Ajker Patrika

৩৩তম বিসিএসের দেড় হাজার স্বাস্থ্য ক্যাডারকে পদোন্নতি না দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩৩ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের একাংশের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
৩৩ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের একাংশের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সহকারী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতির হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্তের পরেও ৩৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের (বিসিএস) দেড় হাজারের অধিক চিকিৎসককে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘোষিত সুপারনিউমারারি পদোন্নতিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৩তম স্বাস্থ্য ক্যাডার একাংশ এ অভিযোগ করেন ও পদোন্নতির দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. তানজিন হুদা। তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী গত বছর ২৭ অক্টোবরের মধ্যে পদোন্নতির যোগ্য চিকিৎসকদের অনলাইনে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমে (এইচআরআইএস) তথ্য হালনাগাদ করতে বলা হয়। পরবর্তীকালে এইচআরআইএসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিসেম্বরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের ফিটলিস্ট (যোগ্য তালিকা) প্রকাশ করা হয়। তাদের মোট সংখ্যার ওপর ভিত্তি করে সাড়ে ৭ হাজার সুপারনিউমারারি পদ সৃজনের মাধ্যমে পদোন্নতির আশ্বাস দেওয়া হয়। তিনটি ধাপে ফিটলিস্টে অন্তর্ভুক্ত ৩৩ বিসিএস পর্যন্ত পদোন্নতির যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোও হয়। কিন্তু ফিটলিস্ট থেকে ৩৩ বিসিএসের পদোন্নতি যোগ্য প্রায় ৫০০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে বঞ্চিত করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, যোগ্যদের সংখ্যা বিবেচনা করেই সুপার নিউমারারির সুপারিশ করা হয়েছিল। কিন্তু এখন বৈষম্যের শিকার ৩৩ বিসিএসের কিছু চিকিৎসক। অন্যান্য ক্যাডারে সুপারনিউমারারি পদোন্নতি হয় ব্যাচভিত্তিক। চাকরির ১১ বছর প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার পরও পদোন্নতি না পাওয়ায় হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত। ৩৩ বিসিএসের সবাইকে পদোন্নতি দিলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হচ্ছে না। এসব চিকিৎসকের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষায়িত সেবার গ্রহণের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ডা. তানজিন হুদা বলেন, দেশের ২৬টি বিসিএস ক্যাডারে কর্মরত সরকারি কর্মকর্তাদের কাজের দক্ষতা ও চাকরির বয়সসীমা বৃদ্ধির সঙ্গে পদোন্নতি হয়। তবে পদোন্নতির যোগ্য কর্মকর্তার তুলনায় যদি শূন্যপদ কম থাকে, তবে বিভিন্ন ক্যাডারে সুপারনিউমারারি পদ সৃজন করা হয়। স্বাস্থ্য ক্যাডারে পদোন্নতির সব যোগ্যতা থাকা সত্ত্বেও বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেকেরই মেডিকেল অফিসার হিসেবে চাকরিজীবনের দীর্ঘ সময় কেটে যায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৩৩ বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ হোসাইন সিদ্দিকী, ডা. আল মামুন ও ডা. মশিউর রহমান ও পদোন্নতি বঞ্চিত চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত