ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসানের ৩৯ সেকেন্ডের একটি স্পনসরড ভিডিও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে। বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানকে বলতে শোনা যাচ্ছে, ‘বন্ধুরা, আমি ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনের অফিশিয়াল মুখ হয়ে উঠেছি। ইতিমধ্যে হাজার হাজার বাঙালি এই অ্যাপ্লিকেশন থেকে ১ লাখ টাকার ওপরে আয় করছেন। এত কষ্ট করে টাকা উপার্জন করা বন্ধ করুন। এই ক্রেজি টাইম আপনার সমস্যাগুলো সমাধান করবে এবং আপনি দ্রুত ধনী হতে পারবেন।’ ভিডিওটিতে সাকিবকে আরও বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনটি অন্যান্য ক্রিকেট খেলোয়াড়েরা সমর্থন দিয়েছে, এই খেলা সম্পূর্ণরূপে নিরাপদ এবং আপনি অনেক আয় করতে পারবেন।’
ভিডিওটির পরের অংশে আরেকটি ফুটেজে সাকিব আল হাসানকে বলতে শোনা যায়, ‘আপনি যদি আজ থেকে বিনিয়োগ করা শুরু করেন, তাহলে আমার পক্ষ থেকে সুপার বোনাস পাবেন। আপনি একটি ছোট পরিমাণ দিয়ে শুরু করতে পারেন, সবাই আয় করবেন। আমি এই অ্যাপ্লিকেশনটি সুপারিশ করছি।’
গত ২৪ মে ‘Ace Spin’ নামের একটি ফেসবুক পেজে স্পনসরড এই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (১৪ জুন) বিকেল তিনটা পর্যন্ত ১৯ লাখ বার দেখা হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৮ হাজারের বেশি।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। অনুসন্ধানে দেখা যায়, ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানের দুটি ভিন্ন সময়ের ভিন্ন ফুটেজ ব্যবহার করা হয়েছে।
ফুটেজ যাচাই–১
রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৩ সালের ৮ জুন দেওয়া একটি পোস্টে ভাইরাল বিজ্ঞাপনটিতে ব্যবহৃত প্রথম ফুটেজটি পাওয়া যায়। এই ফুটেজের সঙ্গে সাকিবের হাতে থাকা ঘড়ি, আঙুলের ব্যান্ডেজ, পরিহিত টি-শার্ট ও ভিডিও ধারণের স্থানের মিল রয়েছে। এটি ছিল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে কর্মী নিয়োগ প্রসঙ্গে একটি পোস্ট। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘‘নগদ’ কর্মী নিয়োগের ক্ষেত্রে এখন থেকে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেবে।’
৩ মিনিট ১৭ সেকেন্ডের মূল ভিডিওতে সাকিব আল হাসান নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর আহমেদের সঙ্গে নগদের কর্মী নিয়োগ নিয়ে কথা বলেন।
ফুটেজ যাচাই–২
একই পদ্ধতিতে খুঁজে সাকিব আল হাসানের ফেসবুক পেজেই ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনে থাকা দ্বিতীয় ফুটেজটিও পাওয়া যায়। এটি পোস্ট করা হয় চলতি বছরের গত ৩ মার্চ। ৩৩ সেকেন্ডের ভিডিওটি ছিল ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের ফেসবুক পেজের ৩০ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তার। সাকিব ভিডিওটিতে ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফুটেজ দুটি যাচাইয়ে এটি স্পষ্ট, এই দুটি ভিডিওয়ের ফুটেজ প্রযুক্তির সহায়তা নিয়ে সম্পাদনার মাধ্যমে সাকিব আল হাসানের কণ্ঠ নকল করে ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপন জুড়ে দেওয়া হয়েছে।
এ পর্যায়ে সাকিবের কণ্ঠ নকল করে বেটিং অ্যাপ্লিকেশন ‘ক্রেজি টাইম’ এর বিজ্ঞাপন প্রচারকারী ‘Ace Spin’ পেজটি সম্পর্কে জানার চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
পেজটির পেজ ট্রান্সপারেন্সি বিভাগ থেকে জানা যায়, এটি খোলা হয়েছে ২০২২ সালের ১২ আগস্ট। ওই সময় পেজটি খোলা হয়েছিল ‘리치홀릭라이프스타일’ নামে। কোরীয় ভাষায় দেওয়া নামটির ইংরেজি অনুবাদ দাঁড়ায়, ‘Rich Holic Lifestyle।’ পরে চলতি বছরে পেজটির নাম পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয়। পেজটির পরিচালনা করা হয় ইউক্রেন থেকে।
পেজ ট্রান্সপারেন্সির তথ্যানুযায়ী, পেজটি ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করছে। এই তথ্যের সূত্রে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি থেকে পেজটির বিজ্ঞাপন পরিচালনার তথ্য খুঁজে বের করা হয়।
মেটার অ্যাড লাইব্রেরির তথ্যানুযায়ী, পেজটিতে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটি নিয়ে ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত সাতটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি বিজ্ঞাপন বর্তমানে নিষ্ক্রিয়। এই সাতটি বিজ্ঞাপনের একটিতে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমকেও ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারণা করতে দেখা যায়। বিজ্ঞাপনটি গত ১১ জুন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, এটিও সাকিব আল হাসানের কথিত বিজ্ঞাপনটির মতোই প্রযুক্তির সহায়তায় কণ্ঠ নকল করে তৈরি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে মুশফিকুর রহিমের মূল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে মুশফিক তাঁর ব্যাটিং, কিপিং নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন।
সাকিব–মুশফিক ছাড়াও পেজটিকে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের সংবাদ পাঠের ফুটেজ, লোগোও ব্যবহার করতে দেখা গেছে। যেমন, গত ২৬ মে এনটিভির সংবাদ উপস্থাপিকা মুহসিনা শাওনের সংবাদ পাঠের একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফুটেজটিতে আবার ব্যবহার করা হয়েছে সময় টিভির লোগো। ফুটেজটিতে মুহসিনা শাওনকে বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপটি আপনাকে মিলিয়নিয়ার করে দেবে। ইতিমধ্যে হাজার হাজার বাংলাদেশি এই অ্যাপ্লিকেশন থেকে ধনী হয়ে গিয়েছেন।’
ফুটেজটি সম্পর্কে মুহসিনা শাওন গত ২৬ এপ্রিল নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেন, ‘সবাই জানে আমি ntv তে নিউজ পড়ি। নিচে সময় টিভির লোগো দিয়ে আলাদা ভয়েস জুড়ে দিয়ে জুয়ার এই সব বিজ্ঞাপন চালিয়ে আমাদের রেপুটেশন নষ্ট করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে আমার বন্ধু তালিকায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’
ফেসবুকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসানের ৩৯ সেকেন্ডের একটি স্পনসরড ভিডিও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে। বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানকে বলতে শোনা যাচ্ছে, ‘বন্ধুরা, আমি ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনের অফিশিয়াল মুখ হয়ে উঠেছি। ইতিমধ্যে হাজার হাজার বাঙালি এই অ্যাপ্লিকেশন থেকে ১ লাখ টাকার ওপরে আয় করছেন। এত কষ্ট করে টাকা উপার্জন করা বন্ধ করুন। এই ক্রেজি টাইম আপনার সমস্যাগুলো সমাধান করবে এবং আপনি দ্রুত ধনী হতে পারবেন।’ ভিডিওটিতে সাকিবকে আরও বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনটি অন্যান্য ক্রিকেট খেলোয়াড়েরা সমর্থন দিয়েছে, এই খেলা সম্পূর্ণরূপে নিরাপদ এবং আপনি অনেক আয় করতে পারবেন।’
ভিডিওটির পরের অংশে আরেকটি ফুটেজে সাকিব আল হাসানকে বলতে শোনা যায়, ‘আপনি যদি আজ থেকে বিনিয়োগ করা শুরু করেন, তাহলে আমার পক্ষ থেকে সুপার বোনাস পাবেন। আপনি একটি ছোট পরিমাণ দিয়ে শুরু করতে পারেন, সবাই আয় করবেন। আমি এই অ্যাপ্লিকেশনটি সুপারিশ করছি।’
গত ২৪ মে ‘Ace Spin’ নামের একটি ফেসবুক পেজে স্পনসরড এই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (১৪ জুন) বিকেল তিনটা পর্যন্ত ১৯ লাখ বার দেখা হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৮ হাজারের বেশি।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। অনুসন্ধানে দেখা যায়, ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানের দুটি ভিন্ন সময়ের ভিন্ন ফুটেজ ব্যবহার করা হয়েছে।
ফুটেজ যাচাই–১
রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৩ সালের ৮ জুন দেওয়া একটি পোস্টে ভাইরাল বিজ্ঞাপনটিতে ব্যবহৃত প্রথম ফুটেজটি পাওয়া যায়। এই ফুটেজের সঙ্গে সাকিবের হাতে থাকা ঘড়ি, আঙুলের ব্যান্ডেজ, পরিহিত টি-শার্ট ও ভিডিও ধারণের স্থানের মিল রয়েছে। এটি ছিল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে কর্মী নিয়োগ প্রসঙ্গে একটি পোস্ট। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘‘নগদ’ কর্মী নিয়োগের ক্ষেত্রে এখন থেকে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেবে।’
৩ মিনিট ১৭ সেকেন্ডের মূল ভিডিওতে সাকিব আল হাসান নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর আহমেদের সঙ্গে নগদের কর্মী নিয়োগ নিয়ে কথা বলেন।
ফুটেজ যাচাই–২
একই পদ্ধতিতে খুঁজে সাকিব আল হাসানের ফেসবুক পেজেই ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনে থাকা দ্বিতীয় ফুটেজটিও পাওয়া যায়। এটি পোস্ট করা হয় চলতি বছরের গত ৩ মার্চ। ৩৩ সেকেন্ডের ভিডিওটি ছিল ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের ফেসবুক পেজের ৩০ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তার। সাকিব ভিডিওটিতে ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফুটেজ দুটি যাচাইয়ে এটি স্পষ্ট, এই দুটি ভিডিওয়ের ফুটেজ প্রযুক্তির সহায়তা নিয়ে সম্পাদনার মাধ্যমে সাকিব আল হাসানের কণ্ঠ নকল করে ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপন জুড়ে দেওয়া হয়েছে।
এ পর্যায়ে সাকিবের কণ্ঠ নকল করে বেটিং অ্যাপ্লিকেশন ‘ক্রেজি টাইম’ এর বিজ্ঞাপন প্রচারকারী ‘Ace Spin’ পেজটি সম্পর্কে জানার চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
পেজটির পেজ ট্রান্সপারেন্সি বিভাগ থেকে জানা যায়, এটি খোলা হয়েছে ২০২২ সালের ১২ আগস্ট। ওই সময় পেজটি খোলা হয়েছিল ‘리치홀릭라이프스타일’ নামে। কোরীয় ভাষায় দেওয়া নামটির ইংরেজি অনুবাদ দাঁড়ায়, ‘Rich Holic Lifestyle।’ পরে চলতি বছরে পেজটির নাম পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয়। পেজটির পরিচালনা করা হয় ইউক্রেন থেকে।
পেজ ট্রান্সপারেন্সির তথ্যানুযায়ী, পেজটি ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করছে। এই তথ্যের সূত্রে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি থেকে পেজটির বিজ্ঞাপন পরিচালনার তথ্য খুঁজে বের করা হয়।
মেটার অ্যাড লাইব্রেরির তথ্যানুযায়ী, পেজটিতে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটি নিয়ে ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত সাতটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি বিজ্ঞাপন বর্তমানে নিষ্ক্রিয়। এই সাতটি বিজ্ঞাপনের একটিতে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমকেও ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারণা করতে দেখা যায়। বিজ্ঞাপনটি গত ১১ জুন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, এটিও সাকিব আল হাসানের কথিত বিজ্ঞাপনটির মতোই প্রযুক্তির সহায়তায় কণ্ঠ নকল করে তৈরি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে মুশফিকুর রহিমের মূল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে মুশফিক তাঁর ব্যাটিং, কিপিং নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন।
সাকিব–মুশফিক ছাড়াও পেজটিকে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের সংবাদ পাঠের ফুটেজ, লোগোও ব্যবহার করতে দেখা গেছে। যেমন, গত ২৬ মে এনটিভির সংবাদ উপস্থাপিকা মুহসিনা শাওনের সংবাদ পাঠের একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফুটেজটিতে আবার ব্যবহার করা হয়েছে সময় টিভির লোগো। ফুটেজটিতে মুহসিনা শাওনকে বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপটি আপনাকে মিলিয়নিয়ার করে দেবে। ইতিমধ্যে হাজার হাজার বাংলাদেশি এই অ্যাপ্লিকেশন থেকে ধনী হয়ে গিয়েছেন।’
ফুটেজটি সম্পর্কে মুহসিনা শাওন গত ২৬ এপ্রিল নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেন, ‘সবাই জানে আমি ntv তে নিউজ পড়ি। নিচে সময় টিভির লোগো দিয়ে আলাদা ভয়েস জুড়ে দিয়ে জুয়ার এই সব বিজ্ঞাপন চালিয়ে আমাদের রেপুটেশন নষ্ট করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে আমার বন্ধু তালিকায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২১ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে