Ajker Patrika

ফ্যাক্টচেক /চিনি খেলে কি শিশুরা অতিরিক্ত চঞ্চল হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২০: ৪৮
চিনি খেলে শিশুদের হাইপারঅ্যাকটিভিটি বা অস্থিরতা দেখা দেয়? ছবি: ফ্রিপিক
চিনি খেলে শিশুদের হাইপারঅ্যাকটিভিটি বা অস্থিরতা দেখা দেয়? ছবি: ফ্রিপিক

চিনি খেলে শিশুদের হাইপারঅ্যাকটিভিটি বা অস্থিরতা দেখা দেয়—এমন ধারণা অনেকের। কিন্তু আসলেই কি চিনি খেলে শিশুদের মধ্যে অস্থির ভাব দেখা দেয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে ২০২৪ সালের ২১ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, বাবা-মায়েরা শিশুদের অতিরিক্ত চঞ্চলতার মতো আচরণের জন্য চিনি বা চিনিজাতীয় খাবার খাওয়াকে দায়ী করে আসছেন। তবে চিকিৎসকেরা বলছেন, এর কোনো সত্যতা নেই।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের হেলথ সায়েন্সেস সেন্টারের ডেভেলপমেন্টাল অ্যান্ড বিহেভিওরাল পেডিয়াট্রিকসের চিকিৎসক অধ্যাপক মার্ক ওলরাইচ বলেন, ‘চিনি খেলে শিশুদের মধ্যে অস্থিরতা দেখা দেয়, এই বিষয়টি শুধুই একটি ধারণা।’

মার্ক ওলরাইচ নব্বইয়ের দশকে এ বিষয়ে একটি গবেষণা করেছেন। চিনি খেলে শিশুদের মধ্যে অস্বাভাবিক চঞ্চলতা দেখা দেয়, এই ধারণাকে মিথ্যা প্রমাণ করেন মার্ক ওলরাইচ। ডাবল–ব্লাইন্ড র‍্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল পদ্ধতিতে গবেষণায় তিনি দেখেন, চিনি বা কৃত্রিম মিষ্টি—কোনোটিই শিশুদের আচরণ বা বৃদ্ধিবৃত্তিক কার্যকারিতাকে প্রভাবিত করে না।

শিশুদের আচরণে চিনির প্রভাবসম্পর্কিত পূর্ববর্তী গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জেএএমএ নেটওয়ার্ক ওপেন জার্নালে প্রকাশিত ১৯৯৫ সালের একটি গবেষণাপত্রের ফলাফল থেকে জানা যায়, চিনি শিশুদের আচরণ বা বুদ্ধিবৃত্তিক কর্মক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলে না।

ন্যাশনালজিওগ্রাফিতে প্রকাশিত একটি প্রতিবেদনে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস কমিটি অন নিউট্রিশনের চেয়ারম্যান মার্ক কর্কিন্সের এ বিষয়ে একটি মন্তব্য পাওয়া যায়। তিনি বলেন, ‘চিনি খেলে শিশুদের মধ্যে অতিমাত্রায় চঞ্চলতা তৈরি হওয়ার কোনো সম্পর্ক নেই।’

যুক্তরাষ্ট্রের লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের শিশু হাসপাতালের চিকিৎসক সাবিহা কাঞ্চওয়ালার এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়। তিনি বলেন, ‘চিনি খেলে শিশুদের মধ্যে অতিরিক্ত চঞ্চলতা দেখা দেওয়ার ধারণাটি একটি প্রচলিত বিশ্বাসমাত্র।’

সাবিহা কাঞ্চওয়ালা আরও বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের হাইপারঅ্যাকটিভিটি বা অতিরিক্ত চঞ্চলতা পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে হয়। প্রাপ্তবয়স্করা পর্যাপ্ত না ঘুমালে যেমন তাঁরা সারা দিন ক্লান্তি বোধ করেন এবং তন্দ্রাচ্ছন্ন থাকেন, তেমনি শিশুদের ক্ষেত্রে হাইপারঅ্যাকটিভিটি বা অস্থিরতা দেখা দিতে পারে।’

শিশুদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার জন্য ঘুমের স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত