ফ্যাক্টচেক ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কিত একটি লেখা ফেসবুকে বেশ কিছু গ্রুপ ও পেজে পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা হচ্ছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টেই অনুষ্ঠিত হবে, কোনোমতেই আর পেছাবে না পরীক্ষা-ঢাবি ডিনস কমিটি’।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১, উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার, এইচএসসি+এডমিশন টেস্ট হেল্পলাইন, অ্যাডমিশন ক্যান্ডিডেট ২০২০-২১, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১-এ রকম অন্তত ২০টি গ্রুপে পোস্টটি খুঁজে পাওয়া গেছে।
ফ্যাক্টচেক
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হয়েছিল। গত ২৯ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় ৩১ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে চলমান লকডাউন ও করোনা পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা নিয়ে গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছেন উপাচার্য। গত ৪ জুলাই প্রকাশিত অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত একটি 'ফ্যাক্টচেক' প্রতিবেদনে উপাচার্য বলেন, ‘তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। পরীক্ষা যথাসময়ে হবে নাকি পেছানো হবে সেটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে দাবি করা হলেও সাম্প্রতিক ডিনস কমিটি বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পদাধিকারবলে তিনি ডিনস কমিটির সভায় সভাপতিত্ব করে থাকেন।
যোগাযোগ করলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘সম্প্রতি আমাদের একটি মিটিং হয়েছে তবে সেটি অন্য বিষয়ে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলাপ হয়নি। করোনার কারণে সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই মুহূর্তে ভর্তি পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কোনো উপায় নেই। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
ঢাবির ভর্তি পরীক্ষার তারিখগুলো আর কোনোমতেই পেছানো হবে না তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে ভর্তি পরীক্ষার সময়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কিত একটি লেখা ফেসবুকে বেশ কিছু গ্রুপ ও পেজে পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা হচ্ছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টেই অনুষ্ঠিত হবে, কোনোমতেই আর পেছাবে না পরীক্ষা-ঢাবি ডিনস কমিটি’।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১, উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার, এইচএসসি+এডমিশন টেস্ট হেল্পলাইন, অ্যাডমিশন ক্যান্ডিডেট ২০২০-২১, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১-এ রকম অন্তত ২০টি গ্রুপে পোস্টটি খুঁজে পাওয়া গেছে।
ফ্যাক্টচেক
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হয়েছিল। গত ২৯ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় ৩১ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে চলমান লকডাউন ও করোনা পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা নিয়ে গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছেন উপাচার্য। গত ৪ জুলাই প্রকাশিত অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত একটি 'ফ্যাক্টচেক' প্রতিবেদনে উপাচার্য বলেন, ‘তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। পরীক্ষা যথাসময়ে হবে নাকি পেছানো হবে সেটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে দাবি করা হলেও সাম্প্রতিক ডিনস কমিটি বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পদাধিকারবলে তিনি ডিনস কমিটির সভায় সভাপতিত্ব করে থাকেন।
যোগাযোগ করলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘সম্প্রতি আমাদের একটি মিটিং হয়েছে তবে সেটি অন্য বিষয়ে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলাপ হয়নি। করোনার কারণে সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই মুহূর্তে ভর্তি পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কোনো উপায় নেই। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
ঢাবির ভর্তি পরীক্ষার তারিখগুলো আর কোনোমতেই পেছানো হবে না তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে ভর্তি পরীক্ষার সময়।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১৫ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে