ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সরকারিভাবে ১২৩২ জন কর্মী নিয়োগের খবর তথ্য ছড়িয়ে পড়েছে। আরটিভির একটি ফটোকার্ড ও আবেদনের মাধ্যম হিসেবে কিছু ওয়েবসাইটের লিংক এতে যুক্ত করা হয়েছে। ফটোকার্ডে লেখা, ‘সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন’।
গত ১৪ এপ্রিল (রোববার) ‘সাপ্তাহিক চাকরির খবর’ নামের ফেসবুক গ্রুপে কামরুল ইসলাম হৃদয় নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটির কমেন্টে ‘jobs. bdlatestupdate’ নামে একটি ওয়েবসাইটের লিংক যুক্ত করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে কমেন্টে যুক্ত ওয়েবসাইটটিতে গিয়ে সরকারিভাবে কুয়েতে ১২৩২ জনের যাওয়ার সুযোগ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পোস্টে থাকা আরটিভির ফটোকার্ডটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে সম্প্রচার মাধ্যমটির ওয়েবসাইটে ২০২৩ সালের ২৭ অক্টোবর ‘সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই সময় রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) মেডিকেল টেকনিশিয়ান পদে কুয়েতে ১২৩২ জনকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিটি দেওয়া হয় ২৬ অক্টোবর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েতে সরকারিভাবে যাওয়ার আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ৫ নভেম্বর। প্রতিবেদনে আবেদনের একটি লিংকও যুক্ত করে দেওয়া হয়েছে। আবেদনের এই লিংকে প্রবেশ করে দেখা যায়, বর্তমানে এই পদে আর আবেদন গ্রহণ করা হচ্ছে না। বোয়েসেলের ওয়েবসাইট ঘুরেও সাম্প্রতিক সময়ে কুয়েতে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। ওয়েবসাইটটিতে গত ২২ এপ্রিল থেকে আজ ২৫ এপ্রিল পর্যন্ত জর্ডানের বেশ কিছু গার্মেন্টসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পরে নিয়োগ বিজ্ঞপ্তিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক কর্মসংস্থান) নোমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, কুয়েতে টেকনিশিয়ান পদে নিয়োগের কথা ছিল। এ জন্য কুয়েতের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হওয়ার কথা ছিল। সেটি এখনো না হওয়ায় নিয়োগটি এখন ‘ফ্রিজ’ অবস্থায় আছে।
স্পষ্টত, ২০২৩ সালে সরকারিভাবে কুয়েতে নিয়োগের আবেদনের সময় শেষ হওয়া একটি বিজ্ঞপ্তিকে নতুন করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। নতুন করে সরকারিভাবে কুয়েতে যাওয়ার ব্যাপারে সরকারি কোনো প্রকল্পের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সরকারিভাবে ১২৩২ জন কর্মী নিয়োগের খবর তথ্য ছড়িয়ে পড়েছে। আরটিভির একটি ফটোকার্ড ও আবেদনের মাধ্যম হিসেবে কিছু ওয়েবসাইটের লিংক এতে যুক্ত করা হয়েছে। ফটোকার্ডে লেখা, ‘সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন’।
গত ১৪ এপ্রিল (রোববার) ‘সাপ্তাহিক চাকরির খবর’ নামের ফেসবুক গ্রুপে কামরুল ইসলাম হৃদয় নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটির কমেন্টে ‘jobs. bdlatestupdate’ নামে একটি ওয়েবসাইটের লিংক যুক্ত করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে কমেন্টে যুক্ত ওয়েবসাইটটিতে গিয়ে সরকারিভাবে কুয়েতে ১২৩২ জনের যাওয়ার সুযোগ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পোস্টে থাকা আরটিভির ফটোকার্ডটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে সম্প্রচার মাধ্যমটির ওয়েবসাইটে ২০২৩ সালের ২৭ অক্টোবর ‘সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই সময় রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) মেডিকেল টেকনিশিয়ান পদে কুয়েতে ১২৩২ জনকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিটি দেওয়া হয় ২৬ অক্টোবর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েতে সরকারিভাবে যাওয়ার আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ৫ নভেম্বর। প্রতিবেদনে আবেদনের একটি লিংকও যুক্ত করে দেওয়া হয়েছে। আবেদনের এই লিংকে প্রবেশ করে দেখা যায়, বর্তমানে এই পদে আর আবেদন গ্রহণ করা হচ্ছে না। বোয়েসেলের ওয়েবসাইট ঘুরেও সাম্প্রতিক সময়ে কুয়েতে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। ওয়েবসাইটটিতে গত ২২ এপ্রিল থেকে আজ ২৫ এপ্রিল পর্যন্ত জর্ডানের বেশ কিছু গার্মেন্টসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পরে নিয়োগ বিজ্ঞপ্তিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক কর্মসংস্থান) নোমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, কুয়েতে টেকনিশিয়ান পদে নিয়োগের কথা ছিল। এ জন্য কুয়েতের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হওয়ার কথা ছিল। সেটি এখনো না হওয়ায় নিয়োগটি এখন ‘ফ্রিজ’ অবস্থায় আছে।
স্পষ্টত, ২০২৩ সালে সরকারিভাবে কুয়েতে নিয়োগের আবেদনের সময় শেষ হওয়া একটি বিজ্ঞপ্তিকে নতুন করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। নতুন করে সরকারিভাবে কুয়েতে যাওয়ার ব্যাপারে সরকারি কোনো প্রকল্পের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৬ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে