Ajker Patrika

কতবেলের দাম চাওয়ায় মারধর, বিক্রেতার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ০১
কতবেলের দাম চাওয়ায় মারধর, বিক্রেতার মৃত্যু

বাগেরহাটে কতবেল বিক্রির টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় রুস্তম ব্যাপারী নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের সামনে বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজ ও হামজার মারধরে রুস্তমের মৃত্যু হয়।

নিহত রুস্তম ব্যাপারী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। সে ষাটগম্বুজ মসজিদের সামনে কতবেল বিক্রি করতেন। তাঁর স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, যতটুকু জেনেছেন বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজের মেয়ে রুস্তমের কাছ থেকে বাকিতে কতবেল ক্রয় করেছিল। সকালে ফিরোজের মেয়ের কাছে সেই টাকা চায় রুস্তম। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ ও হামজা রুস্তমকে মারধর করে। পরে গুরুতর অবস্থায় রুস্তমকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বিউটি বেগম বলেন, 'আমার স্বামী খুবই নিরীহ মানুষ। কারও সঙ্গে তাঁর কোনো ঝামেলা নেই। কিন্তু কেন যে ওঁরা আমার স্বামীকে মারল তা জানি না। আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাই।'

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসহাক মিয়া বলেন, দুজন লোক মৃত অবস্থায় রুস্তম ব্যাপারী নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। ইসিজি করে দেখা যায় তিনি আগেই মারা গেছেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যাঁরা রুস্তমের ওপর হামলা করেছে তাঁরা পলাতক রয়েছেন। তাঁদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত