Ajker Patrika

পূজামণ্ডপে ছাত্রশিবিরের হট্টগোল দাবিতে ভিডিও ভাইরাল, ঘটনাটি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২৩: ০০
পূজামণ্ডপে ছাত্রশিবিরের হট্টগোল দাবিতে ভিডিও ভাইরাল, ঘটনাটি বাংলাদেশের নয়

দেশজুড়ে উদ্‌যাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সরকারি হিসাবে, সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে এ পূজা উদ্‌যাপিত হচ্ছে। এসবের মধ্যে কোথাও কোথাও মূর্তি ভাঙার খবর এসেছে। আবার চট্টগ্রাম নগরীর জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা এমন কাজ করেছেন। তবে জামায়াতের দাবি, তারা এ বিষয়ে কিছুই জানে না, গান পরিবেশন করা দলটিও তাদের কিংবা তাদের কোনো অঙ্গসংগঠনের নয়। এমন প্রেক্ষাপটে ফেসবুকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পূজামণ্ডপে মাইক বাজানোর কারণে মণ্ডপের ভেতর প্রবেশ করে হট্টগোল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। 

‘জয় বাংলা পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ শনিবার দুপুরে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘তেমন কিছু না, পূজামণ্ডপের মাইক বাজানোর জন্য মণ্ডপের ভেতর প্রবেশ করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে শিবির।’ ঘণ্টা ছয়েকের ব্যবধানে ভিডিওটি ৮৫ হাজার বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে সাড়ে ৮ শতাধিক এবং রিঅ্যাকশন পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। 

ঘটনাটি বাংলাদেশের কোথায় ঘটেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি ভিডিওটি পোস্ট করা অন্যান্য ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে। ঘটনাটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতা শুভেন্দু অধিকারীর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে টুইটটিতে বলা হয়েছে, ভিডিওর ঘটনাটি ঘটেছে কলকাতার গার্ডেন রিচে নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পূজামণ্ডপে। এই ঘটনায় গার্ডেন রিচ কর্তৃপক্ষ থানায় অভিযোগও দিয়েছে।

2ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। আজ প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পূজামণ্ডপে গতকাল শুক্রবার কিছু মুসলিম তরুণ পূজা পালনে বাধা দেয় এবং প্যান্ডেলের ভেতর হট্টগোল করে। এ ঘটনায় ক্লাবটি স্থানীয় থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, পূজামণ্ডপে ঢাকঢোলের সঙ্গে অষ্টমী ও নবমীর ধর্মীয় অনুষঙ্গ পালন করা হচ্ছিল।

3ওই সময় মুসলিম তরুণদের দলটি মণ্ডপে এসে বলে, ঢাকঢোলের আওয়াজে তাঁদের জুমার নামাজের সমস্যা হচ্ছে। এ নিয়ে তাঁদের সঙ্গে পূজা কমিটির বাগ্‌বিতণ্ডা হয়। পরে মুসলিম সম্প্রদায়ের স্থানীয় নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আবার পূজার কাজ শুরু হয়। 

প্রতিবেদনটিতে ক্লাব কর্তৃপক্ষের থানায় দেওয়া লিখিত অভিযোগটির একটি কপিও যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল বেলা ১টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। প্রতিবেদনটিতে পুলিশের বরাত দিয়ে আরও বলা হয়েছে, পুলিশ ক্লাবটির অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত