Ajker Patrika

মেট্রোতে আলিঙ্গনরত তরুণ-তরুণীর ছবি ভাইরাল, এটি ঢাকার নাকি কলকাতার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭: ০৫
মেট্রোতে আলিঙ্গনরত তরুণ-তরুণীর ছবি ভাইরাল, এটি ঢাকার নাকি কলকাতার

বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিন (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নোটিশটি স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো ছিল। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আলিঙ্গনরত তরুণ-তরুণীর একটি ছবি প্রচার করে বলা হচ্ছে, ‘এই হলো ১৪ ফেব্রুয়ারি। ছবিটি তোলার পরক্ষণেই মেট্রোরেলে ফুল নিয়ে ওঠা নিষিদ্ধ করা হয়।’

একই ঘটনার দিকে ইঙ্গিত করে ফরহাদ কিবরিয়া পরাগ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘এই জন্যই এই দেশে ভ্যালেন্টাইন ডেতে মেট্রো রেলে শুধু ফুল বহন করাই নিষিদ্ধ ছিল।’ মুহাম্মদ শাকিল নামে একজন ছবিটি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘মেট্রোরেলেও ছাড় নেই, উচিত কথা হলো, বাংলাদেশে সব সম্ভব।’

অলিভা ইসলাম ইমা নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশ এখন দ্বিতীয় লন্ডন, মেট্রোরেল।...তাই পার্কের ভেতরের অনুভূতিটা মেট্রোরেলে ধারাবাহিকতা চলছে।’ 

এসব পোস্ট ছাড়াও আরও কিছু ফেসবুক পেজ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রচার হতে দেখা গেছে। 

কি-ওয়ার্ড সার্চে ‘তিলোত্তমা kolokata’ নামের একটি ফেসবুক পেজে ছবিটি খুঁজে পাওয়া যায়। পেজটি সম্পর্কে জানা যায়, এটি কলকাতাকেন্দ্রিক। ভাইরাল ছবিটি ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় পেজটি থেকে ‘মেট্রো টাকে অন্তত রেহাই দে ভাই’ ক্যাপশনে পোস্ট করা হয়। ছবিটির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে ‘কৃত্তিকা’ নামে একটি ফেসবুক পেজকে

কলকাতাকেন্দ্রিক ফেসবুক পেজগুলোতে মেট্রো রেলে তরুণ–তরুণীর আলিঙ্গনের ভাইরাল ছবিটি প্রথমে ভাইরাল হয়। ছবি: ফেসবুক 

পরে এই পোস্টের সূত্রে ‘কৃ ত্তি কা’ নামের আরেকটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজের লোকেশন দেওয়া আছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা শহর। পেজটিতে ছবিটি একই দিন রাত ১০টা ৫ মিনিটে ‘মেট্রো টা কেও ছাড়ছে না’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটির এডিট হিস্ট্রি খুঁজে দেখা যায়, ছবিটির ক্যাপশনে একবার লেখা ছিল, ‘মেট্রো টা কেও ছাড়ছে না, ছবিটা আমার ফ্রেন্ড তুলেছে।’ 

ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে ‘কৃ ত্তি কা’ পেজটি থেকে একটি কমেন্ট করে লেখা হয়, ‘আমার এটার থেকেও কলকাতার এই পেজ থেকে বেশি ভাইরাল হয়েছে। পারলে এই পেজের মালিককে কিছু বলে দেখান। আমার প্রোফাইল পেয়েছেন, যে যা খুশি বলে যাচ্ছেন।’ কমেন্টের সঙ্গে ‘তিলোত্তমা kolokata’ পেজের পোস্টটির স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়েছে। 

কৃ ত্তি কা নামের একটি ভারতীয় ফেসবুক পেজ মেট্রো রেলে তরুণ–তরুণীর আলিঙ্গনের ভাইরাল ছবিটির সম্ভাব্য মালিক । ছবি: ফেসবুক

‘ব্যস্ত জীবন’ নামের কলকাতাকেন্দ্রিক আরেকটি পেজ থেকেও ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ‘কৃত্তিকা’র সৌজন্যে একই ছবি পোস্ট করা হয়েছে। 

অর্থাৎ তরুণ-তরুণীর আলিঙ্গনের ভাইরাল ছবিটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার মেট্রো থেকে তোলা হয়ে থাকতে পারে এবং ছবিটির সম্ভাব্য মালিক ‘কৃত্তিকা’ নামের পেজটি। 

ছবিটির স্থান সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায় মেট্রোরেলের ছবিটিতে দৃশ্যমান একটি লোগো থেকে। ছবিটির ওপরে ডান কোনায় ‘Azadi Ka Amrit Mahotsav’ লেখাসংবলিত ভারতের জাতীয় পতাকার তিন রঙে তৈরি লোগো দেখা যায়। 

ঢাকা মেট্রো রেলের সঙ্গে ভাইরাল মেট্রো রেলে তরুণ–তরুণীর আলিঙ্গনের ছবিটির মিল নেই। ছবি: আজকের পত্রিকা ফ্যাক্টচেক ডেস্ক

এই লোগোর সূত্রে জানা যায়, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হলো ভারতীয় স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান। ২০২১ সালের ১২ মার্চ দেশটির স্বাধীনতার ৭৫তম বার্ষিকী সামনে রেখে ৭৫ সপ্তাহের কাউন্টডাউন শুরুর মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসব শুরু হয়, যা ২০২৩ সালের ১৫ আগস্ট শেষ হয়। 

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন ৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করে। পাশাপাশি ভাইরাল এ ছবির সঙ্গে কলকাতার মেট্রোরেলের মেঝের রঙের মিল রয়েছে। মেঝের রং বেগুনি বা লাল। বাংলাদেশের কোনো মেট্রোরেলের মেঝে এই দুই রঙের নয়।

স্পষ্টত, মেট্রোরেলে আলিঙ্গনরত তরুণ-তরুণীর ভাইরাল ছবিটি বাংলাদেশের নয়, এটি কলকাতার কোনো মেট্রোরেলের।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত