Ajker Patrika

ফেসবুকে জুয়ার অ্যাপের বিজ্ঞাপনে সাকিব–মুশফিক! প্রতারণার ফাঁদ 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৪ জুন ২০২৪, ১৮: ৩৭
ফেসবুকে জুয়ার অ্যাপের বিজ্ঞাপনে সাকিব–মুশফিক! প্রতারণার ফাঁদ 

ফেসবুকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসানের ৩৯ সেকেন্ডের একটি স্পনসরড ভিডিও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে। বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানকে বলতে শোনা যাচ্ছে, ‘বন্ধুরা, আমি ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনের অফিশিয়াল মুখ হয়ে উঠেছি। ইতিমধ্যে হাজার হাজার বাঙালি এই অ্যাপ্লিকেশন থেকে ১ লাখ টাকার ওপরে আয় করছেন। এত কষ্ট করে টাকা উপার্জন করা বন্ধ করুন। এই ক্রেজি টাইম আপনার সমস্যাগুলো সমাধান করবে এবং আপনি দ্রুত ধনী হতে পারবেন।’ ভিডিওটিতে সাকিবকে আরও বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনটি অন্যান্য ক্রিকেট খেলোয়াড়েরা সমর্থন দিয়েছে, এই খেলা সম্পূর্ণরূপে নিরাপদ এবং আপনি অনেক আয় করতে পারবেন।’ 

ভিডিওটির পরের অংশে আরেকটি ফুটেজে সাকিব আল হাসানকে বলতে শোনা যায়, ‘আপনি যদি আজ থেকে বিনিয়োগ করা শুরু করেন, তাহলে আমার পক্ষ থেকে সুপার বোনাস পাবেন। আপনি একটি ছোট পরিমাণ দিয়ে শুরু করতে পারেন, সবাই আয় করবেন। আমি এই অ্যাপ্লিকেশনটি সুপারিশ করছি।’ 

গত ২৪ মে ‘Ace Spin’ নামের একটি ফেসবুক পেজে স্পনসরড এই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (১৪ জুন) বিকেল তিনটা পর্যন্ত ১৯ লাখ বার দেখা হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৮ হাজারের বেশি। 

ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। অনুসন্ধানে দেখা যায়, ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানের দুটি ভিন্ন সময়ের ভিন্ন ফুটেজ ব্যবহার করা হয়েছে। 
 
ফুটেজ যাচাই–১ 

রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৩ সালের ৮ জুন দেওয়া একটি পোস্টে ভাইরাল বিজ্ঞাপনটিতে ব্যবহৃত প্রথম ফুটেজটি পাওয়া যায়। এই ফুটেজের সঙ্গে সাকিবের হাতে থাকা ঘড়ি, আঙুলের ব্যান্ডেজ, পরিহিত টি-শার্ট ও ভিডিও ধারণের স্থানের মিল রয়েছে। এটি ছিল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে কর্মী নিয়োগ প্রসঙ্গে একটি পোস্ট। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘‘নগদ’ কর্মী নিয়োগের ক্ষেত্রে এখন থেকে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেবে।’ 

৩ মিনিট ১৭ সেকেন্ডের মূল ভিডিওতে সাকিব আল হাসান নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর আহমেদের সঙ্গে নগদের কর্মী নিয়োগ নিয়ে কথা বলেন। 

সাকিব আল হাসানের নগদের বিজ্ঞাপন সম্পাদনা করে বেটিং অ্যাপের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগফুটেজ যাচাই–২ 

একই পদ্ধতিতে খুঁজে সাকিব আল হাসানের ফেসবুক পেজেই ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনে থাকা দ্বিতীয় ফুটেজটিও পাওয়া যায়। এটি পোস্ট করা হয় চলতি বছরের গত ৩ মার্চ। ৩৩ সেকেন্ডের ভিডিওটি ছিল ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের ফেসবুক পেজের ৩০ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তার। সাকিব ভিডিওটিতে ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

ফুটেজ দুটি যাচাইয়ে এটি স্পষ্ট, এই দুটি ভিডিওয়ের ফুটেজ প্রযুক্তির সহায়তা নিয়ে সম্পাদনার মাধ্যমে সাকিব আল হাসানের কণ্ঠ নকল করে ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপন জুড়ে দেওয়া হয়েছে। 

সাকিব আল হাসানের ইয়ামাহা মোটরসাইকেলের বিজ্ঞাপন সম্পাদনা করে বেটিং অ্যাপের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগএ পর্যায়ে সাকিবের কণ্ঠ নকল করে বেটিং অ্যাপ্লিকেশন ‘ক্রেজি টাইম’ এর বিজ্ঞাপন প্রচারকারী ‘Ace Spin’ পেজটি সম্পর্কে জানার চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

পেজটির পেজ ট্রান্সপারেন্সি বিভাগ থেকে জানা যায়, এটি খোলা হয়েছে ২০২২ সালের ১২ আগস্ট। ওই সময় পেজটি খোলা হয়েছিল ‘리치홀릭라이프스타일’ নামে। কোরীয় ভাষায় দেওয়া নামটির ইংরেজি অনুবাদ দাঁড়ায়,  ‘Rich Holic Lifestyle।’ পরে চলতি বছরে পেজটির নাম পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয়। পেজটির পরিচালনা করা হয় ইউক্রেন থেকে। 

পেজ ট্রান্সপারেন্সির তথ্যানুযায়ী, পেজটি ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করছে। এই তথ্যের সূত্রে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি থেকে পেজটির বিজ্ঞাপন পরিচালনার তথ্য খুঁজে বের করা হয়। 

মেটার অ্যাড লাইব্রেরির তথ্যানুযায়ী, পেজটিতে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটি নিয়ে ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত সাতটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি বিজ্ঞাপন বর্তমানে নিষ্ক্রিয়। এই সাতটি বিজ্ঞাপনের একটিতে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমকেও ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারণা করতে দেখা যায়। বিজ্ঞাপনটি গত ১১ জুন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে। 

প্রযুক্তির সহায়তায় মুশফিকসহ সংবাদমাধ্যমের ফুটেজ, লোগো ব্যবহার করেও বেটিং অ্যাপের বিজ্ঞাপন চালানো হচ্ছে ফেসবুকে। ছবি: মেটা অ্যাডস লাইব্রেরিতবে অনুসন্ধানে দেখা যায়, এটিও সাকিব আল হাসানের কথিত বিজ্ঞাপনটির মতোই প্রযুক্তির সহায়তায় কণ্ঠ নকল করে তৈরি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে মুশফিকুর রহিমের মূল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে মুশফিক তাঁর ব্যাটিং, কিপিং নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন। 

সাকিব–মুশফিক ছাড়াও পেজটিকে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের সংবাদ পাঠের ফুটেজ, লোগোও ব্যবহার করতে দেখা গেছে। যেমন, গত ২৬ মে এনটিভির সংবাদ উপস্থাপিকা মুহসিনা শাওনের সংবাদ পাঠের একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফুটেজটিতে আবার ব্যবহার করা হয়েছে সময় টিভির লোগো। ফুটেজটিতে মুহসিনা শাওনকে বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপটি আপনাকে মিলিয়নিয়ার করে দেবে। ইতিমধ্যে হাজার হাজার বাংলাদেশি এই অ্যাপ্লিকেশন থেকে ধনী হয়ে গিয়েছেন।’ 

ফুটেজটি সম্পর্কে মুহসিনা শাওন গত ২৬ এপ্রিল নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেন, ‘সবাই জানে আমি ntv তে নিউজ পড়ি। নিচে সময় টিভির লোগো দিয়ে আলাদা ভয়েস জুড়ে দিয়ে জুয়ার এই সব বিজ্ঞাপন চালিয়ে আমাদের রেপুটেশন নষ্ট করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে আমার বন্ধু তালিকায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত