Ajker Patrika

ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১: ২৯
ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

পটুয়াখালী পৌরসভার গেটের সামনের বিদ্যুতের খুঁটিটি সম্প্রতি ট্রাকের ধাক্কায় ভেঙে গেছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। খুঁটির সঙ্গে রয়েছে বিদ্যুতের লাইন। এলাকাবাসীর আশঙ্কা, শর্টসার্কিটের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ে খুঁটিটি মেরামত করা হবে।

সরেজমিন দেখা যায়, পটুয়াখালী পৌরসভার গেটের পশ্চিম পাশের বিদ্যুতের খুঁটি থেকে চার দিকে বিদ্যুতের তার সংযুক্ত রয়েছে। খুঁটিটির চারদিকে বৈদ্যুতিক তার থাকায় এমনিতেই ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি একটি ট্রাকের ধাক্কায় খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

পটুয়াখালী শহরের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বেল্লাল বলেন, ‘যেকোনো সময় খুঁটিটি ভেঙে যেতে পারে। এটির পাশেই লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে ছাত্রছাত্রীরা ঝুঁকিপূর্ণ খুঁটির নিচ দিয়েই চলাচল করছে। এ ছাড়া এটি শহরে প্রবেশের অন্যতম একটি সড়ক।’

এলাকার বাসিন্দা এনামুল রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ শহরে এ রকম একটি খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের এটি দ্রুত মেরামত করা উচিত।’

এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. আজাদ বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত রয়েছি। গত শনিবার রাতে একটি ট্রাকের ধাক্কায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুঁটিটি মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্রুত এটি মেরামত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত