ফ্যাক্টচেক ডেস্ক
গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের ক্যাম্পেইন চলছে বিগত কয়েক মাস ধরে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। সম্প্রতি ব্র্যান্ডটির ‘কোকাকোলা ক্লিয়ার’ নামে একটি সংস্করণের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, বিশ্বজুড়ে বয়কটের মুখে ব্র্যান্ডটি বর্ণহীন পানীয় এনে নতুন রূপে আত্মপ্রকাশ করেছেন। গত ২২ মার্চ ‘বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস’ নামের প্রায় ৭৭ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে এমন দাবিতে করা একটি পোস্ট সবচেয়ে ভাইরাল হয়েছে।‘কোকাকোলা ক্লিয়ার’-এর ভাইরাল সংস্করণের ছবিটি প্রসঙ্গে কি-ওয়ার্ড অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন এস্কয়ারে ২০১৮ সালের ৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছরের ১১ জুন কোকাকোলা জাপানে কোকাকোলা ক্লিয়ার নামে নতুন একটি পানীয় আনার ঘোষণা দেয়। পানীয়টি হবে কোকাকোলার প্রচলিত ক্যারামেল উপাদানের বাইরে লেবুর স্বাদ যুক্ত জিরো ক্যালোরিবিশিষ্ট।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, এটি কেবল জাপানেই আনার পরিকল্পনা ছিল কোম্পানিটির।পরে আরও খুঁজে জাপানি সংবাদ মাধ্যম জাপান টুডেতে একই বছরের ১০ জুন প্রকাশিত এক প্রতিবেদনে কোকাকোলা ক্লিয়ার সম্পর্কে বলা হয়, ওই সময়েই কোকাকোলা জাপানের বাজারে কোমল পানীয়ের এই সংস্করণ আনে। এটি কোকাকোলার প্রচলিত রং ও স্বাদ থেকে ভিন্ন ধরনের। জাপানের বাইরে এই সংস্করণ পাওয়া যাবে কি না তা নিয়ে কোকাকোলা কোনো সিদ্ধান্ত জানায়নি।
হংকংভিত্তিক ইংরেজি ভাষার সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টে ২০১৮ সালের ৬ জুন প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ কোকাকোলা ক্লিয়ার সংস্করণটি বিশ্বজুড়ে বয়কট আন্দোলনের মুখে নতুন করে বাজারে আনা হয়নি। পণ্যটি ২০১৮ সাল থেকেই জাপানের বাজারে বিদ্যমান।
‘কোকাকোলা ক্লিয়ার’ এই সংস্করণ কী বাংলাদেশে পাওয়া যায়?
কোকাকোলা বাংলাদেশের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বাংলাদেশে কোকাকোলার তিনটি সংস্করণ পাওয়া যায়। এগুলো হলো সাধারণ কোকাকোলা, কোকাকোলা জিরো সুগার এবং ডায়েট কোক। অর্থাৎ কোকাকোলা ক্লিয়ারের সংস্করণটি বাংলাদেশে পাওয়া যায় না।
প্রসঙ্গত, ইতিপূর্বে কোকাকোলা বয়কটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একই ভুল তথ্য ছড়িয়ে পড়তে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। যা পরে অনুসন্ধানে মিথ্যা হিসেবে চিহ্নিত হয়েছে।
এমন কিছু প্রতিবেদন পড়ুন:
গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের ক্যাম্পেইন চলছে বিগত কয়েক মাস ধরে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। সম্প্রতি ব্র্যান্ডটির ‘কোকাকোলা ক্লিয়ার’ নামে একটি সংস্করণের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, বিশ্বজুড়ে বয়কটের মুখে ব্র্যান্ডটি বর্ণহীন পানীয় এনে নতুন রূপে আত্মপ্রকাশ করেছেন। গত ২২ মার্চ ‘বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস’ নামের প্রায় ৭৭ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে এমন দাবিতে করা একটি পোস্ট সবচেয়ে ভাইরাল হয়েছে।‘কোকাকোলা ক্লিয়ার’-এর ভাইরাল সংস্করণের ছবিটি প্রসঙ্গে কি-ওয়ার্ড অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন এস্কয়ারে ২০১৮ সালের ৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছরের ১১ জুন কোকাকোলা জাপানে কোকাকোলা ক্লিয়ার নামে নতুন একটি পানীয় আনার ঘোষণা দেয়। পানীয়টি হবে কোকাকোলার প্রচলিত ক্যারামেল উপাদানের বাইরে লেবুর স্বাদ যুক্ত জিরো ক্যালোরিবিশিষ্ট।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, এটি কেবল জাপানেই আনার পরিকল্পনা ছিল কোম্পানিটির।পরে আরও খুঁজে জাপানি সংবাদ মাধ্যম জাপান টুডেতে একই বছরের ১০ জুন প্রকাশিত এক প্রতিবেদনে কোকাকোলা ক্লিয়ার সম্পর্কে বলা হয়, ওই সময়েই কোকাকোলা জাপানের বাজারে কোমল পানীয়ের এই সংস্করণ আনে। এটি কোকাকোলার প্রচলিত রং ও স্বাদ থেকে ভিন্ন ধরনের। জাপানের বাইরে এই সংস্করণ পাওয়া যাবে কি না তা নিয়ে কোকাকোলা কোনো সিদ্ধান্ত জানায়নি।
হংকংভিত্তিক ইংরেজি ভাষার সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টে ২০১৮ সালের ৬ জুন প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ কোকাকোলা ক্লিয়ার সংস্করণটি বিশ্বজুড়ে বয়কট আন্দোলনের মুখে নতুন করে বাজারে আনা হয়নি। পণ্যটি ২০১৮ সাল থেকেই জাপানের বাজারে বিদ্যমান।
‘কোকাকোলা ক্লিয়ার’ এই সংস্করণ কী বাংলাদেশে পাওয়া যায়?
কোকাকোলা বাংলাদেশের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বাংলাদেশে কোকাকোলার তিনটি সংস্করণ পাওয়া যায়। এগুলো হলো সাধারণ কোকাকোলা, কোকাকোলা জিরো সুগার এবং ডায়েট কোক। অর্থাৎ কোকাকোলা ক্লিয়ারের সংস্করণটি বাংলাদেশে পাওয়া যায় না।
প্রসঙ্গত, ইতিপূর্বে কোকাকোলা বয়কটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একই ভুল তথ্য ছড়িয়ে পড়তে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। যা পরে অনুসন্ধানে মিথ্যা হিসেবে চিহ্নিত হয়েছে।
এমন কিছু প্রতিবেদন পড়ুন:
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১২ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১৮ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
২ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে