ফ্যাক্টচেক ডেস্ক
বৃষ্টি বাগড়া না দিলে আজ শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকা–ভারতের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে টি–টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালের দৌড়ে প্রথমবারের মতো সেমিতে ওঠা আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে আফগানিস্তান হারলে সেমিতে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশ বা অস্ট্রেলিয়ারও খেলার সুযোগ ছিল। যদিও সে সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। হেরে বাড়ি ফিরেছে শান্ত বাহিনী। বাংলাদেশের হারে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ারও। তাই সেমিফাইনালে হেরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে নাকি দুঃখ প্রকাশ করেছেন আফগান অধিনায়ক রশিদ খান!
ফেসবুকে রশিদ খানের এমনই একটি মন্তব্য ভাইরাল হয়েছে। ‘ভালোবাসার বাংলাদেশ Lover Bangladesh’ নামের প্রায় ১০ হাজার ফলোয়ারের একটি পেজ থেকে রশিদ খানের এমনই একটি বক্তব্য ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ জুন) পেজটি থেকে রশিদ খানের কথিত মন্তব্যটি পোস্ট করা হয়। রশিদ খানের মন্তব্যটি এমন—‘আমরা বিশ্বকাপ সেমিফাইনালের সৌন্দর্য নষ্ট করেছি; সরি বাংলাদেশ, সরি অস্ট্রেলিয়া।’
পোস্টটিতে আজ শনিবার (২৯ জুন) রাত ৮টা পর্যন্ত ২৪ হাজার রিয়েকশন পড়েছে। শেয়ার হয়েছে শতাধিক, কমেন্ট পড়েছে ৮০০–এর বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ রশিদ খানের এমন মন্তব্যে মুগ্ধতা প্রকাশ করেছেন।
দেশি–বিদেশি কোনো সংবাদমাধ্যমে রশিদ খানের এমন মন্তব্য নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়েছে কিনা যাচাই করে দেখা হয়েছে। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে হারার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে রশিদ খানের দুঃখ প্রকাশ করা নিয়ে সংবাদমাধ্যমে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
রশিদ খানের ভেরিফায়েড ফেসবুক পেজে সেমিফাইনাল শেষে গত বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তিনি লেখেন, ‘আমরা সব সময় এই টি–টোয়েন্টি বিশ্বকাপ মনে রাখব। এই দলের প্রত্যেকে যে লড়াই করেছে, যেভাবে অবদান রেখেছে তা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। আমি আমাদের প্রত্যেককে নিয়ে গর্বিত। আমরা এটি চলমান রাখব এবং আরও দৃঢ়তার সঙ্গে প্রত্যাবর্তন করব। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।’
এই পোস্টের পর আজ শনিবার (২৯ জুন) রাত ৮টা পর্যন্ত রশিদ খানের পেজে আর কোনো পোস্ট করতে দেখা যায়নি।
পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রশিদ খান এমন কিছু বলেছেন কিনা তা খুঁজে দেখা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ধারা বিবরণী থেকেও রশিদ খানের কথিত ভাইরাল মন্তব্যটির কাছাকাছি কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
ভাইরাল মন্তব্যটির উৎস খুঁজে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। দেখা গেছে, রশিদ খানের কথিত ভাইরাল মন্তব্যটি নিয়ে সম্ভাব্য প্রথম পোস্ট করা হয় এফজে নিউজ ২৪ নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটি থেকে গত বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টা ৫৯ মিনিটে রশিদ খানের কথিত মন্তব্যটি নিয়ে পোস্ট করা হয়। তবে পোস্টটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
বক্তব্যটির সূত্রের খুঁজে পেজটিতে থাকা নম্বরে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। অপর প্রান্তে এক ব্যক্তি নিজেকে পেজের অ্যাডমিন পরিচয় দেন। তাঁর কাছে বক্তব্যটির সূত্র চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আসলে এটার সোর্স বলতে পারছি না। পেজের তো আরও অনেক অ্যাডমিন। অন্য কেউ হয়তো পোস্ট করেছে। দেখে বলতে হবে।’
তাঁরা কী সচেতনভাবে গুজব ছড়াচ্ছেন— এমন প্রশ্নে ওই ব্যক্তি বলেন, ‘রিয়াশাদ আজিম, খেলাযোগ একাত্তরসহ আরও অনেক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কী পরিমাণ গুজব ছড়ায় সেটা আগে দেখে এসে আমাদের পেজ দেখবেন, আমরা কয়টা গুজব দিই।’
সুতরাং, সেমিফাইনালে হেরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে আফগান অধিনায়ক রশিদ খানের দুঃখ প্রকাশ করার ভাইরাল মন্তব্যটি বানোয়াট।
বৃষ্টি বাগড়া না দিলে আজ শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকা–ভারতের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে টি–টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালের দৌড়ে প্রথমবারের মতো সেমিতে ওঠা আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে আফগানিস্তান হারলে সেমিতে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশ বা অস্ট্রেলিয়ারও খেলার সুযোগ ছিল। যদিও সে সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। হেরে বাড়ি ফিরেছে শান্ত বাহিনী। বাংলাদেশের হারে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ারও। তাই সেমিফাইনালে হেরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে নাকি দুঃখ প্রকাশ করেছেন আফগান অধিনায়ক রশিদ খান!
ফেসবুকে রশিদ খানের এমনই একটি মন্তব্য ভাইরাল হয়েছে। ‘ভালোবাসার বাংলাদেশ Lover Bangladesh’ নামের প্রায় ১০ হাজার ফলোয়ারের একটি পেজ থেকে রশিদ খানের এমনই একটি বক্তব্য ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ জুন) পেজটি থেকে রশিদ খানের কথিত মন্তব্যটি পোস্ট করা হয়। রশিদ খানের মন্তব্যটি এমন—‘আমরা বিশ্বকাপ সেমিফাইনালের সৌন্দর্য নষ্ট করেছি; সরি বাংলাদেশ, সরি অস্ট্রেলিয়া।’
পোস্টটিতে আজ শনিবার (২৯ জুন) রাত ৮টা পর্যন্ত ২৪ হাজার রিয়েকশন পড়েছে। শেয়ার হয়েছে শতাধিক, কমেন্ট পড়েছে ৮০০–এর বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ রশিদ খানের এমন মন্তব্যে মুগ্ধতা প্রকাশ করেছেন।
দেশি–বিদেশি কোনো সংবাদমাধ্যমে রশিদ খানের এমন মন্তব্য নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়েছে কিনা যাচাই করে দেখা হয়েছে। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে হারার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে রশিদ খানের দুঃখ প্রকাশ করা নিয়ে সংবাদমাধ্যমে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
রশিদ খানের ভেরিফায়েড ফেসবুক পেজে সেমিফাইনাল শেষে গত বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তিনি লেখেন, ‘আমরা সব সময় এই টি–টোয়েন্টি বিশ্বকাপ মনে রাখব। এই দলের প্রত্যেকে যে লড়াই করেছে, যেভাবে অবদান রেখেছে তা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। আমি আমাদের প্রত্যেককে নিয়ে গর্বিত। আমরা এটি চলমান রাখব এবং আরও দৃঢ়তার সঙ্গে প্রত্যাবর্তন করব। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।’
এই পোস্টের পর আজ শনিবার (২৯ জুন) রাত ৮টা পর্যন্ত রশিদ খানের পেজে আর কোনো পোস্ট করতে দেখা যায়নি।
পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রশিদ খান এমন কিছু বলেছেন কিনা তা খুঁজে দেখা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ধারা বিবরণী থেকেও রশিদ খানের কথিত ভাইরাল মন্তব্যটির কাছাকাছি কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
ভাইরাল মন্তব্যটির উৎস খুঁজে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। দেখা গেছে, রশিদ খানের কথিত ভাইরাল মন্তব্যটি নিয়ে সম্ভাব্য প্রথম পোস্ট করা হয় এফজে নিউজ ২৪ নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটি থেকে গত বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টা ৫৯ মিনিটে রশিদ খানের কথিত মন্তব্যটি নিয়ে পোস্ট করা হয়। তবে পোস্টটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
বক্তব্যটির সূত্রের খুঁজে পেজটিতে থাকা নম্বরে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। অপর প্রান্তে এক ব্যক্তি নিজেকে পেজের অ্যাডমিন পরিচয় দেন। তাঁর কাছে বক্তব্যটির সূত্র চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আসলে এটার সোর্স বলতে পারছি না। পেজের তো আরও অনেক অ্যাডমিন। অন্য কেউ হয়তো পোস্ট করেছে। দেখে বলতে হবে।’
তাঁরা কী সচেতনভাবে গুজব ছড়াচ্ছেন— এমন প্রশ্নে ওই ব্যক্তি বলেন, ‘রিয়াশাদ আজিম, খেলাযোগ একাত্তরসহ আরও অনেক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কী পরিমাণ গুজব ছড়ায় সেটা আগে দেখে এসে আমাদের পেজ দেখবেন, আমরা কয়টা গুজব দিই।’
সুতরাং, সেমিফাইনালে হেরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে আফগান অধিনায়ক রশিদ খানের দুঃখ প্রকাশ করার ভাইরাল মন্তব্যটি বানোয়াট।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১ দিন আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে