Ajker Patrika

জেলা হাসপাতালে থাকবে মনোরোগ বিশেষজ্ঞ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জেলা হাসপাতালে থাকবে মনোরোগ বিশেষজ্ঞ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের গুরুতর মানসিক রোগীদের মাঝে ৪২ শতাংশ কোনো না কোনোভাবে দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভোগেন। এর মধ্যে ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে আক্রান্ত। মানসিক অবসাদে ভুগে দেশে বছরে ১০ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে। 

এই পরিস্থিতি বিবেচনায় দেশের জেলা হাসপাতালগুলোতে সাইকিয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) ও কমিউনিটি হাসপাতালে মানসিক স্বাস্থ্য কাউন্সিলর রাখার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আজ সোমবার অনুষ্ঠিত ‘স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ’ কার্যক্রমের সূচনা ও পরিচিতি অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানসিক রোগী বা মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের জেলা লেভেলের হাসপাতালে এখনো কিন্তু ভালো চিকিৎসা ব্যবস্থা নাই। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি জেলা হাসপাতালে একটা মেন্টাল হেলথ কর্নার বা একটা সাইকিয়াট্রিস্ট পদ তৈরি করা যায় কি-না। এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। তবে এখানে লোকবল সংকটের বিষয়ও আছে। দেখা গেল আমরা পদ সৃষ্টি করেছি কিন্তু সব ফাঁকা থেকে গেল।’ 

প্রান্তিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক নিয়েও আমাদের ভাবনা আছে। সেখানেও আমরা এনসিডি কর্নার করার কথা ভাবছি। আমরা চিন্তা করব আগামীতে কমিউনিটি ক্লিনিকেও কোনোভাবে মেন্টাল হেলথের ওপর যদি কাউন্সিলের ব্যবস্থা করা যায়।’ 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বার্ন জং রানা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত