অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
গর্ভধারণের পর প্রতিটি নারীর কিছু না কিছু সমস্যা হয়। সেগুলোর মধ্যে আছে বমি ভাব, মাথা ঝিমঝিম করা, নানান রকম খাবার খেতে ইচ্ছে করা, মনমেজাজের চড়াই-উতরাই ইত্যাদি। বিভিন্ন মাত্রায় সমস্যা কম-বেশি সব গর্ভবতীরই হয়।
এ সময় কারও মুখে বেশি লালা জমে। এমন গাঢ় লালা জমলে বিব্রত হওয়ার মতো ব্যাপার ঘটে। এটা অনেক সময় অপ্রত্যাশিতও বটে। এমন সমস্যা হলে দন্ত চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যাকে বলে ট্যায়ালিজম। আবার একে সিয়ালরিয়াও বলা হয়।
এমন হলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লালা ঝরে। তার পরিমাণ লিটার খানেকও হতে পারে। এ সময় কেউ অবিরাম থুতু ফেলেন, কেউ গিলে ফেলেন। আর এতে বমি ভাবও হয়। এ পরিস্থিতি হতে পারে গর্ভের প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে। এরপর অনেকের তা নিজে থেকে চলে যায়, কারও রয়ে না। বলে রাখি, অনেকের গর্ভাবস্থার প্রথম লক্ষণ হিসেবে মুখে লালা জমতে পারে। সে লালার জন্যই বারবার থুতু ফেলতে হয়। মুখে আসে তেতো ভাব।
কিন্তু এমন হওয়ার প্রকৃত কারণ জানা না গেলেও কিছু ধারণা পাওয়া যায়। এর একটি কারণ হিসেবে হরমোনের পরিবর্তনের কথা বলা হয়। অনেক নারীর এ সময় খুব বমি হয় বা বুক জ্বালা করে। তাই শরীর এ থেকে বিশেষ করে খাদ্যনালিকে রক্ষার জন্য বেশি লালা ক্ষরণ করে।
এ অবস্থা সামাল দেওয়ার কিছু কৌশল আছে। সেগুলো জানা থাকা ভালো।
তবে দাঁতের চিকিৎসকের সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়ার কথা ভুলবেন না।
গর্ভধারণের পর প্রতিটি নারীর কিছু না কিছু সমস্যা হয়। সেগুলোর মধ্যে আছে বমি ভাব, মাথা ঝিমঝিম করা, নানান রকম খাবার খেতে ইচ্ছে করা, মনমেজাজের চড়াই-উতরাই ইত্যাদি। বিভিন্ন মাত্রায় সমস্যা কম-বেশি সব গর্ভবতীরই হয়।
এ সময় কারও মুখে বেশি লালা জমে। এমন গাঢ় লালা জমলে বিব্রত হওয়ার মতো ব্যাপার ঘটে। এটা অনেক সময় অপ্রত্যাশিতও বটে। এমন সমস্যা হলে দন্ত চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যাকে বলে ট্যায়ালিজম। আবার একে সিয়ালরিয়াও বলা হয়।
এমন হলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লালা ঝরে। তার পরিমাণ লিটার খানেকও হতে পারে। এ সময় কেউ অবিরাম থুতু ফেলেন, কেউ গিলে ফেলেন। আর এতে বমি ভাবও হয়। এ পরিস্থিতি হতে পারে গর্ভের প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে। এরপর অনেকের তা নিজে থেকে চলে যায়, কারও রয়ে না। বলে রাখি, অনেকের গর্ভাবস্থার প্রথম লক্ষণ হিসেবে মুখে লালা জমতে পারে। সে লালার জন্যই বারবার থুতু ফেলতে হয়। মুখে আসে তেতো ভাব।
কিন্তু এমন হওয়ার প্রকৃত কারণ জানা না গেলেও কিছু ধারণা পাওয়া যায়। এর একটি কারণ হিসেবে হরমোনের পরিবর্তনের কথা বলা হয়। অনেক নারীর এ সময় খুব বমি হয় বা বুক জ্বালা করে। তাই শরীর এ থেকে বিশেষ করে খাদ্যনালিকে রক্ষার জন্য বেশি লালা ক্ষরণ করে।
এ অবস্থা সামাল দেওয়ার কিছু কৌশল আছে। সেগুলো জানা থাকা ভালো।
তবে দাঁতের চিকিৎসকের সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়ার কথা ভুলবেন না।
আশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
৮ ঘণ্টা আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
১০ ঘণ্টা আগেদেশের প্রায় পাঁচ লাখ শিশু সময়মতো টিকার সব ডোজ পাচ্ছে না। তাদের মধ্যে ৭০ হাজার শিশু কোনো টিকাই পায় না। টিকা না পাওয়ার হার শহরাঞ্চলে বেশি। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এসব তথ্য উঠে এসেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)...
১ দিন আগেভিটামিন ‘ডি’-এর অভাবে অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে; বিশেষ করে হৃদ্রোগ, কিডনি রোগ, বিষণ্নতাজনিত রোগ, রক্তে চর্বি বেড়ে যাওয়া, হাড় ক্ষয়, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ, গর্ভকালীন ডায়াবেটিস, কম ওজনে জন্ম নেওয়া, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার মতো ঘটনা ঘটছে। গতকাল সোমবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব
১ দিন আগে