Ajker Patrika

উপদেষ্টা রিজওয়ানাকে পর্দা করার পরামর্শ দিয়েছেন ক্রিকেটার তানজিম সাকিব— ফটোকার্ডটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৬
উপদেষ্টা রিজওয়ানাকে পর্দা করার পরামর্শ দিয়েছেন ক্রিকেটার তানজিম সাকিব— ফটোকার্ডটি ভুয়া

এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনার মুখেও পড়েন। এসব পোস্টে নারীদের পর্দা ও চাকরি করা নিয়ে মন্তব্য করেন সাকিব। যদিও এ বিষয়ে সে সময় কোনো কথা বলেননি তিনি। 

আজ মঙ্গলবার বিকেল থেকে তানজিম আবার নারীর পর্দা ইস্যুতে আলোচনায় এসেছেন। দাবি করা হচ্ছে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় দৈনিকের লোগো ও ডিজাইন বিশিষ্ট ফটোকার্ড প্রচার করে এমন দাবি করা হচ্ছে। 

আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন তাঁর ভেরিফায়েড পেজে এমন একটি ফটোকার্ড আজ বিকেল সাড়ে ৫টায় পোস্ট করে লেখেন, ‘সাবাস বেটা বাঘের বাচ্চা, রয়েল বেঙ্গল টাইগার।’ ফটোকার্ডটিতে তারিখ দেওয়া ১৭ সেপ্টেম্বর। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় কোনো সংবাদমাধ্যমে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তানজিম হাসান সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজেও সাম্প্রতিক সময়ে পর্দা নিয়ে কোনো পোস্ট নেই। 

পরে দৈনিক কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর ২টা ৫০ মিনিটে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটির শিরোনাম, ‘বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি।’ 

উপদেষ্টা রিজওয়ানাকে পর্দা করার পরামর্শ দাবিতে তানজিম সাকিবের ভুয়া মন্তব্যের ফটোকার্ডটি এডিটেড। ছবি: ফেসবুক এই ফটোকার্ডে রিজওয়ানা হাসানের যে ছবি ব্যবহার করা হয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করা প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্য সংবলিত ফটোকার্ডটিতেও একই ছবি ব্যবহার করা হয়েছে। তবে এই ফটোকার্ডটিতে আলাদাভাবে তানজিম সাকিবের ছবি যুক্ত করা হয়েছে। স্বভাবতই তানজিম সাকিব বর্তমান সরকারের একজন উপদেষ্টাকে এমন কোনো উপদেশ দিয়ে থাকলে তা সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেত। আর কেবল কালবেলাই নয়, অন্যান্য সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রচার করত। 

সুতরাং এটি স্পষ্ট, আজ দুপুরে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা কালবেলার ফটোকার্ডটি সম্পাদনা করে তাতে তানজিম সাকিবের কথিত মন্তব্য ও ছবি জুড়ে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে যুমনাটিভি ও প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডের ক্ষেত্রেও।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত