Ajker Patrika

‘কৃষিজমি নষ্ট করে বালু ভরাট উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে’

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮: ০০
‘কৃষিজমি নষ্ট করে বালু ভরাট উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে’

তিন ফসলি কৃষিজমি নষ্ট করে বালু ভরাটের পরিকল্পনা দেশের চলমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে। কৃষিজমি, নদ-নদী, বনভূমি-জলাশয়, পাহাড় ও জীববৈচিত্র্য নষ্ট করে উন্নয়ন কর্মকাণ্ড আবশ্যক বা টেকসই না। জনবান্ধব ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে।

গত বৃহস্পতিবার বিকেলে খুলনার দাকোপের বাণীশান্তা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল এসব কথা বলেন। মোংলা বন্দর কর্তৃক কৃষিজমি নষ্ট করে বালু ভরাটের সিদ্ধান্তের প্রতিবাদে বাপা ও বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বাপা মোংলা ও সুন্দরবন অঞ্চলের আহ্বায়ক মো. নূর আলম শেখ। জনসভায় বাণীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব রায়, যুব বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান নূরতাজ আলম, আওয়ামী লীগ নেতা পরিমল রপ্তান, বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সঞ্জীব দাস, কৃষক নেতা অ্যাডভোকেট রুহুল আমীন, কিশোর রায়, ইউপি সদস্য ফিরোজ আলী খান, সত্যজিৎ গাইন, বিশ্বজিৎ মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।

জনসভায় বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতারা বলেন, তিন ফসলি কৃষিজমির ওপর নির্ভর করে তাঁদের জীবন-জীবিকা চলে। তাই তাঁরা জীবন দেবেন তারপরেও কৃষিজমিতে বালু ফেলতে দেবেন না।

জনসভায় বাণীশান্তা ইউনিয়নের সহস্রাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত