ফ্যাক্টচেক ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ৫০ টাকার একটি নোটের ছবি ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘৫০ টাকার নতুন নোট।’ আজ মঙ্গলবার (১২ মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের প্রায় ৬ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘জাগ্রত রাকিব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। নোটটির এক পৃষ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর পৃষ্ঠে মেট্রো রেলের ছবি রয়েছে।
বিজ্ঞান ও বিস্ময় গ্রুপের পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজারের বেশি, মন্তব্য পড়েছে ৭৮ টি। এটি ছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে একই দাবিতে নোটের ছবিটি পোস্ট করা হয়েছে।
ভাইরাল নোটটির সত্যতা অনুসন্ধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত অংশটিতে ‘স্মারক নোট, বিনিময়যোগ্য নয়’— এমন লেখা রয়েছে।
পরে ভাইরাল নোটটি রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকনোটস অ্যান্ড কয়েনস বিভাগে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটে ভাইরাল নোটটির অনুরূপ একটি নোট সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
প্রসঙ্গত, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো প্রতীকী ধাতব মুদ্রা বা কাগজের নোট ছাপে, সেটিকেই স্মারক মুদ্রা বা নোট বলে। ৫০ টাকার নতুন নোট দাবিতে ভাইরাল নোটটিও এমন একটি স্মারক নোট। এই নোট দিয়ে কোনো বাণিজ্যিক লেনদেন করা যায় না।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ৫০ টাকার একটি নোটের ছবি ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘৫০ টাকার নতুন নোট।’ আজ মঙ্গলবার (১২ মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের প্রায় ৬ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘জাগ্রত রাকিব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। নোটটির এক পৃষ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর পৃষ্ঠে মেট্রো রেলের ছবি রয়েছে।
বিজ্ঞান ও বিস্ময় গ্রুপের পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজারের বেশি, মন্তব্য পড়েছে ৭৮ টি। এটি ছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে একই দাবিতে নোটের ছবিটি পোস্ট করা হয়েছে।
ভাইরাল নোটটির সত্যতা অনুসন্ধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত অংশটিতে ‘স্মারক নোট, বিনিময়যোগ্য নয়’— এমন লেখা রয়েছে।
পরে ভাইরাল নোটটি রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকনোটস অ্যান্ড কয়েনস বিভাগে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটে ভাইরাল নোটটির অনুরূপ একটি নোট সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
প্রসঙ্গত, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো প্রতীকী ধাতব মুদ্রা বা কাগজের নোট ছাপে, সেটিকেই স্মারক মুদ্রা বা নোট বলে। ৫০ টাকার নতুন নোট দাবিতে ভাইরাল নোটটিও এমন একটি স্মারক নোট। এই নোট দিয়ে কোনো বাণিজ্যিক লেনদেন করা যায় না।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১ দিন আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে