Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্য গ্রেপ্তার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৪: ৩৪
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্য গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুরে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার মামলায় ইউপি সদস্য ইসমাইল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাবুখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। গতকাল সোমবার সকালে মাগুরা সদর থানার আলমখালী এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ধর্ষণচেষ্টার শিকার ওই কিশোরীর মা জানান, ইসমাইল মেম্বর কয়েক দিন আগে তাঁদের বাড়িতে গিয়ে জানান তিনি এবার স্কুলের মেয়েদের ভাতার কার্ড তৈরির দায়িত্বে আছেন। মেয়েদের কার্ড করতে হলে মেডিকেল সার্টিফিকেট লাগবে। যে কারণে মেয়েকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে।

এসব ভুল তথ্য দিয়ে ইসমাইল মেম্বর গত রোববার সকালে মা-মেয়েকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছে ইসমাইল তাঁকে (মা) টিকিট কাউন্টারের দাঁড় করিয়ে রেখে ডাক্তারের কাছে যাচ্ছে বলে মেয়েকে নিয়ে যান। এরপর মেয়েটিকে রিকশায় উঠিয়ে শহরের এক পরিচিতজনের বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় মেয়েটি চিৎকার দিলে ইসমাইল মৃধা মেয়েটিকে ঘর থেকে বের করে দিয়ে নিজে পালিয়ে যান। এ ঘটনার পর মেয়েটি স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পৌঁছে মায়ের কাছে বিস্তারিত জানায়। তখন মেয়েটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ভর্তি করা হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গত সোমবার তিনি মাগুরা সদর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য ইসমাইল মৃধাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ‘ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার একটি মামলা করেছেন। ওই মামলায় ইসমাইল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত