Ajker Patrika

স্বাস্থ্যসেবায় অতি জরুরি হলেও ফিজিওথেরাপি উপেক্ষিত: অংশীজন আলোচনায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১২
‘স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ’ শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
‘স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ’ শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের স্বাস্থ্যসেবা ধারাবাহিকভাবে এগোলেও একটি অপরিহার্য শাখা ‘ফিজিওথেরাপি’ এখনো কাঙ্ক্ষিত গুরুত্ব পায়নি। বিশেষ করে, অতি জরুরি বা সংকটকালীন চিকিৎসায় ফিজিওথেরাপি কার্যত উপেক্ষিত। ‘অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ’ আয়োজিত অংশীজন আলোচনায় আজ সোমবার (১ সেপ্টেম্বর) এমন পর্যবেক্ষণ উঠে এসেছে।

‘স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই আলোচনা আজ অনুষ্ঠিত হয় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে। এতে ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, জনস্বাস্থ্যবিদ, স্বাস্থ্য অর্থনীতিবিদ, প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ও স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকেরা অংশ নেন।

আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক তসলিম উদ্দিন বলেন, জাতিসংঘের হিসাবে বিশ্বের প্রায় ১৬ শতাংশ মানুষ কোনো না কোনো প্রতিবন্ধিতা নিয়ে জীবন যাপন করে। সমন্বিত দলগত প্রচেষ্টা ছাড়া এ জনগোষ্ঠীর পুনর্বাসন সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অতি জরুরি স্বাস্থ্যসেবাতেও ফিজিওথেরাপি অবহেলিত।

অধ্যাপক তসলিম উদ্দিন আরও বলেন, চিকিৎসক ও থেরাপিস্ট—দুই পেশার সীমারেখা স্পষ্ট না থাকায় বিভ্রান্তি তৈরি হয়। ফিজিওথেরাপিস্টদের আগে স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে হবে। স্বীকৃতি ছাড়া আইনগতভাবে পূর্ণাঙ্গ সেবা দেওয়া কঠিন। উন্নতমানের ফিজিওথেরাপি ইনস্টিটিউট ও প্রশিক্ষণব্যবস্থা গড়ে তুলতে পারলে এ-সংক্রান্ত রোগীদের বিদেশমুখী হওয়াও কমবে।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) ফিজিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, টারশিয়ারি লেভেলে বহুবিধ বিশেষজ্ঞের সমন্বয়ে কাজের সুযোগ রয়েছে, কিন্তু সক্ষমতা এখনো পূর্ণ হয়নি। প্রতিবছর ৮০০-৯০০ জন ফিজিওথেরাপিস্ট পাস করেন। কিন্তু দেশে নিবন্ধিত পেশাজীবীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। প্রতিটি উপজেলায় ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা গেলে সেবা সর্বজনীন হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, চাহিদা দ্রুত বাড়ছে। দুর্ঘটনা ও জরুরি চিকিৎসাতেও ফিজিওথেরাপির ভূমিকা বড়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল উভয়কে সমন্বিত কাঠামোয় আনার আলোচনা চলছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে অগ্রগতি ত্বরান্বিত হবে।

আলোচনায় বক্তারা জানান, উন্নত অনেক দেশে প্রতি ১ লাখ জনসংখ্যার বিপরীতে ১০০ থেকে ১৫০ জন পর্যন্ত ফিজিওথেরাপিস্ট পাওয়া যায়। যেমন অস্ট্রেলিয়ায় প্রতি লাখ মানুষের জন্য ১৫৩ জন এবং জাপানে প্রতি লাখের জন্য ১০০ জন ফিজিওথেরাপিস্ট রয়েছেন। অথচ বাংলাদেশে মোট সংখ্যাটাই প্রায় হাতে গোনা, যা সেবার বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সভায় বলা হয়, সার্বিকভাবে বিশ্বজুড়ে ফিজিওথেরাপি সেবায় জনবলের ঘাটতি রয়েছে।

সভায় সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে ফিজিওথেরাপিস্টদের স্বীকৃতি দেওয়া, সরকারি নিয়োগ, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ দ্রুত বাড়ানোর সুপারিশ করেন বক্তারা। আলোচকদের মতে, অস্থিসন্ধির সমস্যা, পক্ষাঘাত, নিউরোলজিক্যাল জটিলতা ও দীর্ঘস্থায়ী ব্যথায় ভোগা বিপুলসংখ্যক রোগী অনানুষ্ঠানিক বা ঝুঁকিপূর্ণ চিকিৎসায় ঝুঁকে পড়ছে। এটি তাদের আরোগ্যকে বিলম্বিত এমনকি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আলোচনায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রাথমিক স্বাস্থ্যসেবা) নাসরিন আখতার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের (জেপিইউএফ) ফিজিওথেরাপি কনসালট্যান্ট নাসির উদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের সহযোগী অধ্যাপক শফিউল্লাহ প্রধান, গণস্বাস্থ্যভিত্তিক ফিজিওথেরাপি কলেজের মহিউদ্দিন মামুন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাবেক অতিরিক্ত সচিব এম এ হাকিম মজুমদার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত