Ajker Patrika

ফায়ার সার্ভিস সপ্তাহের কার্যক্রম শুরু

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ২৬
ফায়ার সার্ভিস সপ্তাহের কার্যক্রম শুরু

‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

রংপুর: এ উপলক্ষে বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান।

অতিথিরা বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

মিঠাপুকুর: উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আনুষ্ঠানিকভাবে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, সিভিল ডিফেন্সের সদস্যরা কম জনবল নিয়ে দুর্যোগকালীন বিপদে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রবিউল ইসলাম। পরে যানবাহন দিয়ে মহড়া দেওয়া হয়।

গঙ্গাচড়া: উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। সভাপতিত্ব করেন ইউএনওর প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পীরগাছা: গতকাল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও শেখ শামসুল আরেফীন।

ইউএনও উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং নিজেদের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত করার আহ্বান জানান।

এ সময় পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আইয়ুব আলী উপস্থিত ছিলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডসহ দুর্যোগ ও দুর্ঘটনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সপ্তাহ ব্যাপী হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হবে। সেই সঙ্গে নিজেদের দক্ষতা ও মান উন্নয়নে প্রশিক্ষণ মহড়া পরিচালনাসহ নানা কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত