আনোয়ার হোসেন, মনিরামপুর
যশোরের মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হোগলাডাঙা থেকে হাজিরহাট অংশের ভাঙা অংশ অবশেষে সংস্কার হচ্ছে। ইতিমধ্যে ইট ও বালি দিয়ে সড়কের ছোট-বড় ১২টি গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে। তবে এখনো পিচ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। সে কাজও দ্রুত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সড়কের হোগলাডাঙা, পাঁচবাড়িয়া, পাঁচকাটিয়া ও হাজির হাট বাজার অংশের সড়ক ধসে সৃষ্টি হওয়া ছোটবড় গর্তগুলো আর নেই। কয়েক দিন আগে ঠিকাদর খোয়া ও বালি দিয়ে সেগুলো সংস্কার করেছেন। গত ১১ মাস ধরে সড়কটি ছিল পথচারীদের জন্য মরণ ফাঁদ।
পাঁচবাড়িয়া এলাকার বৃদ্ধ রুপচাঁদ মণ্ডল বলেন, ‘১৫ দিন হবে গর্তগুলো ঠিক করে দেছে। শুনিছি পিচ ঢালাই করে দেবে, কিন্তু এখনো দেয়নি।’
রুপচাঁদ মণ্ডল বলেন, ‘সড়কটি আগে এমন ছিল না। গত বছর পিচ দেওয়ার আগে পাশের পুকুরের পাড়ের মাটি কেটে বাস্তার দুপাশ বাঁধাই করেছে। এ জন্য পিচ দেওয়ার পরপরই রাস্তা ধসে পুকুরে মিশে গেছে। এবার দেখিছি, ট্রাকে করে অন্য জায়গা থেকে মাটি এনে রাস্তার দুপাশ ঠিক করেছে।’
দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ছিল মনিরামপুর-নওয়াপাড়া ১৭ কিলোমিটার সড়ক; যার অর্ধেক মনিরামপুরের অংশে। ১ বছর আগে আড়াই কোটি টাকা ব্যয়ে সড়কটির মনিরামপুর অংশের হোগলাডাঙা থেকে হাজিরহাট ব্রিজের অপর পাশ পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার সংস্কার কাজ শেষ হয়। এরপর এক মাস না যেতেই সড়কটির হাজিরহাট বাজারের দুপাশে, পাঁচবাড়িয়া কলেজের সামনে ও পাঁচবাড়িয়া বাজারসহ কয়েক জায়গায় ভেঙে ১০-১২টি ছোটবড় গর্ত হয়। ফলে সড়কে চলাচলে চরম ভোগান্তি শুরু হয় পথচারীদের।
এ নিয়ে আজকের পত্রিকায় ‘মাস না যেতেই দেবে গেল’, ‘৯ মাস ধরে সড়ক বেহাল’, ‘সড়ক সংস্কার হয়নি ১০ মাসেও’ শিরোনামে গত বছরের ৬ সেপ্টেম্বর, ২৬ ডিসেম্বর ও চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর টনক নড়ে উপজেলা প্রকৌশলী দপ্তরের। এর আগে কাজ শেষের এক মাসের মাথায় সড়ক ধসে যাওয়ার খবর শুনে তড়িঘড়ি মাটি দিয়ে ভাঙা অংশ ভরাট করা হয়েছিল। সেই অংশগুলো পরে ভেঙে বড় হয়ে মরণ ফাঁদে পরিণত হয়।
জানা গেছে, মনিরামপুরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম মনিরামপুর-নওয়াপাড়া সড়ক। নওয়াপাড়ায় থেকে এ সড়কে অল্প খরচে পণ্য মনিরামপুর হয়ে ঝিকরগাছা-বেনাপোলে পারাপার করা যায়।
বহু বছর সড়কটি অবহেলিত ছিল। পুরোনো পিচ ও খোয়া উঠে চলাচলের একেবারে অনুপযোগী ছিল সড়কটি। সর্বশেষ আড়াই কোটি টাকা ব্যয়ে সড়কটির ৩ দশমিক ২ কিলোমিটারের সংস্কারকাজ শুরু হয়। কাজের দায়িত্ব পান শাহারুল ইসলাম নামে যশোরের এক ঠিকাদার। নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে গত মার্চে রাস্তার কাজ শেষ হয়। কাজ শেষে মাস না ঘুরতেই সড়কের এ অংশে ৫-৬ স্থানে ধসে বড় বড় গর্ত হয়ে যায়।
হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে বলেন, ‘ঠিকাদারের লোকজন ইচ্ছেমতো কাজ করেছে। নিম্নমানের খোয়া দিয়ে রাতের বেলায় কাজ করেছে। আমরা বাঁধা দিয়েছি। প্রকৌশলীর কার্যালয়ে বারবার জানিয়েছি। তাঁরা অভিযোগ শোনেনি। কাজ চলা অবস্থায় কেউ সড়কটি দেখতেও আসেননি।’
মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হোগলাডাঙা থেকে হাজিরহাট সেতু পর্যন্ত সংস্কারকাজের দেখভালের দায়িত্বে ছিলেন উপসহকারী প্রকৌশলী নিয়ামত হোসেন।
নিয়ামত হোসেন বলেন, ‘ঠিকাদার সড়টির খারাপ অংশ ঠিক করে দিচ্ছেন। দ্রুত ভাঙা অংশে পিচ দেওয়া হবে। ঠিকাদারের জামানতের মেয়াদ এখনো আছে। পিচ ঢালাই না দেওয়া পর্যন্ত আমরা তাঁর জামানত ফেরত দেব না।’
যশোরের মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হোগলাডাঙা থেকে হাজিরহাট অংশের ভাঙা অংশ অবশেষে সংস্কার হচ্ছে। ইতিমধ্যে ইট ও বালি দিয়ে সড়কের ছোট-বড় ১২টি গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে। তবে এখনো পিচ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। সে কাজও দ্রুত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সড়কের হোগলাডাঙা, পাঁচবাড়িয়া, পাঁচকাটিয়া ও হাজির হাট বাজার অংশের সড়ক ধসে সৃষ্টি হওয়া ছোটবড় গর্তগুলো আর নেই। কয়েক দিন আগে ঠিকাদর খোয়া ও বালি দিয়ে সেগুলো সংস্কার করেছেন। গত ১১ মাস ধরে সড়কটি ছিল পথচারীদের জন্য মরণ ফাঁদ।
পাঁচবাড়িয়া এলাকার বৃদ্ধ রুপচাঁদ মণ্ডল বলেন, ‘১৫ দিন হবে গর্তগুলো ঠিক করে দেছে। শুনিছি পিচ ঢালাই করে দেবে, কিন্তু এখনো দেয়নি।’
রুপচাঁদ মণ্ডল বলেন, ‘সড়কটি আগে এমন ছিল না। গত বছর পিচ দেওয়ার আগে পাশের পুকুরের পাড়ের মাটি কেটে বাস্তার দুপাশ বাঁধাই করেছে। এ জন্য পিচ দেওয়ার পরপরই রাস্তা ধসে পুকুরে মিশে গেছে। এবার দেখিছি, ট্রাকে করে অন্য জায়গা থেকে মাটি এনে রাস্তার দুপাশ ঠিক করেছে।’
দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ছিল মনিরামপুর-নওয়াপাড়া ১৭ কিলোমিটার সড়ক; যার অর্ধেক মনিরামপুরের অংশে। ১ বছর আগে আড়াই কোটি টাকা ব্যয়ে সড়কটির মনিরামপুর অংশের হোগলাডাঙা থেকে হাজিরহাট ব্রিজের অপর পাশ পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার সংস্কার কাজ শেষ হয়। এরপর এক মাস না যেতেই সড়কটির হাজিরহাট বাজারের দুপাশে, পাঁচবাড়িয়া কলেজের সামনে ও পাঁচবাড়িয়া বাজারসহ কয়েক জায়গায় ভেঙে ১০-১২টি ছোটবড় গর্ত হয়। ফলে সড়কে চলাচলে চরম ভোগান্তি শুরু হয় পথচারীদের।
এ নিয়ে আজকের পত্রিকায় ‘মাস না যেতেই দেবে গেল’, ‘৯ মাস ধরে সড়ক বেহাল’, ‘সড়ক সংস্কার হয়নি ১০ মাসেও’ শিরোনামে গত বছরের ৬ সেপ্টেম্বর, ২৬ ডিসেম্বর ও চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর টনক নড়ে উপজেলা প্রকৌশলী দপ্তরের। এর আগে কাজ শেষের এক মাসের মাথায় সড়ক ধসে যাওয়ার খবর শুনে তড়িঘড়ি মাটি দিয়ে ভাঙা অংশ ভরাট করা হয়েছিল। সেই অংশগুলো পরে ভেঙে বড় হয়ে মরণ ফাঁদে পরিণত হয়।
জানা গেছে, মনিরামপুরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম মনিরামপুর-নওয়াপাড়া সড়ক। নওয়াপাড়ায় থেকে এ সড়কে অল্প খরচে পণ্য মনিরামপুর হয়ে ঝিকরগাছা-বেনাপোলে পারাপার করা যায়।
বহু বছর সড়কটি অবহেলিত ছিল। পুরোনো পিচ ও খোয়া উঠে চলাচলের একেবারে অনুপযোগী ছিল সড়কটি। সর্বশেষ আড়াই কোটি টাকা ব্যয়ে সড়কটির ৩ দশমিক ২ কিলোমিটারের সংস্কারকাজ শুরু হয়। কাজের দায়িত্ব পান শাহারুল ইসলাম নামে যশোরের এক ঠিকাদার। নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে গত মার্চে রাস্তার কাজ শেষ হয়। কাজ শেষে মাস না ঘুরতেই সড়কের এ অংশে ৫-৬ স্থানে ধসে বড় বড় গর্ত হয়ে যায়।
হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে বলেন, ‘ঠিকাদারের লোকজন ইচ্ছেমতো কাজ করেছে। নিম্নমানের খোয়া দিয়ে রাতের বেলায় কাজ করেছে। আমরা বাঁধা দিয়েছি। প্রকৌশলীর কার্যালয়ে বারবার জানিয়েছি। তাঁরা অভিযোগ শোনেনি। কাজ চলা অবস্থায় কেউ সড়কটি দেখতেও আসেননি।’
মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হোগলাডাঙা থেকে হাজিরহাট সেতু পর্যন্ত সংস্কারকাজের দেখভালের দায়িত্বে ছিলেন উপসহকারী প্রকৌশলী নিয়ামত হোসেন।
নিয়ামত হোসেন বলেন, ‘ঠিকাদার সড়টির খারাপ অংশ ঠিক করে দিচ্ছেন। দ্রুত ভাঙা অংশে পিচ দেওয়া হবে। ঠিকাদারের জামানতের মেয়াদ এখনো আছে। পিচ ঢালাই না দেওয়া পর্যন্ত আমরা তাঁর জামানত ফেরত দেব না।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫