Ajker Patrika

উপাচার্যের শেষ দিনেও দুর্নীতিবিরোধী বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৮: ২৪
উপাচার্যের শেষ দিনেও দুর্নীতিবিরোধী বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর মেয়াদ শেষ হয়েছে গতকাল রোববার। গত ২৪ ফেব্রুয়ারি রাতে অনেকটা চুপিসারে ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার পর আর তিনি ক্যাম্পাসে ফেরেননি বলে জানা গেছে। এদিকে, উপাচার্যের বিদায়ের শেষ দিনেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

অবৈধ নিয়োগ বাতিল, অনিয়ম-দুর্নীতির তদন্তসহ সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতে ধিক্কার মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ করে পথ সমাবেশে মিলিত হয়। মিছিলে উপাচার্যের উদ্দেশ্যে ঝাড়ু ও জুতা প্রদর্শন করেন শিক্ষার্থীরা। থুতু নিক্ষেপ কর্মসূচিও পালন করেন তাঁরা।

আন্দোলনরত পাবিপ্রবির শিক্ষার্থী সবুজ রায়হান, নাদিরা পারভীনসহ অন্যরা জানান, গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলী ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। নিজে নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে নিকটাত্মীয়দের নিয়োগ দিয়েছেন। উপাচার্যের অদক্ষতা ও অযোগ্যতার কারণে এ বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং একেবারে নিচে নেমে গেছে।

এর আগেও নানা ইস্যুতে আন্দোলনে নেমেছেন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। গত ২ মার্চ উপাচার্যের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ দফা দাবিতে রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুলিয়ে রেখেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এর মাধ্যমে রেজিস্ট্রার দপ্তরের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। গত নয় দিনেও তাঁদের দাবি না মানায় তালা খোলেননি কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, ‘উপাচার্য তাঁর বাসভবনে ডেকে দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিনি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেননি। তাই বাধ্য হয়ে রেজিস্ট্রার দপ্তরের প্রধান গেটে তালা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রক্ষ্ম আজকের পত্রিকাকে বলেন, ‘নয় দিন হলো আমি দপ্তরে যেতে পারি না, কোনো কাজও করতে পারি না। ক্যাম্পাসে যাই, একটু ঘোরাঘুরি করে চলে আসতে হয়। উপাচার্য ড. এম রোস্তম আলী স্যার তাঁর মেয়াদের শেষ দিন রোববার অফিসে বা ক্যাম্পাসে আসেননি। তিনি কিছু বলেও যাননি। এখন নতুন ভিসি স্যার আসার পর দেখা যাক তিনি কি করেন। সে সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই।’

প্রক্টর হাসিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে তা প্রফেসর ড. এম রোস্তম আলীর অবদান। বিশ্ববিদ্যালয়ের স্বার্থান্বেষী কিছু শিক্ষক নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে বিভিন্ন সময় উপাচার্যকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। শেষ সময়েও শিক্ষার্থীদের ব্যবহার করে উপাচার্য মহোদয়কে অবমাননা করা হলো। বিষয়টি দুঃখজনক।’

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীকে একাধিকবার ফোন করা হলেও ওপাশ থেকে সাড়া দেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত