ফ্যাক্টচেক ডেস্ক
বাঁশ ও খড় দিয়ে তৈরি হেলিকপ্টার সদৃশ একটি যানের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, যানটিকে সড়কে স্থাপন করা হয়েছে। এর ছাদে ও ভেতরে কিছু মানুষ বসে আছেন এবং রাস্তায় সামনে–পেছনে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহীও রয়েছেন। গত শনিবার (১১ মার্চ) ‘Tamim Hossain’ নামের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, যানটি তৈরি করতে দুই মাস সময় লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পেজটি থেকে ছবিটি প্রায় সাড়ে ৬ হাজার বার শেয়ার হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৪ লাখ ৯৬ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৪ হাজারের বেশি।
এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সত্য ভেবে মন্তব্য করেছেন। যেমন, ‘Mr Perfect’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘দুই মাস যদি রাজমিস্ত্রি লেবার করতে, তাহলে ২০ হাজার টাকা আসতো। অনেক কাজে লাগতো!’ রফিকুল ইসলাম নামে আরেক লিখেছেন, ‘মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনাদের পরিশ্রম সার্থক হয়েছে।’
দাবিটির সত্যতা যাচাইয়ে ছবিটি বিশ্লেষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এতে মোটরসাইকেল আরোহী ও যানটিতে থাকা মানুষদের মুখাবয়বে অস্বাভাবিকতা ধরা পড়ে। মুখাবয়বগুলো স্পষ্ট নয়। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে এ ধরনের সমস্যা থাকে।
ছবিটি সম্পর্কে নিশ্চিত হতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা হয়। এআই ছবি শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিটি যাচাই করে জানায়, এটি শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। একই ধরনের ফল দিয়েছে ছবি শনাক্তকারী ওয়েবসাইট এআই অর নট এবং হাগিং ফেইস।
অনুসন্ধানের এ পর্যায়ে ছবিটির উৎস খুঁজে দেখা হয়। রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘parsa.ram.suthar’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। গত ৩ মে (শুক্রবার) অ্যাকাউন্টে রিল আকারে যানের ছবিটি পোস্ট করা হয়। হিন্দি ভাষায় রিলটির ক্যাপশনে লেখা হয়, ‘গরিবকে কেউ পছন্দ করে না।’ একই ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এটি একটি সৃজনশীল চিত্রকর্ম (Creative art picture)।
অর্থাৎ ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
বাঁশ ও খড় দিয়ে তৈরি হেলিকপ্টার সদৃশ একটি যানের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, যানটিকে সড়কে স্থাপন করা হয়েছে। এর ছাদে ও ভেতরে কিছু মানুষ বসে আছেন এবং রাস্তায় সামনে–পেছনে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহীও রয়েছেন। গত শনিবার (১১ মার্চ) ‘Tamim Hossain’ নামের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, যানটি তৈরি করতে দুই মাস সময় লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পেজটি থেকে ছবিটি প্রায় সাড়ে ৬ হাজার বার শেয়ার হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৪ লাখ ৯৬ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৪ হাজারের বেশি।
এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সত্য ভেবে মন্তব্য করেছেন। যেমন, ‘Mr Perfect’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘দুই মাস যদি রাজমিস্ত্রি লেবার করতে, তাহলে ২০ হাজার টাকা আসতো। অনেক কাজে লাগতো!’ রফিকুল ইসলাম নামে আরেক লিখেছেন, ‘মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনাদের পরিশ্রম সার্থক হয়েছে।’
দাবিটির সত্যতা যাচাইয়ে ছবিটি বিশ্লেষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এতে মোটরসাইকেল আরোহী ও যানটিতে থাকা মানুষদের মুখাবয়বে অস্বাভাবিকতা ধরা পড়ে। মুখাবয়বগুলো স্পষ্ট নয়। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে এ ধরনের সমস্যা থাকে।
ছবিটি সম্পর্কে নিশ্চিত হতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা হয়। এআই ছবি শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিটি যাচাই করে জানায়, এটি শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। একই ধরনের ফল দিয়েছে ছবি শনাক্তকারী ওয়েবসাইট এআই অর নট এবং হাগিং ফেইস।
অনুসন্ধানের এ পর্যায়ে ছবিটির উৎস খুঁজে দেখা হয়। রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘parsa.ram.suthar’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। গত ৩ মে (শুক্রবার) অ্যাকাউন্টে রিল আকারে যানের ছবিটি পোস্ট করা হয়। হিন্দি ভাষায় রিলটির ক্যাপশনে লেখা হয়, ‘গরিবকে কেউ পছন্দ করে না।’ একই ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এটি একটি সৃজনশীল চিত্রকর্ম (Creative art picture)।
অর্থাৎ ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
চীন-ভারত সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওতে পাহাড়ি এলাকায় সেনাসদস্যদের পোশাক পরিহিত দুই পক্ষকে সংঘর্ষে জড়াতে দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষেরই...
১৪ ঘণ্টা আগেজম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৩ দিন আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
৪ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
৪ দিন আগে