Ajker Patrika

সেই গোলাপী পেলেন সহায়তা, পাবেন ঘরও

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩: ০১
সেই গোলাপী পেলেন সহায়তা, পাবেন ঘরও

গাজীপুরের শ্রীপুরে রাতের অন্ধকারে আধ বিঘা জমির শসাগাছ কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত গোলাপী বেগমের পাশে দাঁড়িয়েছেন এক ব্যবসায়ী। সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরে হুমায়ূন সরকার নামের ওই ব্যবসায়ী গোলাপীকে ৪৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। এ ছাড়া তিনি গোলাপীর বাড়িতে পাকা ঘর তুলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেনের উপস্থিতিতে গোলাপীর হাতে ৪৫ হাজার টাকা তুলে দেন হুমায়ুন। তিনি উপজেলার নয়নপুর এলাকার বাসিন্দা।

হুমায়ূন সরকার বলেন, ‘আমার সাধ্য অনুযায়ী গোলাপীর পাশে দাঁড়িয়েছি। তাঁকে ঘর তৈরি করে দেব। এই সহযোগিতার পেছনে আমার কোনো উদ্দেশ্য নেই। মানবিক কারণে সহযোগিতা করেছি।’

ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, ‘অসহায় এই নারীর পাশে যিনি দাঁড়িয়েছেন, তিনি নিঃসন্দেহে ভালো মানের মানুষ। তাঁকে ধন্যবাদ। এই গাছ কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

উল্লেখ্য, গত বুধবার রাতে শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের গোলাপী বেগমের হাজার শসা ও মিষ্টিকুমড়ার গাছ কেটে ফেলেন দুর্বৃত্তরা। গোলাপী ওই এলাকার মো. আব্দুল মোতালেবের স্ত্রী। মোতালেব ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁর স্ত্রীই মূলত এ খেতের যত্ন নিতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত