অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
গর্ভধারণের পর প্রতিটি নারীর কিছু না কিছু সমস্যা হয়। সেগুলোর মধ্যে আছে বমি ভাব, মাথা ঝিমঝিম করা, নানান রকম খাবার খেতে ইচ্ছে করা, মনমেজাজের চড়াই-উতরাই ইত্যাদি। বিভিন্ন মাত্রায় সমস্যা কম-বেশি সব গর্ভবতীরই হয়।
এ সময় কারও মুখে বেশি লালা জমে। এমন গাঢ় লালা জমলে বিব্রত হওয়ার মতো ব্যাপার ঘটে। এটা অনেক সময় অপ্রত্যাশিতও বটে। এমন সমস্যা হলে দন্ত চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যাকে বলে ট্যায়ালিজম। আবার একে সিয়ালরিয়াও বলা হয়।
এমন হলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লালা ঝরে। তার পরিমাণ লিটার খানেকও হতে পারে। এ সময় কেউ অবিরাম থুতু ফেলেন, কেউ গিলে ফেলেন। আর এতে বমি ভাবও হয়। এ পরিস্থিতি হতে পারে গর্ভের প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে। এরপর অনেকের তা নিজে থেকে চলে যায়, কারও রয়ে না। বলে রাখি, অনেকের গর্ভাবস্থার প্রথম লক্ষণ হিসেবে মুখে লালা জমতে পারে। সে লালার জন্যই বারবার থুতু ফেলতে হয়। মুখে আসে তেতো ভাব।
কিন্তু এমন হওয়ার প্রকৃত কারণ জানা না গেলেও কিছু ধারণা পাওয়া যায়। এর একটি কারণ হিসেবে হরমোনের পরিবর্তনের কথা বলা হয়। অনেক নারীর এ সময় খুব বমি হয় বা বুক জ্বালা করে। তাই শরীর এ থেকে বিশেষ করে খাদ্যনালিকে রক্ষার জন্য বেশি লালা ক্ষরণ করে।
এ অবস্থা সামাল দেওয়ার কিছু কৌশল আছে। সেগুলো জানা থাকা ভালো।
তবে দাঁতের চিকিৎসকের সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়ার কথা ভুলবেন না।
গর্ভধারণের পর প্রতিটি নারীর কিছু না কিছু সমস্যা হয়। সেগুলোর মধ্যে আছে বমি ভাব, মাথা ঝিমঝিম করা, নানান রকম খাবার খেতে ইচ্ছে করা, মনমেজাজের চড়াই-উতরাই ইত্যাদি। বিভিন্ন মাত্রায় সমস্যা কম-বেশি সব গর্ভবতীরই হয়।
এ সময় কারও মুখে বেশি লালা জমে। এমন গাঢ় লালা জমলে বিব্রত হওয়ার মতো ব্যাপার ঘটে। এটা অনেক সময় অপ্রত্যাশিতও বটে। এমন সমস্যা হলে দন্ত চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যাকে বলে ট্যায়ালিজম। আবার একে সিয়ালরিয়াও বলা হয়।
এমন হলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লালা ঝরে। তার পরিমাণ লিটার খানেকও হতে পারে। এ সময় কেউ অবিরাম থুতু ফেলেন, কেউ গিলে ফেলেন। আর এতে বমি ভাবও হয়। এ পরিস্থিতি হতে পারে গর্ভের প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে। এরপর অনেকের তা নিজে থেকে চলে যায়, কারও রয়ে না। বলে রাখি, অনেকের গর্ভাবস্থার প্রথম লক্ষণ হিসেবে মুখে লালা জমতে পারে। সে লালার জন্যই বারবার থুতু ফেলতে হয়। মুখে আসে তেতো ভাব।
কিন্তু এমন হওয়ার প্রকৃত কারণ জানা না গেলেও কিছু ধারণা পাওয়া যায়। এর একটি কারণ হিসেবে হরমোনের পরিবর্তনের কথা বলা হয়। অনেক নারীর এ সময় খুব বমি হয় বা বুক জ্বালা করে। তাই শরীর এ থেকে বিশেষ করে খাদ্যনালিকে রক্ষার জন্য বেশি লালা ক্ষরণ করে।
এ অবস্থা সামাল দেওয়ার কিছু কৌশল আছে। সেগুলো জানা থাকা ভালো।
তবে দাঁতের চিকিৎসকের সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়ার কথা ভুলবেন না।
বিশ্বের অন্যতম নিষ্ঠুর ও ধ্বংসাত্মক স্নায়বিক অসুখ হান্টিংটন রোগের প্রথম সফল চিকিৎসার ঘোষণা দিলেন চিকিৎসকেরা। এই রোগ বংশানুক্রমে এবং পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পড়ে। এটি মস্তিষ্কের কোষ ধ্বংস করে এবং একই সঙ্গে ডিমেনশিয়া, পারকিনসন ও মোটর নিউরন রোগের মতো উপসর্গ তৈরি করে।
২ দিন আগেডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। সবাই ঢাকার হাসপাতালে মারা গেছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
২ দিন আগেএডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস দেশের জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিকে এর বিস্তার মূলত নগরাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও গত পাঁচ বছরে কম-বেশি দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী গণপরিসরে কার্যকর প্রতিষেধক না থাকায় রোগী ও মৃত্যুহার কমানোর...
২ দিন আগেদেশে বর্তমানে যেসব ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে, তাদের বেশির ভাগের মৃত্যুর কারণ শক সিনড্রোম। এসব রোগীর অর্ধেকের বেশি মারা যাচ্ছে হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে। দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর...
৪ দিন আগে