ফ্যাক্টচেক ডেস্ক
এ পি জে আবদুল কালাম, ভারতীয় পরমাণুবিজ্ঞানী ও দেশটির একাদশতম রাষ্ট্রপতি। সম্প্রতি গাছের গুঁড়িতে তাঁর একটি চিত্রকর্মের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বিশ্বকবি ও জাতীয় কবি সাহিত্য সমগ্র’ নামের প্রায় ৩ লাখ সদস্যের ফেসবুক গ্রুপে ৩ মে চিত্রকর্মের ছবিটি পোস্ট করা হয়। ‘Misty Prithu’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, জনৈক শিল্পী ২ মাস সময় নিয়ে গাছের গুঁড়ি (কাঠ) কেটে এ পি জে আবদুল কালামের আবক্ষ এ চিত্রকর্ম তৈরি করেছেন। এই অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার হয়েছে ২ হাজারের বেশি এবং রিয়েকশন পড়েছে ৪৭ হাজারের বেশি।
পোস্টটির কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীদের এ চিত্রকর্ম তৈরি করা শিল্পীর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, এ পি জে আবদুল কালামের ভাইরাল এ চিত্রকর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ছবিটির সত্যতা যাচাইয়ে ভালোভাবে লক্ষ করলে এতে বেশ কিছু অসামঞ্জস্য চোখে পড়ে। ছবিতে থাকা শিল্পীর বা হাতটি অস্বাভাবিকভাবে বেঁকে গিয়েছে এবং ওই হাতে কোনো তালু ও আঙুল নেই। শিল্পীর ডান হাতের আঙুলগুলোও অস্বাভাবিক।
কথিত শিল্পীর পায়ের আঙুলেও রয়েছে অসামঞ্জস্য। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে জুতার ফিতা মিলে গেছে। আবার এ পি জে আবদুল কালামের চিত্রকর্মটির পাশেই আরেকটি অস্বাভাবিক চিত্রকর্ম দেখা যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে সাধারণত এ ধরনের অসামঞ্জস্যগুলো দেখা যায়। এসব অসামঞ্জস্যের কারণে ছবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে এআই নির্মিত ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে এটি যাচাই করে দেখা হয়।
এআই নির্মিত ছবি শনাক্তকারী ওয়েবসাইট হাইভের বিশ্লেষণে দেখা যায়, এ পি জে আবদুল কালামের ভাইরাল ছবিটি শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি। এআই নির্মিত ছবি শনাক্তকারী আরেকটি ওয়েবসাইট ইজ ইট এআইয়ের বিশ্লেষণে ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা সর্বোচ্চ। একই ফল দিয়েছে এআই নির্মিত ছবি শনাক্তকারী ওয়েবসাইট এআই অর নট।
এ ছাড়া ‘বিশ্বকবি ও জাতীয় কবি সাহিত্য সমগ্র’ গ্রুপটিতে ‘Misty Prithu’র আরও একাধিক পোস্ট পাওয়া যায়। এসব পোস্টে ব্যবহৃত ছবিগুলোও এআই দিয়ে তৈরি।
এসব বিশ্লেষণে এটি স্পষ্ট, এ পি জে আবদুল কালামের ভাইরাল ছবিটি বাস্তব কোনো শিল্পীর করা চিত্রকর্ম নয়; বরং এটি এআই প্রযুক্তি দিয়ে নির্মিত ছবি।
এ পি জে আবদুল কালাম, ভারতীয় পরমাণুবিজ্ঞানী ও দেশটির একাদশতম রাষ্ট্রপতি। সম্প্রতি গাছের গুঁড়িতে তাঁর একটি চিত্রকর্মের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বিশ্বকবি ও জাতীয় কবি সাহিত্য সমগ্র’ নামের প্রায় ৩ লাখ সদস্যের ফেসবুক গ্রুপে ৩ মে চিত্রকর্মের ছবিটি পোস্ট করা হয়। ‘Misty Prithu’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, জনৈক শিল্পী ২ মাস সময় নিয়ে গাছের গুঁড়ি (কাঠ) কেটে এ পি জে আবদুল কালামের আবক্ষ এ চিত্রকর্ম তৈরি করেছেন। এই অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার হয়েছে ২ হাজারের বেশি এবং রিয়েকশন পড়েছে ৪৭ হাজারের বেশি।
পোস্টটির কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীদের এ চিত্রকর্ম তৈরি করা শিল্পীর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, এ পি জে আবদুল কালামের ভাইরাল এ চিত্রকর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ছবিটির সত্যতা যাচাইয়ে ভালোভাবে লক্ষ করলে এতে বেশ কিছু অসামঞ্জস্য চোখে পড়ে। ছবিতে থাকা শিল্পীর বা হাতটি অস্বাভাবিকভাবে বেঁকে গিয়েছে এবং ওই হাতে কোনো তালু ও আঙুল নেই। শিল্পীর ডান হাতের আঙুলগুলোও অস্বাভাবিক।
কথিত শিল্পীর পায়ের আঙুলেও রয়েছে অসামঞ্জস্য। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে জুতার ফিতা মিলে গেছে। আবার এ পি জে আবদুল কালামের চিত্রকর্মটির পাশেই আরেকটি অস্বাভাবিক চিত্রকর্ম দেখা যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে সাধারণত এ ধরনের অসামঞ্জস্যগুলো দেখা যায়। এসব অসামঞ্জস্যের কারণে ছবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে এআই নির্মিত ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে এটি যাচাই করে দেখা হয়।
এআই নির্মিত ছবি শনাক্তকারী ওয়েবসাইট হাইভের বিশ্লেষণে দেখা যায়, এ পি জে আবদুল কালামের ভাইরাল ছবিটি শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি। এআই নির্মিত ছবি শনাক্তকারী আরেকটি ওয়েবসাইট ইজ ইট এআইয়ের বিশ্লেষণে ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা সর্বোচ্চ। একই ফল দিয়েছে এআই নির্মিত ছবি শনাক্তকারী ওয়েবসাইট এআই অর নট।
এ ছাড়া ‘বিশ্বকবি ও জাতীয় কবি সাহিত্য সমগ্র’ গ্রুপটিতে ‘Misty Prithu’র আরও একাধিক পোস্ট পাওয়া যায়। এসব পোস্টে ব্যবহৃত ছবিগুলোও এআই দিয়ে তৈরি।
এসব বিশ্লেষণে এটি স্পষ্ট, এ পি জে আবদুল কালামের ভাইরাল ছবিটি বাস্তব কোনো শিল্পীর করা চিত্রকর্ম নয়; বরং এটি এআই প্রযুক্তি দিয়ে নির্মিত ছবি।
এক ব্যক্তি ঘরের মধ্যে এক নারীকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে—এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, একটি পাকা ঘরের মধ্যে নারীকে ঝাড়ু দিয়ে সজোরে আঘাত করছেন এক লোক। আর ওই নারী ব্যথার চোটে মেঝেতে বসে পড়েছেন।
৭ ঘণ্টা আগেচীন-ভারত সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওতে পাহাড়ি এলাকায় সেনাসদস্যদের পোশাক পরিহিত দুই পক্ষকে সংঘর্ষে জড়াতে দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষেরই...
১ দিন আগেজম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৩ দিন আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
৪ দিন আগে