Ajker Patrika

‘লজ্জা নয়, সচেতনতাই স্তন ক্যানসার প্রতিরোধ করবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘লজ্জা নয়, সচেতনতাই স্তন ক্যানসার প্রতিরোধ করবে’

স্বাস্থ্যের অধিকারই মানবাধিকার উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাছিমা বেগম বলেন বলেন, ‘লজ্জা নয়, সচেতনতাই স্তন ক্যানসার প্রতিরোধ করতে পারে। জড়তা কাটিয়ে সমস্যার সমাধান করতে হবে।’ 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে স্তন ক্যানসার সচেতনতা দিবসের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন নাসিমা বেগম। স্তন ক্যানসার দিবস উপলক্ষে ক্যানসারবিরোধী ও নারী সংগঠনসহ ৩৫টি সংগঠন সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে গোলাপি সড়ক শোভাযাত্রা নিয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। 

নাসিমা বেগম বলেন, একজন রোগী যখন চিকিৎসা নিতে যায়, চিকিৎসক খুবই আন্তরিক কিন্তু পরীক্ষা নিরীক্ষা করারা সময় তারা হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন। এই যে দালালদের দৌরাত্ম্য এটা কমানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি থাকা উচিত। এই দিকটা সামলে ওঠা সম্ভব হলে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে রোগীদেরকে হয়রানির শিকার হতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

স্ক্রিনিং এর বিষয়টি সকলকে জানাতে হবে উল্লেখ করে নাসিমা বলেন, স্ক্রিনিং এর কথা আমরা অনেকেই জানি, আমরা কয়জন এটা করি। বাড়িতেই তো করা যায়। এভাবেই সচেতনতা বাড়ানো সম্ভব বলে মনে করেন নাসিমা বেগম। মেনোপজের সময় হরমন থেরাপি নেওয়ার ফলে ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা বাড়ে। শারীরিক পরিবর্তন আসবেই, সেটাকে নিজেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত