দুগ্ধপোষ্য শিশুদের ঘন ঘন বমি করতে দেখা যায়। এটি নিয়ে বিশেষজ্ঞদের আলাদা কোনো সতর্কতা নেই। তবে বেশি বমি করলে শিশুর পানিশূন্যতায় ভোগার ঝুঁকি থাকে। ক্ষুধা তৃষ্ণাও বেড়ে যায়। কিন্তু শিশুরা কেন এত বমি করে?
দুগ্ধপোষ্য শিশুদের ঘন ঘন বমি করার একটি অন্যতম কারণ হলো—শিশু স্তন্যপানের সময় দুধের পাশাপাশি অনেক পরিমাণে বাতাসও টেনে নেয়। ফলে দুধ পানের পর ঢেকুরের মাধ্যমে মুখ দিয়ে তরল পদার্থ বের করে দিতে পারে।
তবে এর চেয়ে কিছু বেশি বয়সের শিশুদের মধ্যেও বমি করার প্রবণতা দেখা যায়। বড়দের তুলনায় এই শিশুরা সাধারণ বেশি বমি করে থাকে।
বেশি খাবার গ্রহণ, গ্যাস্ট্রিকের সমস্যার মতো বিভিন্ন কারণে বড়রা বমি করে। কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকার কারণে খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে পেটের কোনো সমস্যা হলে শিশুরা বমি করে ফেলে। এটি স্বাস্থ্যগত কোনো সমস্যারই ইঙ্গিত দেয়।
অল্পবয়সী শিশুদের সবকিছু মুখে দেওয়ার প্রবণতা থাকে। ফলে বিভিন্ন বস্তুর মাধ্যমে ক্ষতিকারক রোগজীবাণু শরীরে প্রবেশ করে। এসব জীবাণু সংক্রমণে শিশুরা বমি করে।
শিশুদের বমিভাব বা পেটের অস্বস্তি সহ্য করার ক্ষমতা কম থাকে। ফলে এসবের প্রতিক্রিয়া হিসেবে শিশুরা বেশি বমি করে।
এ ছাড়া মানুষের ভেস্টিবুলার সিস্টেম শৈশবে পুরোপুরি বিকশিত হয় না। এই সংবেদনশীল ব্যবস্থাটি মানুষের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। ভেস্টিবুলার সিস্টেম ঘাড়ের ওপর মাথার অবস্থান এবং নড়াচড়া শনাক্ত করে। মাথার অবস্থান শনাক্ত করার মাধ্যমে চোখের নড়াচড়া, অঙ্গভঙ্গি এবং শরীরের ভারসাম্য বজায় থাকে।
এই ভারসাম্য রক্ষায় সমস্যা হওয়ার কারণেই অনেকের বাস, জাহাজের মতো বিভিন্ন যানবাহনে উঠলে মোশন সিকনেস হয় বা গা গুলিয়ে ওঠে। এ জন্য দেখা যায় বড়রাও বমি করে।
অতিরিক্ত খাওয়া, খুব তাড়াতাড়ি খাওয়া বা হজম করা কঠিন এমন খাবার খাওয়ার ফলেও শিশুদের বমি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তা ছাড়া কোনো খাবারে অ্যালার্জি থাকলেও শিশুরা বমি করতে পারে।
শিশুদের কাছে সবকিছুই যেন নতুন এক অভিজ্ঞতা। তাই স্কুলে, হাসপাতালে যাওয়ার মতো স্বাভাবিক বিষয় নিয়ে শিশুরা ভয় পায় ও উদ্বিগ্ন হয়। তাই এসব অস্বস্তিকর মুহূর্তে তারা বমি করতে পারে।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
দুগ্ধপোষ্য শিশুদের ঘন ঘন বমি করতে দেখা যায়। এটি নিয়ে বিশেষজ্ঞদের আলাদা কোনো সতর্কতা নেই। তবে বেশি বমি করলে শিশুর পানিশূন্যতায় ভোগার ঝুঁকি থাকে। ক্ষুধা তৃষ্ণাও বেড়ে যায়। কিন্তু শিশুরা কেন এত বমি করে?
দুগ্ধপোষ্য শিশুদের ঘন ঘন বমি করার একটি অন্যতম কারণ হলো—শিশু স্তন্যপানের সময় দুধের পাশাপাশি অনেক পরিমাণে বাতাসও টেনে নেয়। ফলে দুধ পানের পর ঢেকুরের মাধ্যমে মুখ দিয়ে তরল পদার্থ বের করে দিতে পারে।
তবে এর চেয়ে কিছু বেশি বয়সের শিশুদের মধ্যেও বমি করার প্রবণতা দেখা যায়। বড়দের তুলনায় এই শিশুরা সাধারণ বেশি বমি করে থাকে।
বেশি খাবার গ্রহণ, গ্যাস্ট্রিকের সমস্যার মতো বিভিন্ন কারণে বড়রা বমি করে। কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকার কারণে খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে পেটের কোনো সমস্যা হলে শিশুরা বমি করে ফেলে। এটি স্বাস্থ্যগত কোনো সমস্যারই ইঙ্গিত দেয়।
অল্পবয়সী শিশুদের সবকিছু মুখে দেওয়ার প্রবণতা থাকে। ফলে বিভিন্ন বস্তুর মাধ্যমে ক্ষতিকারক রোগজীবাণু শরীরে প্রবেশ করে। এসব জীবাণু সংক্রমণে শিশুরা বমি করে।
শিশুদের বমিভাব বা পেটের অস্বস্তি সহ্য করার ক্ষমতা কম থাকে। ফলে এসবের প্রতিক্রিয়া হিসেবে শিশুরা বেশি বমি করে।
এ ছাড়া মানুষের ভেস্টিবুলার সিস্টেম শৈশবে পুরোপুরি বিকশিত হয় না। এই সংবেদনশীল ব্যবস্থাটি মানুষের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। ভেস্টিবুলার সিস্টেম ঘাড়ের ওপর মাথার অবস্থান এবং নড়াচড়া শনাক্ত করে। মাথার অবস্থান শনাক্ত করার মাধ্যমে চোখের নড়াচড়া, অঙ্গভঙ্গি এবং শরীরের ভারসাম্য বজায় থাকে।
এই ভারসাম্য রক্ষায় সমস্যা হওয়ার কারণেই অনেকের বাস, জাহাজের মতো বিভিন্ন যানবাহনে উঠলে মোশন সিকনেস হয় বা গা গুলিয়ে ওঠে। এ জন্য দেখা যায় বড়রাও বমি করে।
অতিরিক্ত খাওয়া, খুব তাড়াতাড়ি খাওয়া বা হজম করা কঠিন এমন খাবার খাওয়ার ফলেও শিশুদের বমি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তা ছাড়া কোনো খাবারে অ্যালার্জি থাকলেও শিশুরা বমি করতে পারে।
শিশুদের কাছে সবকিছুই যেন নতুন এক অভিজ্ঞতা। তাই স্কুলে, হাসপাতালে যাওয়ার মতো স্বাভাবিক বিষয় নিয়ে শিশুরা ভয় পায় ও উদ্বিগ্ন হয়। তাই এসব অস্বস্তিকর মুহূর্তে তারা বমি করতে পারে।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
গৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক পণ্যে রয়েছে ‘থ্যালেটস’ (Phthalates) নামক রাসায়নিক পদার্থ। আর এই থ্যালেটস কোনো নির্বিরোধী রাসায়নিক উপাদান নয়। এর কারণে মৃত্যুর ঘটনা অনেক বেশি। থ্যালেটসের সংস্পর্শে আসার কারণে ২০১৮ সালে বিশ্বব্যাপী ৩ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবর
৯ ঘণ্টা আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
২১ ঘণ্টা আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
১ দিন আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
১ দিন আগে