Ajker Patrika

লুটে বাধা দেওয়ায় খুন হন তানিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০১: ৫১
লুটে বাধা দেওয়ায় খুন হন তানিয়া

সবুজবাগের বেগুনবাড়ি এলাকায় স্ত্রী তানিয়া আফরোজ ও দুই সন্তান নিয়ে থাকতেন মেডিকেল টেকনোলজিস্ট ময়নুল ইসলাম। কিছুদিন আগে মুগদা মেডিকেল কলেজ থেকে ফরিদপুর মেডিকেল কলেজে বদলি হন তিনি। সেই বদলির কথা জানতেন তাঁদের বাসায় এসি লাগিয়ে যাওয়া মেকানিক রিফাত আলম বাপ্পী। ময়নুলের অনুপস্থিতির সুযোগে আরও দুজনকে নিয়ে লুটের পরিকল্পনা করেন বাপ্পী। গত শনিবার সেই বাসা লুটের সময় বাধা দেওয়ায় খুন হন তানিয়া আফরোজ।

গতকাল মঙ্গলবার পল্টন মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মো. আবদুল আহাদ। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন রিফাত আলম বাপ্পী, হৃদয় এবং রুবেল। তাঁদের কাছ থেকে লুট করা এক জোড়া কানের দুল ও দুটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

আবদুল আহাদ বলেন, বাপ্পীই এক বছর আগে তাঁদের বাসায় এসি লাগিয়ে গিয়েছিলেন। এসি সার্ভিসিং করার কথা বলে গত শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মইনুলের বাসায় আসেন বাপ্পী। তানিয়া এ বিষয়ে ময়নুলের সঙ্গে কথা বললে ময়নুল প্রথমে নিষেধ করলেও পরে কাজ করতে বলেন। বাপ্পী ও হৃদয় কাজ শুরু করলে কিছুক্ষণ পর রুবেল আসেন। এ সময় রুবেলের বিষয়ে জিজ্ঞেস করলে রুবেল তাঁদের সহযোগী বলে বাপ্পী জানান। তখন ১০ মাসের ছেলে তানভীরুলকে নিয়ে রান্না করতে চলে যান তানিয়া।

উপপুলিশ কমিশনার বলেন, কিছুক্ষণ পর তানিয়া রুমে ঢুকে আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় রুবেল ও হৃদয় তাঁকে বালিশ চাপা দেন। সেই সঙ্গে বাপ্পী ব্যাগ থেকে চাপাতি বের করে তানিয়ার মাথায় একাধিকবার আঘাত করেন। বাচ্চাদের মুখে স্কচটেপ পেঁচিয়ে বেঁধে রেখে মোবাইল ও স্বর্ণালংকার লুট করে বেরিয়ে যান।

আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাপ্পীকে তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরে রাজধানীর রামপুরা থেকে হৃদয় ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। আদালত বাপ্পীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের মাধ্যমে হৃদয় ও রুবেলেরও রিমান্ড চাওয়া হবে।

গ্রেপ্তার এসি মিস্ত্রি বাপ্পীকে গতকাল ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। শুনানি শেষে মহানগর হাকিম আফনান সুমী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে তানিয়া হত্যা মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে তানিয়াদের বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। বাপ্পী এসি ঠিক করতে এসে মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত