ফ্যাক্টচেক ডেস্ক
ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ মোট ৯ জন। আজ সোমবার (২০ মে) তাঁদের মরদেহ উদ্ধার করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সোশ্যাল মিডিয়ায় উদ্ধার কার্যক্রম, দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রচার করে দাবি করা হচ্ছে ছবিগুলো এ ঘটনার। অন্তত তিনটি এমন ছবি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে।
এসব ছবি প্রচারের তালিকায় আছে দেশি–বিদেশি বেশ কিছু সংবাদমাধ্যমের নামও। দেশীয় সংবাদমাধ্যমের মধ্যে আছে দৈনিক আমাদের সময়, দৈনিক কালবেলাসহ বেশকিছু নিউজ পোর্টাল।
দেশের বাইরের সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে— ইয়াহু নিউজ, বিবিসি নিউজ ইন্দোনেশিয়া, দ্য মিরর, দ্য সান।
ইব্রাহিম রাইসি ও তাঁর সহযাত্রীরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেও সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোর একটিতে ধ্বংসপ্রাপ্ত একটি উড়োজাহাজের পেছনের অংশ দেখা যাচ্ছে। অংশটিতে ১১৩৬ লেখা একটি কোড এবং ইরানের পতাকা দেখা যায়। অথচ প্রেসিডেন্ট রাইসিকে বহন করছিল একটি হেলিকপ্টার।
ছবিগুলোর সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে তিনটি ছবিই পাওয়া যায় ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে ছবিগুলো ২০২০ সালের ২২ এপ্রিল টুইট করা হয়েছিল।
টুইটে ছবিগুলো সম্পর্কে বলা হয়েছে, ইরানের মাজানদারানের বিশেহ কুলা থেকে তেহরান যাওয়ার পথে একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় পাইলট ও কো–পাইলট দুজনই মারা যান।
অর্থাৎ ২০২০ সালের বিমান দুর্ঘটনার পুরোনো ছবিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।
ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ মোট ৯ জন। আজ সোমবার (২০ মে) তাঁদের মরদেহ উদ্ধার করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সোশ্যাল মিডিয়ায় উদ্ধার কার্যক্রম, দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রচার করে দাবি করা হচ্ছে ছবিগুলো এ ঘটনার। অন্তত তিনটি এমন ছবি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে।
এসব ছবি প্রচারের তালিকায় আছে দেশি–বিদেশি বেশ কিছু সংবাদমাধ্যমের নামও। দেশীয় সংবাদমাধ্যমের মধ্যে আছে দৈনিক আমাদের সময়, দৈনিক কালবেলাসহ বেশকিছু নিউজ পোর্টাল।
দেশের বাইরের সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে— ইয়াহু নিউজ, বিবিসি নিউজ ইন্দোনেশিয়া, দ্য মিরর, দ্য সান।
ইব্রাহিম রাইসি ও তাঁর সহযাত্রীরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেও সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোর একটিতে ধ্বংসপ্রাপ্ত একটি উড়োজাহাজের পেছনের অংশ দেখা যাচ্ছে। অংশটিতে ১১৩৬ লেখা একটি কোড এবং ইরানের পতাকা দেখা যায়। অথচ প্রেসিডেন্ট রাইসিকে বহন করছিল একটি হেলিকপ্টার।
ছবিগুলোর সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে তিনটি ছবিই পাওয়া যায় ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে ছবিগুলো ২০২০ সালের ২২ এপ্রিল টুইট করা হয়েছিল।
টুইটে ছবিগুলো সম্পর্কে বলা হয়েছে, ইরানের মাজানদারানের বিশেহ কুলা থেকে তেহরান যাওয়ার পথে একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় পাইলট ও কো–পাইলট দুজনই মারা যান।
অর্থাৎ ২০২০ সালের বিমান দুর্ঘটনার পুরোনো ছবিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
১৩ আগস্ট ২০২৫গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫