Ajker Patrika

৫ মাসে প্রাণ গেল ২৫ জনের

রাতুল মন্ডল, শ্রীপুর 
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ০০
৫ মাসে প্রাণ গেল ২৫ জনের

শিল্পাঞ্চল খ্যাত জনবহুল গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে আইন ভঙ্গ করে চলছে দ্রুতগতির যানবাহন। সড়কগুলোতে যান চলাচলে নেই কোনো নিয়ন্ত্রণ। আঞ্চলিক সড়কগুলোতে পাল্লা দিয়ে চলছে অটোরিকশা, বাস, ট্রাক, ড্রামট্রাক, কাভার্ড ভ্যান। বিভিন্ন সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দিন দিন বাড়ছে হতাহতের সংখ্যা। গত ৫ মাসে পৃথক ১৮টি দুর্ঘটনায় মারা গেছে ২৫ জন। আহত হয়েছে দুই শতাধিক।

জানা যায়, উপজেলায় ঢাকা মহাসড়কের অংশের সঙ্গে সংযোগ রয়েছে ১১টির বেশি আঞ্চলিক সড়ক। গত পাঁচ মাসে বিভিন্ন সড়কে পৃথক ১৮টি দুর্ঘটনায় মারা গেছে ২৫ জন। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অংশে ৮টি দুর্ঘটনায় মারা গেছে ১৩ জন। আঞ্চলিক সড়কগুলোতে ১০টি পৃথক দুর্ঘটনায় মার গেছে ১২ জন। আহত হয়েছে প্রায় দুই শতাধিক মানুষ।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গত পাঁচ মাসে মারা যায় যারা, গত ৭ সেপ্টেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সোহেল কাইয়াঁ নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ১৮ সেপ্টেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পলক সিএনজির সামনে সড়ক দুর্ঘটনায় জহিরুল নামে এক মোটরসাইকেল আরোহী মারা যায়। ৮ অক্টোবর জৈনা বাজার শৈলাট সংযোগ সড়কের গুতারবাজার এলাকায় স্কুলে যাওয়ার পথে মনির হোসেন নামে এক শিশু শিক্ষার্থীর সিএনজি চাপায় মৃত্যু হয়। ১০ অক্টোবর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেনের মৃত্যু হয়। ২২ অক্টোবর মাওনা-শ্রীপুর সড়কের পৌরসভার বেপারীবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। ৩১ অক্টোবর মাওনা-বরমী আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল দুর্ঘটনার মিঠুন নামে এক যুবকের মৃত্যু হয়। গত ৪ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় গাড়ি চাপায় তিন পথচারীর মৃত্যু হয়। একই দিন মহাসড়কের নয়নপুর এলাকায় আরএকে সিরামিক কারখানার সামনে গাড়ি চাপায় সিএনজিচালক জমিদারের মৃত্যু হয়।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শ্রীপুরে অবস্থিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অংশ এবং আঞ্চলিক সড়কগুলোতে প্রতিদিন হাজার হাজার শ্রমিক কর্মচারী চলাচল করে। যাত্রী, পণ্য, শিল্পকারখানার মালামাল, জরুরি খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে যাতায়াত করে অসংখ্য যানবাহন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশে রয়েছে শত শত শিল্পকারখানা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযুক্ত রয়েছে ১১টির বেশি আঞ্চলিক সড়ক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার কারণের মধ্যে রয়েছে সড়ক-মহাসড়কে অবাধে বেপরোয়া গতিতে যান চলাচল। পথচারীদের অবাধে রাস্তা পারাপার, উল্টাপথে যান চলাচল। রাস্তা ঘেঁষে ভাসমান দোকানপাট বসিয়ে ব্যবসা। আঞ্চলিক সড়কগুলোতে বড় যানের সঙ্গে পাল্লা দিয়ে ছোট যানের চলাচল।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘রাস্তার যানজট নিরসন, মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে নতুন করে কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। তাদের দায়িত্ব দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। দুর্ঘটনা কমাতে মহাসড়ক নিরাপদ করতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনা এবং যানবাহনের গতিনিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুর ইসলাম বলেন, ‘হাইওয়ে পুলিশ এবং থানা-পুলিশকে এ বিষয়ে কাজ করার জন্য বলা হয়েছে। অবিলম্বেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেপরোয়া ও অনিয়ন্ত্রিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত