেন না, উভয় রোগীদের ক্ষেত্রেই এই উন্নতি দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত