Ajker Patrika

দুই সদস্য পদপ্রার্থীর জরিমানা

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ৫০
দুই সদস্য পদপ্রার্থীর জরিমানা

যশোরের ঝিকরগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই সদস্য পদপ্রার্থীকে ভ্রাম্যমাণ আদালত চার হাজার টাকা জরিমানা করেছেন।

গতকাল রোববার বিকেলে উপজেলার গদখালী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত উপজেলার গদখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম (মোরগ প্রতীক) ও রফিকুল ইসলামকে (টিউবওয়েল প্রতীক) দুই হাজার টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাখাওয়াত হোসেন বলেন, দুই সদস্য পদপ্রার্থী তাঁদের পোস্টার ইউনিয়ন পরিষদের দেয়ালসহ বিভিন্ন জায়গায় সাটানোর জন্য আদালত এই জরিমানা করেছেন।

আগামী ১১ নভেম্বর ঝিকরগাছার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন চলছে প্রার্থীদের শেষ সময়ের প্রচার।

এ দিকে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীরা বিপদে পড়েছেন নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে। একই স্থানে একাধিক দলীয় প্রার্থী থাকায় আওয়ামী লীগের ভোট ভাগ যাবে এসব প্রার্থীর বাকসে। ফলে জয় পাওয়া নিয়ে শঙ্কা তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত