Ajker Patrika

ট্রলার নিয়ে ছুটছেন জেলেরা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০: ১৩
ট্রলার নিয়ে ছুটছেন জেলেরা

বঙ্গোপসাগর ও নদ-নদীতে ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে গত সোমবার মধ্যরাত থেকে কক্সবাজারের সমুদ্র উপকূলের মোহনা ও ঘাট থেকে আবারও জেলেরা মাছ ধরতে সাগরে রওনা দিয়েছেন।

জেলা মৎস্য অধিদপ্তর গত সোমবার রাত ১২টায় জেলে ও ট্রলার মালিকদের নিয়ে আতশবাজি ফাটিয়ে অনুষ্ঠান করে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দেয়।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ২০১১ সালের ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও নদ-নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। একই কারণে ২০১৯ সাল থেকে বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বৃদ্ধিতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা মেনে চলতে হয় জেলেদের।

গতকাল মঙ্গলবার সকালে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, বাঁকখালী মোহনায় নোঙর করে রাখা ট্রলারগুলো ঘাট থেকে মাঝিমাল্লা নিয়ে একে একে সাগরের দিকে ছুটে যাচ্ছে। মাঝিমাল্লা ও ট্রলার মালিকদের বেড়েছে কর্ম তৎপরতা। সবার চোখেমুখে আনন্দ। কেউ এক সপ্তাহ, কেউ এক পক্ষকাল আবার কেউবা তিন দিনের যাত্রায় সাগরে ছুটে চলেছেন।

এফবি আদনানের মাঝি ছৈয়দ আলম বলেন, ‘এক বছর ধরে সাগরে ঘনঘন দুর্যোগের কারণে মাছের আকাল ছিল। এখন সাগর শান্ত হয়ে আসায় ভালো মাছ জালে আটকা পরবে বলে আশা করছি। তিনি জানান, দু-তিন দিন ধরে বেশির ভাগ ট্রলার সাগরে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।’

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর জেলে মঙ্গল জলদাস সাগরে যেতে পেরে মহাখুশি। তিনি বলেন, ‘জাল চললেই তো আমাদের চুলা জ্বলে। না হয় এক বেলা খেয়ে আরেক বেলা উপোস থাকতে হয়।’

জেলা ফিশিং বোট মালিক সমিতির তথ্য মতে, জেলার কুতুবদিয়া, পেকুয়া, মহেশখালী, চকরিয়া, কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফের উপকূলে প্রায় সাত হাজার ছোট-বড় মাছ ধরার ট্রলার রয়েছে। এসব ট্রলারে প্রায় লক্ষাধিক মাঝিমাল্লা রয়েছে। এর মধ্যে বড় নৌকায় ৩০ থেকে ৪০ জন এবং ছোট নৌকায় ৫ থেকে ১৭ জন জেলে থাকে। আবার কিছু এলাকায় উপকূলের কাছাকাছি ইঞ্জিনবিহীন ককশিটের বোটে থাকে দুজন জেলে।

জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, নিষেধাজ্ঞা কাটিয়ে বেশির ভাগ ট্রলার নিয়ে জেলেরা সাগরে রওনা হয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলতে কক্সবাজার অঞ্চলের জেলে ও ট্রলার মালিকদের প্রবল আগ্রহ ছিল। সোমবার রাত ১২টায় বেশ উৎসাহ-উদ্দীপনা নিয়েই সাগরে মাছ ধরা উন্মুক্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কক্সবাজার উপকূলে যেমন বড় বড় ইলিশ ধরা পড়েছে এবারও তাই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত