Ajker Patrika

ভাইরাল ভিডিওর এই ব্যক্তির বয়স কি ৩০৯ বছর 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১: ২৭
ভাইরাল ভিডিওর এই ব্যক্তির বয়স কি ৩০৯ বছর 

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন শীর্ণদেহী বৃদ্ধ ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তাঁর বয়স ৩০৯ বছর। গত ২১ নভেম্বর টিকটকে প্রচারিত ভিডিওটি আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৬ লাখ বার দেখা হয়েছে।  রিয়েক্ট পড়েছে প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার, মন্তব্য পড়েছে ২৮ হাজারের বেশি। এসব মন্তব্যে সৃষ্টিকর্তার প্রশংসা করতে দেখা যায়।  

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে

অনুসন্ধানে দেখা যায়, টিকটকে প্রচারিত বয়োবৃদ্ধ ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। তার প্রকৃত বয়স ছিল ১০৯ বছর এবং তিনি ২০২২ সালের মার্চ মাসে মারা গিয়েছেন।  

রিভার্স ইমেজ অনুসন্ধানে বৌদ্ধ বিষয়ক জার্নাল বুড্ডিস্ট ডোর গ্লোবালে ২০২২ সালের ৮ এপ্রিল এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান বয়োবৃদ্ধ ব্যক্তিটির নাম লুয়াং ফো ইয়াই। তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে মারা যান। 

ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালে ইন্টারনেটে লুয়াং ফো ইয়াইয়ের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওর কোথাও কোথাও তাকে ১৬৩ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু, আবার কোথাও কোথাও ৩৯৯ বছর বয়সী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওগুলো টিকটকে প্রচার করেছিলেন তাঁর নাতনি আউ আউয়ারে। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। 

বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০২২ সালের ৩ মে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লুয়াং ফো ইয়াইয়ের প্রপৌত্রী সরন্যা খিয়েউইলাই এএফপিকে বলেন, লুয়াং ফো ইয়াই ১০৯ বছর বয়সে ২০২২ সালের ২২ মার্চ মারা যান।

সিদ্ধান্ত
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, টিকটকে ৩০৯ বছর বয়স দাবি করে যে ব্যক্তির ভিডিও প্রচার করা হচ্ছে, তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; যিনি বর্তমানে বেঁচে নেই। ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে তিনি পরলোকগত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত