Ajker Patrika

ব্যথাহীন ডায়াবেটিস পরীক্ষার উপায় বের করলেন বিজ্ঞানীরা

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৫২
ব্যথাহীন ডায়াবেটিস পরীক্ষার উপায় বের করলেন বিজ্ঞানীরা

কোনো রকম রক্ত বের না করে লালার মাধ্যমেই ডায়াবেটিসের পরীক্ষা করার উপায় বের করেছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সাধারণত ডায়াবেটিস পরীক্ষা করানোর জন্য রোগীদের আঙুল থেকে রক্ত নিয়ে সেটি পরীক্ষা করে দেখা হয়। এ কারণে অনেক রোগীই ডায়াবেটিস পরীক্ষা করাতে অনীহা দেখান।

এ নিয়ে গবেষণা দলের প্রধান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর পল দস্তুর বলেন, এই পরীক্ষায় লালার এনজাইমে থাকা গ্লুকোজ একটি ট্রানজিস্টর চিহ্নিত করতে পারে। ওই ট্রানজিস্টরই লালার মাধ্যমে মানবদেহের গ্লুকোজের পরিমাণকে মেপে দেয়।

পল দস্তুর আরও বলেন, এই পরীক্ষা ব্যথামুক্ত এবং কম খরচেই করা যাবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দস্তুর জানান, তাঁদের উদ্ভাবিত এই পদ্ধতির মাধ্যমে করোনা, হরমোন ও ক্যানসারের পরীক্ষাও করানো যাবে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসল এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে লালার মাধ্যমে করোনা পরীক্ষার উপায় বের করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত