আরিফুল হক তারেক, মুলাদী
মুলাদীতে নিষিদ্ধ বেড় জাল দিয়ে ছোট মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মশারির চেয়ে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকারের সময় রেনু ও পোনা মাছ ধরা পড়ায় বিভিন্ন প্রজাতের বড় মাছ অস্তিত্ব সংকটে পড়েছে।
চরাঞ্চলের নদীর পাড়, খালের পাড়ে বেড় জাল দিয়ে মাছ শিকার হচ্ছে বেশি।
উপজেলার নয়াভাঙনী নদীর চরপত্তনীভাঙ্গা, আড়িয়ালখাঁ নদীর চিলমারি, নাজিরপুর উত্তরপাড়, বানীমর্দন, জয়ন্তী নদীর সমিতির হাট, ব্রজমোহন দক্ষিণ পাড়, চরবাটামারাসহ বিভিন্ন স্থানে এভাবে বেড় জাল দিয়ে মাছ শিকার করা হয়। ।
জেলেরা জানান, মাছ ধরা যাদের পেশা নয় তারা সহজে এবং অল্প পরিশ্রমে বেশি মাছ ধরতে চান। এসব সুযোগ সন্ধানীয় মাছ শিকারি ভাটার সময় নদীর কিনারায় মাটির সঙ্গে মশারি জাল লাগিয়ে রাখেন। জোয়ার এলে তাঁরা নদীর কিনারায় মাছের খাবার দেন। ভাটা শুরুর আগে জালের ওপরের প্রান্ত পানির ওপরে উঠিয়ে দেন। ফলে জালের মধ্যে বড়-ছোট সব ধরনের মাছ ধরা পড়ে।
পানি কমে গেলে মাছগুলো মাটিতে পড়ে থাকে। পরে শিকারিরা সেখান থেকে সহজেই তুলে নিতে পারেন। অনেক মাছ শিকারি একাই ৫-৬ স্থানে এসব জাল দিয়ে মাছ ধরেন। এতে বাইলা, বাইম, কৈ, গজার, টাকি, শোল মাছ ধরা পড়ে। বড় মাছের সঙ্গে ছোট মাছগুলোও জালে আটকা পড়ে। মাছে বাচ্চাগুলো কেউ না নেওয়ায় মাটিতে পড়ে মারা যায়।
নয়াভাঙনী নদীর জেলে আব্দুল জলিল ফকির বলেন, ‘আমরা বড়শি কিংবা বড় ফাঁসের জাল দিয়ে মাছ ধরি। যারা পেশাদার জেলে তাঁরা কখনোই ছোট মাছ ধরবে না কিংবা ছোট মাছ নষ্ট হোক তা চাইবে না। কিন্তু কিছু অপেশাদার জেলে ছোট ফাঁসের মশারি দিয়ে বেড় জাল বানিয়ে মাছ শিকার করেন। এতে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে।’
সফিপুর গ্রামের জেলে রত্তন সরদার বলেন, ‘রাত জেগে সময় নিয়ে মাছ ধরি। ছোট মাছ পেলে নদীতে ছেড়ে দিই। কিন্তু কিছু জেলে রয়েছে মশারি জাল দিয়ে বেড় দিয়ে অল্প পরিশ্রমে মাছ ধরতে গিয়ে ছোট মাছ মেরে ফেলছে। তারা বড় মাছগুলো বিক্রি করতে পারলেও ছোট মাছ মরে যাচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক বেড় জাল দিয়ে মাছ শিকারি বলেন, ‘নদীতে বসে থেকে মাছ ধরার সময় নেই। ভাটার সময় নদীর পড়ে জাল ফেলে রাখি। জোয়ার হয়ে গেলে তুলে দিই। পরে ভাটা হয়ে গেলে মাছ আনি। এর মাঝে অন্যান্য কাজও করা যায়।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, ছোট মাছ ধরা কিংবা মারা অপরাধ। মৎস্যজীবীদের স্বার্থেই দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ করা জরুরি। মশারি এবং বেড় জাল দিয়ে ছোট মাছ শিকারের কথা জেনেছি। দ্রুত অভিযান চালিয়ে এসব মাছ শিকারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মুলাদীতে নিষিদ্ধ বেড় জাল দিয়ে ছোট মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মশারির চেয়ে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকারের সময় রেনু ও পোনা মাছ ধরা পড়ায় বিভিন্ন প্রজাতের বড় মাছ অস্তিত্ব সংকটে পড়েছে।
চরাঞ্চলের নদীর পাড়, খালের পাড়ে বেড় জাল দিয়ে মাছ শিকার হচ্ছে বেশি।
উপজেলার নয়াভাঙনী নদীর চরপত্তনীভাঙ্গা, আড়িয়ালখাঁ নদীর চিলমারি, নাজিরপুর উত্তরপাড়, বানীমর্দন, জয়ন্তী নদীর সমিতির হাট, ব্রজমোহন দক্ষিণ পাড়, চরবাটামারাসহ বিভিন্ন স্থানে এভাবে বেড় জাল দিয়ে মাছ শিকার করা হয়। ।
জেলেরা জানান, মাছ ধরা যাদের পেশা নয় তারা সহজে এবং অল্প পরিশ্রমে বেশি মাছ ধরতে চান। এসব সুযোগ সন্ধানীয় মাছ শিকারি ভাটার সময় নদীর কিনারায় মাটির সঙ্গে মশারি জাল লাগিয়ে রাখেন। জোয়ার এলে তাঁরা নদীর কিনারায় মাছের খাবার দেন। ভাটা শুরুর আগে জালের ওপরের প্রান্ত পানির ওপরে উঠিয়ে দেন। ফলে জালের মধ্যে বড়-ছোট সব ধরনের মাছ ধরা পড়ে।
পানি কমে গেলে মাছগুলো মাটিতে পড়ে থাকে। পরে শিকারিরা সেখান থেকে সহজেই তুলে নিতে পারেন। অনেক মাছ শিকারি একাই ৫-৬ স্থানে এসব জাল দিয়ে মাছ ধরেন। এতে বাইলা, বাইম, কৈ, গজার, টাকি, শোল মাছ ধরা পড়ে। বড় মাছের সঙ্গে ছোট মাছগুলোও জালে আটকা পড়ে। মাছে বাচ্চাগুলো কেউ না নেওয়ায় মাটিতে পড়ে মারা যায়।
নয়াভাঙনী নদীর জেলে আব্দুল জলিল ফকির বলেন, ‘আমরা বড়শি কিংবা বড় ফাঁসের জাল দিয়ে মাছ ধরি। যারা পেশাদার জেলে তাঁরা কখনোই ছোট মাছ ধরবে না কিংবা ছোট মাছ নষ্ট হোক তা চাইবে না। কিন্তু কিছু অপেশাদার জেলে ছোট ফাঁসের মশারি দিয়ে বেড় জাল বানিয়ে মাছ শিকার করেন। এতে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে।’
সফিপুর গ্রামের জেলে রত্তন সরদার বলেন, ‘রাত জেগে সময় নিয়ে মাছ ধরি। ছোট মাছ পেলে নদীতে ছেড়ে দিই। কিন্তু কিছু জেলে রয়েছে মশারি জাল দিয়ে বেড় দিয়ে অল্প পরিশ্রমে মাছ ধরতে গিয়ে ছোট মাছ মেরে ফেলছে। তারা বড় মাছগুলো বিক্রি করতে পারলেও ছোট মাছ মরে যাচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক বেড় জাল দিয়ে মাছ শিকারি বলেন, ‘নদীতে বসে থেকে মাছ ধরার সময় নেই। ভাটার সময় নদীর পড়ে জাল ফেলে রাখি। জোয়ার হয়ে গেলে তুলে দিই। পরে ভাটা হয়ে গেলে মাছ আনি। এর মাঝে অন্যান্য কাজও করা যায়।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, ছোট মাছ ধরা কিংবা মারা অপরাধ। মৎস্যজীবীদের স্বার্থেই দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ করা জরুরি। মশারি এবং বেড় জাল দিয়ে ছোট মাছ শিকারের কথা জেনেছি। দ্রুত অভিযান চালিয়ে এসব মাছ শিকারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫