ফ্যাক্টচেক ডেস্ক
এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনার মুখেও পড়েন। এসব পোস্টে নারীদের পর্দা ও চাকরি করা নিয়ে মন্তব্য করেন সাকিব। যদিও এ বিষয়ে সে সময় কোনো কথা বলেননি তিনি।
আজ মঙ্গলবার বিকেল থেকে তানজিম আবার নারীর পর্দা ইস্যুতে আলোচনায় এসেছেন। দাবি করা হচ্ছে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় দৈনিকের লোগো ও ডিজাইন বিশিষ্ট ফটোকার্ড প্রচার করে এমন দাবি করা হচ্ছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন তাঁর ভেরিফায়েড পেজে এমন একটি ফটোকার্ড আজ বিকেল সাড়ে ৫টায় পোস্ট করে লেখেন, ‘সাবাস বেটা বাঘের বাচ্চা, রয়েল বেঙ্গল টাইগার।’ ফটোকার্ডটিতে তারিখ দেওয়া ১৭ সেপ্টেম্বর। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় কোনো সংবাদমাধ্যমে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তানজিম হাসান সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজেও সাম্প্রতিক সময়ে পর্দা নিয়ে কোনো পোস্ট নেই।
পরে দৈনিক কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর ২টা ৫০ মিনিটে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটির শিরোনাম, ‘বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি।’
এই ফটোকার্ডে রিজওয়ানা হাসানের যে ছবি ব্যবহার করা হয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করা প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্য সংবলিত ফটোকার্ডটিতেও একই ছবি ব্যবহার করা হয়েছে। তবে এই ফটোকার্ডটিতে আলাদাভাবে তানজিম সাকিবের ছবি যুক্ত করা হয়েছে। স্বভাবতই তানজিম সাকিব বর্তমান সরকারের একজন উপদেষ্টাকে এমন কোনো উপদেশ দিয়ে থাকলে তা সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেত। আর কেবল কালবেলাই নয়, অন্যান্য সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রচার করত।
সুতরাং এটি স্পষ্ট, আজ দুপুরে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা কালবেলার ফটোকার্ডটি সম্পাদনা করে তাতে তানজিম সাকিবের কথিত মন্তব্য ও ছবি জুড়ে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে যুমনাটিভি ও প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডের ক্ষেত্রেও।
এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনার মুখেও পড়েন। এসব পোস্টে নারীদের পর্দা ও চাকরি করা নিয়ে মন্তব্য করেন সাকিব। যদিও এ বিষয়ে সে সময় কোনো কথা বলেননি তিনি।
আজ মঙ্গলবার বিকেল থেকে তানজিম আবার নারীর পর্দা ইস্যুতে আলোচনায় এসেছেন। দাবি করা হচ্ছে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় দৈনিকের লোগো ও ডিজাইন বিশিষ্ট ফটোকার্ড প্রচার করে এমন দাবি করা হচ্ছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন তাঁর ভেরিফায়েড পেজে এমন একটি ফটোকার্ড আজ বিকেল সাড়ে ৫টায় পোস্ট করে লেখেন, ‘সাবাস বেটা বাঘের বাচ্চা, রয়েল বেঙ্গল টাইগার।’ ফটোকার্ডটিতে তারিখ দেওয়া ১৭ সেপ্টেম্বর। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় কোনো সংবাদমাধ্যমে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তানজিম হাসান সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজেও সাম্প্রতিক সময়ে পর্দা নিয়ে কোনো পোস্ট নেই।
পরে দৈনিক কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর ২টা ৫০ মিনিটে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটির শিরোনাম, ‘বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি।’
এই ফটোকার্ডে রিজওয়ানা হাসানের যে ছবি ব্যবহার করা হয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করা প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্য সংবলিত ফটোকার্ডটিতেও একই ছবি ব্যবহার করা হয়েছে। তবে এই ফটোকার্ডটিতে আলাদাভাবে তানজিম সাকিবের ছবি যুক্ত করা হয়েছে। স্বভাবতই তানজিম সাকিব বর্তমান সরকারের একজন উপদেষ্টাকে এমন কোনো উপদেশ দিয়ে থাকলে তা সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেত। আর কেবল কালবেলাই নয়, অন্যান্য সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রচার করত।
সুতরাং এটি স্পষ্ট, আজ দুপুরে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা কালবেলার ফটোকার্ডটি সম্পাদনা করে তাতে তানজিম সাকিবের কথিত মন্তব্য ও ছবি জুড়ে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে যুমনাটিভি ও প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডের ক্ষেত্রেও।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১২ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১৮ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
২ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে