Ajker Patrika

রেললাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ দুই ঘণ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রেললাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ দুই ঘণ্টা

অতিরিক্ত গরমে গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে যায়। সদর উপজেলার ছোটহরণ ও আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার মধ্যবর্তী এলাকার রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি চোখে পড়ে স্থানীয়দের। ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এই সময় স্থানীয় লোকজন ও রেলওয়ের কর্মীরা ঠান্ডা পানি ঢেলে লাইন মেরামত করেন। পরবর্তীকালে ৩টা ৪০ মিনিটের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ছোটহরণ এলাকার তালশহর সেকশনে ৩৯ নম্বর রেলসেতুর কাছে আপলাইনের রেললাইন বেঁকে যায়। স্থানীয় শিপন নামে এক কিশোর প্রথমে বেঁকে যাওয়া রেললাইন দেখতে পায়। সে লাল কাপড় দেখিয়ে আপলাইনে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের গতিরোধ করে। পরে খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনে পানি ঢেলে ঠান্ডা করে রেললাইন মেরামত করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত