ফ্যাক্টচেক ডেস্ক
ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত আগস্টে ভারতে সংবাদের শিরোনাম হয়েছিলেন রামগিরি মহারাজ নামে মহন্ত। এ ঘটনায় তাঁর নামে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন থানায় অন্তত ৫১টি লিখিত অভিযোগ করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। তাঁর সমর্থনে এ মাসের শুরুতে মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক নিতীশ রানে বলেন, ‘মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব।’
এমন মন্তব্যের প্রতিবাদ ও তাঁদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশে ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’ কর্মসূচি পালন করে রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশ–ই–ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইএমআইএমের নেতা ও সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল। এ কর্মসূচির ভিডিও দাবিতে ফেসবুকে ২৮ সেকেন্ডের একটি ফুটেজ ভাইরাল হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ‘ছাত্রজনতার স্বাধীন বাংলাদেশ’ নামের একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়।
সোহেল বিন হাবিব নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়, ভিডিওটি ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’র। ঘণ্টা তিনেকের মধ্যেই ভিডিওটি ৩০ হাজারের মতো দেখা হয়েছে। শেয়ার হয়েছে আড়াই শতাধিক।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘দান্তে নাভারো ব্রাকামন্তে (Dante Navarro Bracamonte)’ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। অনুসন্ধানে পাওয়া এটিই ভিডিওটির সম্ভাব্য সবচেয়ে পুরোনো সংস্করণ। পেজটিতে ভিডিওটি গত ১১ সেপ্টেম্বর পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানানোর দৃশ্য। গত ৯ সেপ্টেম্বর (সোমবার) দেশটিতে তিন দিনের সফরে যান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ নেতা। এ সফরের দ্বিতীয় দিন ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) পোপ ফ্রান্সিসের চূড়ান্ত প্রার্থনায় অংশ নিতে দেশটির সমুদ্র তীরবর্তী একটি পার্কে আনুমানিক ৬ লাখ মানুষ জড়ো হন। ভিডিওটি ওই সময়ের।
অর্থাৎ ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’ কর্মসূচির প্রায় দুই সপ্তাহ আগে থেকেই ভাইরাল ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান এবং ভিডিওটির প্রেক্ষাপটও ভিন্ন।
প্রসঙ্গত, হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’ কর্মসূচি পালনের বেশ কিছু ভিডিও, ছবি পাওয়া যায় অল ইন্ডিয়া মজলিশ–এ–ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ২ হাজার গাড়ির অংশগ্রহণে আয়োজিত এই র্যালি সোমবার সন্ধ্যায় মুম্বাই শহরের অন্যতম প্রবেশদ্বার মুলুন্দ টোল প্লাজায় পৌঁছায়। র্যালিটি মুম্বাই শহরে প্রবেশ করতে চাইলে টোল প্লাজাতেই আটকে দেওয়া হয়। পরে সরকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়ে টোল প্লাজা ত্যাগ করে র্যালিটি। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, র্যালিতে মুসলিমদের পাশাপাশি ভারতের দলিত ও মারাঠা সম্প্রদায়ের অনেকে অংশ নেন।
ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত আগস্টে ভারতে সংবাদের শিরোনাম হয়েছিলেন রামগিরি মহারাজ নামে মহন্ত। এ ঘটনায় তাঁর নামে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন থানায় অন্তত ৫১টি লিখিত অভিযোগ করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। তাঁর সমর্থনে এ মাসের শুরুতে মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক নিতীশ রানে বলেন, ‘মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব।’
এমন মন্তব্যের প্রতিবাদ ও তাঁদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশে ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’ কর্মসূচি পালন করে রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশ–ই–ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইএমআইএমের নেতা ও সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল। এ কর্মসূচির ভিডিও দাবিতে ফেসবুকে ২৮ সেকেন্ডের একটি ফুটেজ ভাইরাল হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ‘ছাত্রজনতার স্বাধীন বাংলাদেশ’ নামের একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়।
সোহেল বিন হাবিব নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়, ভিডিওটি ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’র। ঘণ্টা তিনেকের মধ্যেই ভিডিওটি ৩০ হাজারের মতো দেখা হয়েছে। শেয়ার হয়েছে আড়াই শতাধিক।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘দান্তে নাভারো ব্রাকামন্তে (Dante Navarro Bracamonte)’ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। অনুসন্ধানে পাওয়া এটিই ভিডিওটির সম্ভাব্য সবচেয়ে পুরোনো সংস্করণ। পেজটিতে ভিডিওটি গত ১১ সেপ্টেম্বর পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানানোর দৃশ্য। গত ৯ সেপ্টেম্বর (সোমবার) দেশটিতে তিন দিনের সফরে যান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ নেতা। এ সফরের দ্বিতীয় দিন ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) পোপ ফ্রান্সিসের চূড়ান্ত প্রার্থনায় অংশ নিতে দেশটির সমুদ্র তীরবর্তী একটি পার্কে আনুমানিক ৬ লাখ মানুষ জড়ো হন। ভিডিওটি ওই সময়ের।
অর্থাৎ ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’ কর্মসূচির প্রায় দুই সপ্তাহ আগে থেকেই ভাইরাল ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান এবং ভিডিওটির প্রেক্ষাপটও ভিন্ন।
প্রসঙ্গত, হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’ কর্মসূচি পালনের বেশ কিছু ভিডিও, ছবি পাওয়া যায় অল ইন্ডিয়া মজলিশ–এ–ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ২ হাজার গাড়ির অংশগ্রহণে আয়োজিত এই র্যালি সোমবার সন্ধ্যায় মুম্বাই শহরের অন্যতম প্রবেশদ্বার মুলুন্দ টোল প্লাজায় পৌঁছায়। র্যালিটি মুম্বাই শহরে প্রবেশ করতে চাইলে টোল প্লাজাতেই আটকে দেওয়া হয়। পরে সরকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়ে টোল প্লাজা ত্যাগ করে র্যালিটি। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, র্যালিতে মুসলিমদের পাশাপাশি ভারতের দলিত ও মারাঠা সম্প্রদায়ের অনেকে অংশ নেন।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫