আজকের পত্রিকা ডেস্ক
‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রংপুর: এ উপলক্ষে বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান।
অতিথিরা বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
মিঠাপুকুর: উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আনুষ্ঠানিকভাবে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, সিভিল ডিফেন্সের সদস্যরা কম জনবল নিয়ে দুর্যোগকালীন বিপদে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রবিউল ইসলাম। পরে যানবাহন দিয়ে মহড়া দেওয়া হয়।
গঙ্গাচড়া: উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। সভাপতিত্ব করেন ইউএনওর প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পীরগাছা: গতকাল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও শেখ শামসুল আরেফীন।
ইউএনও উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং নিজেদের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত করার আহ্বান জানান।
এ সময় পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আইয়ুব আলী উপস্থিত ছিলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডসহ দুর্যোগ ও দুর্ঘটনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সপ্তাহ ব্যাপী হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হবে। সেই সঙ্গে নিজেদের দক্ষতা ও মান উন্নয়নে প্রশিক্ষণ মহড়া পরিচালনাসহ নানা কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে।
‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রংপুর: এ উপলক্ষে বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান।
অতিথিরা বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
মিঠাপুকুর: উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আনুষ্ঠানিকভাবে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, সিভিল ডিফেন্সের সদস্যরা কম জনবল নিয়ে দুর্যোগকালীন বিপদে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রবিউল ইসলাম। পরে যানবাহন দিয়ে মহড়া দেওয়া হয়।
গঙ্গাচড়া: উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। সভাপতিত্ব করেন ইউএনওর প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পীরগাছা: গতকাল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও শেখ শামসুল আরেফীন।
ইউএনও উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং নিজেদের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত করার আহ্বান জানান।
এ সময় পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আইয়ুব আলী উপস্থিত ছিলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডসহ দুর্যোগ ও দুর্ঘটনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সপ্তাহ ব্যাপী হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হবে। সেই সঙ্গে নিজেদের দক্ষতা ও মান উন্নয়নে প্রশিক্ষণ মহড়া পরিচালনাসহ নানা কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪