ফিচার ডেস্ক
সব বয়সীর কাছে নাকের পলিপ একটি পরিচিত সমস্যা। চোখের ঠিক নিচে উঁচু হাড়ের ভেতরে থাকে ম্যাক্সিলারি সাইনাস, আর নাক ও চোখের মাঝে থাকে বেশ কয়েকটি ইথময়েড সাইনাস। এ সাইনাসগুলোর আবরণী অনেক সময় ফুলতে ফুলতে আঙুরের আকার ধারণ করে, যা পলিপ নামে পরিচিত।
পলিপ যদিও ব্যথাহীন, তবে তা শ্বাসকষ্টের কারণ হতে পারে। তাই সঠিক সময়ে এর চিকিৎসা গুরুত্বপূর্ণ। অবস্থার ওপর নির্ভর করে এটি দূর করতে অপারেশন পর্যন্ত করাতে হয়। কিন্তু এ নিয়ে ভয়ের কিছু নেই। অপারেশনে যাওয়ার আগে কিছু নিয়ম মেনে চললে পলিপের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
যেভাবে পলিপের সমস্যা দূর করবেন
লবণ-পানি দিয়ে নাক পরিষ্কার: বাইরের যেকোনো কাজ সেরে বাসায় ফিরে আসার পর অবশ্যই নাক লবণ-পানিতে ধুয়ে নিন। বিশেষ করে যাঁরা শহরে থাকেন, তাঁদের জন্য এটি প্রথম পদক্ষেপ। কারণ, পলিপের সমস্যা থেকে মুক্তির প্রথম উদ্যোগ হলো নাক ধুলামুক্ত রাখা।
বাসা ধুলামুক্ত রাখুন: পলিপের সমস্যা বাড়ার অন্যতম কারণ ধুলাবালি। তাই রাস্তায় বের হওয়ার পর যেমন মাস্ক ব্যবহার করা জরুরি, তেমনি বাসা নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি।
কর্টিকোস্টেরয়েড ট্যাবলেট: অতিরিক্ত ফোলা থেকে রেহাই পেতে চিকিৎসকের পরামর্শে কর্টিকোস্টেরয়েড ট্যাবলেট খেতে পারেন। সাধারণত বছরে ৩ থেকে ৪ বার এটি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। কারণ, দীর্ঘদিন এটি খেলে শরীরে নেতিবাচক প্রভাব পড়বে।
কর্টিকোস্টেরয়েড স্প্রে ব্যবহার: পলিপের ফোলা এবং নাকে পানি জমে থাকা রোধ করার জন্য নিয়মিত কর্টিকোস্টেরয়েড স্প্রে ব্যবহার করা যেতে পারে। অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী।
কখন অপারেশন করাবেন: চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন নিয়ম মেনেও যাঁরা পলিপের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না, তাঁদের শেষ পর্যন্ত অপারেশনের পথ বেছে নিতে হয়।
সূত্র: সিএনএন হেলথ
সব বয়সীর কাছে নাকের পলিপ একটি পরিচিত সমস্যা। চোখের ঠিক নিচে উঁচু হাড়ের ভেতরে থাকে ম্যাক্সিলারি সাইনাস, আর নাক ও চোখের মাঝে থাকে বেশ কয়েকটি ইথময়েড সাইনাস। এ সাইনাসগুলোর আবরণী অনেক সময় ফুলতে ফুলতে আঙুরের আকার ধারণ করে, যা পলিপ নামে পরিচিত।
পলিপ যদিও ব্যথাহীন, তবে তা শ্বাসকষ্টের কারণ হতে পারে। তাই সঠিক সময়ে এর চিকিৎসা গুরুত্বপূর্ণ। অবস্থার ওপর নির্ভর করে এটি দূর করতে অপারেশন পর্যন্ত করাতে হয়। কিন্তু এ নিয়ে ভয়ের কিছু নেই। অপারেশনে যাওয়ার আগে কিছু নিয়ম মেনে চললে পলিপের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
যেভাবে পলিপের সমস্যা দূর করবেন
লবণ-পানি দিয়ে নাক পরিষ্কার: বাইরের যেকোনো কাজ সেরে বাসায় ফিরে আসার পর অবশ্যই নাক লবণ-পানিতে ধুয়ে নিন। বিশেষ করে যাঁরা শহরে থাকেন, তাঁদের জন্য এটি প্রথম পদক্ষেপ। কারণ, পলিপের সমস্যা থেকে মুক্তির প্রথম উদ্যোগ হলো নাক ধুলামুক্ত রাখা।
বাসা ধুলামুক্ত রাখুন: পলিপের সমস্যা বাড়ার অন্যতম কারণ ধুলাবালি। তাই রাস্তায় বের হওয়ার পর যেমন মাস্ক ব্যবহার করা জরুরি, তেমনি বাসা নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি।
কর্টিকোস্টেরয়েড ট্যাবলেট: অতিরিক্ত ফোলা থেকে রেহাই পেতে চিকিৎসকের পরামর্শে কর্টিকোস্টেরয়েড ট্যাবলেট খেতে পারেন। সাধারণত বছরে ৩ থেকে ৪ বার এটি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। কারণ, দীর্ঘদিন এটি খেলে শরীরে নেতিবাচক প্রভাব পড়বে।
কর্টিকোস্টেরয়েড স্প্রে ব্যবহার: পলিপের ফোলা এবং নাকে পানি জমে থাকা রোধ করার জন্য নিয়মিত কর্টিকোস্টেরয়েড স্প্রে ব্যবহার করা যেতে পারে। অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী।
কখন অপারেশন করাবেন: চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন নিয়ম মেনেও যাঁরা পলিপের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না, তাঁদের শেষ পর্যন্ত অপারেশনের পথ বেছে নিতে হয়।
সূত্র: সিএনএন হেলথ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই রোগীরা ভর্তি হয়। তবে চিকিৎসাধীন কোনো ডেঙ্গু রোগীর এ সময়ে মৃত্যু হয়নি। ডেঙ্গুবিষয়ক হালানাগাদ তথ্যে এসব জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১ দিন আগেদেশের ক্রমবর্ধমান অসংক্রামক রোগের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ সম্মিলিতভাবে একটি ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর করেছে।
১ দিন আগেবাণিজ্যিক মুরগির খামারের ওপর পরিচালিত এক সাম্প্রতিক সমীক্ষা থেকে দেখা গেছে, মুরগির ওপর ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এই খাতে অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে, বিশেষ করে মাংসের জন্য পালিত মুরগির মধ্যে।
১ দিন আগে